ভালো না করলে জাতীয় দলে কেউ গ্যরান্টেড নয়, বিসিবি

একই গ্রুপে দুটি ছবি। একদিকে সৌম্য সরকারের রানে ফেরা। অন্যদিকে লাগাতার ব্যর্থতার বৃত্তে আটকে থাকা লিটন দাস আউট হন মাত্র ৬ রান করে।
লিটন দাসের ব্যাটিং কৌশল, দক্ষতা ও শ্যুটিং দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। তার রেজাল্টও খারাপ না। এদিকে, শাহরিয়ার নাফীসের সাথে কম খেলায় (৬৫ ম্যাচে) ২০০০ রান করার কীর্তি অর্জন করেছিলেন।
যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম। তারপরও সময় ভাল যাচ্ছে না লিটন দাসেরও। এ স্টাইলিশ ব্যাটারেরও চলছে ভীষণ রান খরা। ২০ মাস কোনো সেঞ্চুরি নেই ওয়ানডেতে।
ম্যাচের হিসেবে ৩৯ ম্যাচ ধরে তিন অংকে পৌছাতে পারেননি লিটন দাস। ২০২২ সালের ফেব্রুয়ারি, আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে শেষ শতরান করেছিলেন। এরপর আর নামের পাশে সেঞ্চুরি নেই। তবে ৮ বার পঞ্চাশে পা রেখেছেন।
শেষ ফিফটি পুনেতে বিশ্বকাপে। ৬ ম্যাচ আগে; ভারতের বিপক্ষে, ৮২ বলে ৬৬। এরপর একবার ৪০ এর ঘরে পৌঁছলেও বাকি ৫ বারের ৪ বার সেট হয়ে ২২ থেকে ৩৬ এর মধ্যে আউট হয়েছেন। আর চলতি সিরিজের ২ ম্যাচে লিটনের সংগ্রহ ডানেডিনে ২২, আর আজ নেলসনে ৬।
অন্যতম নির্ভরযোগ্য পারফরমারের এ খারাপ ফর্ম চিন্তিত করে তুলেছে বোর্ড কর্তাদেরও। জাতীয় দলের ব্যবস্থাপক কমিটি প্রধান জালাল ইউনুসের কপালেও চিন্তার রেখা। মুখ ফুটে বলেও ফেললেন, ‘আমরা জানি লিটন কোয়লিটি প্লেয়ার। তার টেকনিক, স্কিল ও টেম্পরামেন্ট দারুন। সে আসলে ডিফারেন্ট ক্লাস পারফরমার। কিন্তু তার ব্যাট কথা বলছে না। একদম রান নেই। আমরা অপেক্ষা করছি তার ব্যাট থেকে ভাল ও বড় ইনিংস দেখার।’
ভাল খেলা যেমন দলে অবস্থান নিশ্চিত ও মজবুত করে, খারাপ খেলতে থাকলে অবস্থানও হয়ে পড়ে নড়বড়ে। লিটন দাসেরও কি তাই হতে পারে? তিনি যদি আগামীতেও নিজেকে খুঁজে না পান, অফ ফর্ম থেকে বেরিয়ে রান করতে না পারেন, তারপরও কি দলে থাকবেন?
এমন প্রশ্ন কারো কারো মনে উঁকি-ঝুকি দিচ্ছে। ক্রিকেট অপসের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে এ প্রশ্ন রাখা হলে তার সোজা জবাব, ‘জাতীয় দলে কারো অবস্থান স্থায়ী নয়। কেউ গ্যারান্টেড না। দীর্ঘদিন রান না করলে বিকল্প চিন্তা করবো।’
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- সরকারের এক সিদ্ধান্তে ৭০০ টাকার গরুর মাংস মিলবে ১২০-১২৫ টাকায়
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- তৌহিদ আফ্রিদি গ্রেফতার যেভাবে ঢাকায় আনা হলো আফ্রিদিকে
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ইতিহাস গড়ে ক্যামেরার সামনে দারিয়ে যা বললেন সাকিব
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা সরাসরি জানালো নির্বাচন কমিশনার
- জাতিসংঘে বড় কূটনৈতিক লড়াই: একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি ও শেহবাজ
- কলিং ভিসায় মালয়েশিয়ায় কর্মী নিচ্ছে সরকার