তামিম-সাকিব ছাড়া নিউজিল্যান্ডের মাঠে জয় যা বললো বিসিবি

অন্য সবার মতো তিনিও মনে করেন যে কোনো জয় মনে রাখার মতো। আর যেহেতু নিউজিল্যান্ড এর আগে কখনো সাদা বলে জয় পায়নি, তাই এটা একটা বড় অর্জন। সেই দৃষ্টিকোণ থেকে, ২৩ ডিসেম্বর নেপিয়ারে টাইগারদের ৯ উইকেটের জয় একটি ঐতিহাসিক অর্জন। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশারের ভাষায়, দারুণ জয়।
ব্যবধানের বিশালতাই শুধু নয়, এ জয়ের অনেকগুলো বৈশিষ্ট দেখে খুব খুশি হাবিবুল বাশার। জাতীয় দলের এই নির্বাচক জাগো নিউজকে প্রতিক্রিয়ায় জানান, ‘নিউজিল্যান্ড সব সময়ই টাফ কন্ডিশন। নিউজিল্যান্ডের খোলা এলাকার মাঠ, আবহাওয়া ও উইকেট সবসময় উপমহাদেশের দলগুলোর জন্য প্রতিকূল। যে কারণে শুধু আমরাই নই, উপমহাদেশের অন্য দলগুলোও নিউজিল্যান্ডে গিয়ে তেমন সুবিধা করতে পারে না। আর আমরা আগে কখনো সাদা বলে জিততেই পারিনি। এবার জিতলাম। সেটা অবশ্যই এক অবিস্মরণীয় সাফল্য।’
হাবিবুল বাশারের অনুভব করেন, অনেক কারণেই আমাদের এ জয় দরকার ছিল।
এর আগে গত বছর জানুয়ারিতে মাউন্ট মুঙ্গানুইয়ে বাংলাদেশ যখন নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে হারায় (৮ উইকেটে) তখনো দলে ছিলেন না দুই সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল আর সাকিব আল হাসান। দুজন অতি নির্ভরযোগ্য ও অন্যতম চালিকাশক্তি ছাড়া ২ বছরের ব্যবধানে লাল ও সাদা বলে একজোড়া ঐতিহাসিক সাফল্য; কী বার্তা বহন করে? এটি কিভাবে দেখছেন?
সিনিয়র ও সুপারস্টারদের ছাড়াও ম্যাচ জেতার অভ্যাস ও সামর্থ তৈরি হচ্ছে? নাকি তরুণরা দিনকে দিন মাথা তুলে দাঁড়াতে শিখছেন? এমন প্রশ্নে হাবিবুল বাশারের জবাব- ‘না, না। আমি ব্যাপারটাকে অন্যভাবে দেখছি। আমি দেখছি তরুণদের মানসিকতার পরিবর্তন।’
বাশারের ব্যাখ্যা, বলার অপেক্ষা রাখে না; যাদের কথা বলা হলো, তাদের ২ জনের ওপর আমরা অনেক অনেক নির্ভরশীল। তারা আমাদের কি প্লেয়ার (মূল ক্রিকেটার)। সিনিয়র ও এক্সপেরিয়েন্স মোস্ট। নিয়মিত পারফর্মও করে আসছে সবসময়। মূল ভুমিকা রাখে। কাজেই তাদের ওপর আমরা অনেকটাই নির্ভরশীল।
বাংলাদেশ দলের নির্বাচক আরও বলেন, ‘কিন্তু আসল সত্য হলো সাকিব ও তামিম সবসময় থাকবে না। তারা ছাড়াও আমাদের জিততে হবে। তরুণদের মাথায় সেই চিন্তাটা এসেছে। কেউ না থাকলে কোনো অজুহাত না দাঁড় করিয়ে জেতার চিন্তা মাথায় ঢুকেছে। কাউকে মিস করলেও এখন আর কোনো অজুহাত আসছে না। কেউ অজুহাত দাঁড় করাচ্ছে না। সবার মাঝে জেতার তাগিদ বেড়েছে। তারাই চেষ্টা করছে। জেতার ক্ষুধাটা ভালোই আছে। এই মানসিকতার এই পরিবর্তনটা আমাকে আকৃষ্ট করেছে।’
- ক্রিকেট বিশ্বে শোকের ছায়া : সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভারতীয় ক্রিকেটারের
- চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও নেপালের ম্যাচের প্রথমার্ধের খেলা
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- বাংলাদেশ বনাম নেপাল : ৯০ মিনিটের খেলা শেষ ,জেনেনিন ফলাফল
- বিএনপির গুরুত্বপূর্ণ নেতাকে শোকজ, তোলপাড় দলীয় মহল
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- অতিরিক্ত সময়ে আবারও গোল,চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশের ফুটবল ম্যাচ,জেনেনিন ফলাফল
- সরকারের এক সিদ্ধান্তে ৭০০ টাকার গরুর মাংস মিলবে ১২০-১২৫ টাকায়
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- তৌহিদ আফ্রিদি গ্রেফতার যেভাবে ঢাকায় আনা হলো আফ্রিদিকে
- বাংলাদেশ বনাম নেপাল : শেষ হলো ৮০ মিনিটের খেলা,জেনেনিন ফলাফল
- গোল গোল গোল, পরপর ২ গোল,দেখেনিন বাংলাদেশ ও নেপাল ম্যাচের ফলাফল
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ইতিহাস গড়ে ক্যামেরার সামনে দারিয়ে যা বললেন সাকিব
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি