টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে সৌম্যকে নিয়ে যা বললেন, হাথুরুসিংহে

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে সৌম্য সরকারকে নিয়ে আলোচনাটা ছিল এক ধরনের। আলোচনা নয়, বলা ভালো সমালোচনা। কিন্তু নেপিয়ারে দ্বিতীয় ওয়ানডেতে ১৬৯ রানের দারুণ ইনিংসে সমালোচনায় আপাতত বিরতি টানতে পেরেছেন সৌম্য। বাঁহাতি ওপেনারকে নিয়ে আলোচনা অবশ্য থামছে না।
থামার কথাও নয়। অমিত প্রতিভা নিয়ে বাংলাদেশ দলে এলেও এখন ৩০ বছর বয়সেও সৌম্য যে বাংলাদেশ দলে আসছেন আর যাচ্ছেন! বাংলাদেশ সময় আগামীকাল দুপুর ১২টা ১০ মিনিটে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজের প্রথম ম্যাচে নামছে বাংলাদেশ, তার আগে আজ বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনের একটা বড় অংশজুড়েও থাকল সৌম্যকে নিয়ে আলোচনা।
সৌম্যকে নিয়ে হাথুরুর ভাবনা জানতে চাওয়া হয়েছিল সংবাদ সম্মেলনে। বাংলাদেশ কোচ প্রশংসায় ভাসালেন সৌম্যকে, ‘জানতাম, ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ইনিংস খেলার সামর্থ্য ওর আছে। সেটাই করে দেখিয়েছে ও। সব সময়ই বলি, ক্লাস ইজ পার্মানেন্ট। ফর্ম তো অনেক কারণেই এদিক-সেদিক হতে পারে। বিশেষ করে খেলোয়াড়ের মাথায় কী চলছে, সেটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়।’ তা সৌম্যর মাথাটা কেমন এখন? হাথুরুর উত্তর, ‘ওর মাথা একেবারে পরিষ্কার।’
সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে জঘন্য পারফরম্যান্সের পর দলে সৌম্যর জায়গা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। জায়গা নিয়ে প্রশ্ন কী, সৌম্য দলে জায়গা পাওয়ার মতো কী-ই বা এমন করেছেন, সে প্রশ্নও যৌক্তিকভাবে উঠেছে। দ্বিতীয় প্রশ্নটা অবশ্য কোনো অবস্থাতেই বাদ যাওয়ার মতো নয়, তবে দ্বিতীয় ম্যাচে ১৬৯ রানের পর তৃতীয় ম্যাচে বাংলাদেশের ইতিহাস গড়া জয়ের পথে সৌম্যর ১৮ রানে ৩ উইকেট প্রথম প্রশ্নটা আপাতত বন্ধ করে দিয়েছে।
এই যে সৌম্যর ব্যাটে-বলে প্রত্যাবর্তন, এর পেছনে হাথুরুসিংহের ‘অবদান’ নিয়ে নেতিবাচক অনেক কথা, অনেক ট্রলই হয়েছে। তা ট্রল একপাশে রেখে আসলেই সৌম্যর ফর্মে ফেরার পেছনে হাথুরুর অবদান কতটা? সে প্রশ্নেও সৌম্যকেই যত কৃতিত্ব দিলেন বাংলাদেশ কোচ, ‘আমি ওকে ফেরাইনি, ও নিজেই নিজেকে ফিরিয়েছে। দ্বিতীয় ওয়ানডেটা সৌম্যর জন্য ‘ডু অর ডাই’ ছিল। সেখানে ভালো খেলাই প্রমাণ করে, ওর মনের জোর কতটা! ও জানত, পুরো দেশ ওর বিপক্ষে ছিল। ও ব্যর্থ হলে কী হতো আমাদের জানা নেই। আমরা শুধু এতটুকুই করেছি যে, ওর ওপর বিশ্বাস রেখেছি, আত্মবিশ্বাস জুগিয়েছি, পুরো দল ওর পাশে দাঁড়িয়েছে।’
ওয়ানডেতে ফর্মে ফেরা সৌম্যকে টি-টোয়েন্টিতেও একই রূপে দেখতে না পাওয়ার কোনো কারণ দেখেন না হাথুরুসিংহে। আর বাংলাদেশ? ওয়ানডের ফর্মটা টি-টোয়েন্টিতে থাকবে? সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে ওয়ানডেতে হারানোর স্বাদ প্রথমবার পেয়েছে বাংলাদেশ, তা টি-টোয়েন্টিতেও তো নিউজিল্যান্ডকে তাদের মাঠে ৯ ম্যাচে কখনো হারানো যায়নি!
হাথুরুসিংহে বললেন, ‘কাজটা কঠিন তো বটেই! আমরা আমাদের রেকর্ডটা জানি। এখানে একটি টি-টোয়েন্টিও জিতিনি। ওয়ানডেতেও রেকর্ডটা এমনই ছিল।’
নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের বাড়তি গুরুত্ব, এই সিরিজ দিয়েই আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পথে চলতে শুরু করবে বাংলাদেশ। হাথুরুসিংহেই বললেন, এই সিরিজসহ বিশ্বকাপের আগের ১১ টি-টোয়েন্টি আর বিপিএল দিয়েই বিশ্বকাপের দল গড়ার চেষ্টা করবেন।
- তরুণ অলরাউন্ডারের ব্যাটিং ঝড় দেখলো ক্রিকেটবিশ্ব
- ফিফার নতুন র্যাঙ্কিং প্রকাশ : চমক দেখালো আর্জেন্টিনা, জেনেনিন ব্রাজিল ও বাংলাদেশের অবস্থান
- বুক ধড়ফড়: হৃদয়ের অস্বস্তি নাকি বিপদের সংকেত জেনেনিন কারণ, লক্ষণ ও মুক্তির উপায়
- প্রথম টি-টোয়েন্টি: নাঈম-শামীমের ব্যাটে শ্রীলঙ্কাকে বিশাল রানের টার্গেট দিলো বাংলাদেশ
- প্রবাসীদের জন্য বড় সুখবর: সৌদিতেও নিজের বাড়ি কেনা যাবে! জানুন কবে থেকে শুরু, কোন কোন শহরে মিলবে সুযোগ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ৮ গোলে শেষ ৯০ মিনিটের খেলা
- এক ধাক্কায় সোনার ভরিতে কমলো ১৫৭৫ টাকা
- একই রাতে মাঠে সাকিব ও বাংলাদেশ : আজ রাতে মাঠে নামছে টাইগার অলরাউন্ডার, ভোরে নামছে রংপুর
- শ্রীলঙ্কার বিপক্ষে ধুঁকছে বাংলাদেশ, শানাকার ঘুর্ণিতে বিপদে টাইগার ব্যাটিং লাইনআপ, সর্বশেষ স্কোর
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- সাকিবের রাজকীয় প্রত্যাবর্তন
- চ্যাম্পিয়ন্স লিগের নিয়মেই ঝুঁকিতে নিকো গনজালেজ
- XXXTentacion-এর ছেলের হৃদয়বিদারক বার্তা,গোপন ডায়েরি ঘিরে হইচই
- বন্যায় ফের ডুবল ফেনী, সেনাবাহিনীর উদ্ধার অভিযান শুরু, ভয়াবহ অবস্থায় লক্ষাধিক মানুষ
- যেখানে যাচ্ছেন নিকো গনজালেজ, গোপনে চলছে বড় চুক্তির তোড়জোড়