দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে অবসরের ঘোষণা দিবেন ভারতের যে ব্যাটার

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন দক্ষিণ আফ্রিকার ডিন এলগার। আগেই তিনি অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। কারণ, দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড কিছু দিন আগেও টেস্ট অধিনায়ককে আর দলে চাইছেন না। দেশের হয়ে সাদা বলের ক্রিকেট খেলার তেমন সুযোগ পাননি।
২০১২ সালে এক দিনের ক্রিকেটে অভিষেক হলেও খেলেছেন মাত্র আটটি ম্যাচ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তবে দেশের হয়ে ৮৪টি টেস্ট খেলেছেন তিনি। গত ফেব্রুয়ারি মাসেই টেম্বা বাভুমাকে সরিয়ে এলগারকে টেস্ট দলের অধিনায়ক করেছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ছ’টি ইনিংসে ৮০.৪০ গড়ে এলগার করেছেন ৪০২ রান। তবু তাঁকে আর জাতীয় দলে চাইছেন না কোচ। ক্রিকেটীয় দক্ষতা অটুট থাকলেও বয়স তাঁর বিপক্ষে যাচ্ছে। ৩৬ বছর বয়স হয়ে গিয়েছে এমন ক্রিকেটারদের ভবিষ্যতের পরিকল্পনায় রাখছেন না কোচ কনরাড। সেই তালিকায় রয়েছেন এলগারও।
বিষয়টি এলগারকে আগেই পরিষ্কার করে দিয়েছিলেন কোচ। তার পরেই ঘনিষ্ঠ মহলে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে এলগার বলেছেন, ‘‘ছোট থেকে ক্রিকেট খেলা আমার স্বপ্ন ছিল। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগই আমার কাছে সেরা প্রাপ্তি। ১২ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। এটা আমার স্বপ্নের থেকেও অনেক বেশি। এই সফরটা দুর্দান্ত। আমি সত্যিই ভীষণ ভাগ্যবান।’’ তিনি আরও বলেছেন, ‘‘অনেকে বলেন, সব থেকে ভালটা সবার শেষে আসে।
ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়েই শেষ খেলব। সুন্দর খেলাটা থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললাম। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। কেপ টাউনে শেষ টেস্ট খেলব। ওটাই আমার সব থেকে প্রিয় স্টেডিয়াম। ওখানেই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আমার প্রথম রান করেছিলাম। আশা করছি টেস্টের শেষ রানটাও কেপ টাউনে করতে পারব।’’ আম্পায়ারের সাহায্য নিয়ে সিরিজ় সেরা আরশদীপ! রহস্য ফাঁস করলেন জোরে বোলার নিজেই টেস্ট ক্রিকেটে এলগারের পাঁচ হাজারের বেশি রান রয়েছে। দক্ষিণ আফ্রিকার আট জন ক্রিকেটারের এই কৃতিত্ব রয়েছে। এখন এলগারের সংগ্রহ ৫১৪৬ রান। ভারতের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ়ে ৩৫৩ রান করতে পারলে মার্ক বাউচারকে টপকে সপ্তম স্থানে উঠে আসবেন এলগার।
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- সরকারের এক সিদ্ধান্তে ৭০০ টাকার গরুর মাংস মিলবে ১২০-১২৫ টাকায়
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- তৌহিদ আফ্রিদি গ্রেফতার যেভাবে ঢাকায় আনা হলো আফ্রিদিকে
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ইতিহাস গড়ে ক্যামেরার সামনে দারিয়ে যা বললেন সাকিব
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা সরাসরি জানালো নির্বাচন কমিশনার
- জাতিসংঘে বড় কূটনৈতিক লড়াই: একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি ও শেহবাজ
- কলিং ভিসায় মালয়েশিয়ায় কর্মী নিচ্ছে সরকার