নিলাম শেষে কলকাতার হাতে ২৩ খেলোয়াড়, যেমন হতে পারে একাদশ

দলে ১২ জন বাকি ছিল। মঙ্গলবার আইপিএল নিলামে মোট ১০ জন ক্রিকেটারকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এর মানে হল, নিলাম শেষে কেকেআরে ২৩ জন ক্রিকেটার রয়েছে। তাদের নিয়েই আগামী মৌসুমের দল তৈরি করতে হবে। কেকেআরের পরের মৌসুমে প্রথম একাদশে কারা খেলবে তার একটি তালিকা তৈরি করেছে৷
জেসন রয়: গত বার পরের দিকে তাঁকে কিনেছিল কেকেআর। যে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন ভাল খেলেছিলেন। এ বার আইপিএলে পুরো মরসুম পাওয়া যাবে জেসনকে। তাই দলের ওপেনিং করবেন তিনিই।
বেঙ্কটেশ আয়ার: দলের পুরনো সদস্যদের এক জন। আগের বার শতরান করেছিলেন। এ বারও তাঁকে দেখা যাবে কেকেআরের জার্সিতে ওপেন করতে।
নীতীশ রানা: গত বার অধিনায়ক ছিলেন। এ বার সহ-অধিনায়ক তিনি। দলের মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাঁকে দেখা যাবে দলে।
শ্রেয়স আয়ার: চোট সারিয়ে এ বার দলে ফিরেছেন। অধিনায়ক করা হয়েছে তাঁকে। মিডল অর্ডারে নীতীশের সঙ্গে দলের বড় ভরসা শ্রেয়স।
রিঙ্কু সিংহ: গত বছর ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। নিজের জায়গা পাকা করেছেন রিঙ্কু। আইপিএলে ভাল খেলায় জাতীয় দলেও সুযোগ পেয়েছেন। এ বারও রিঙ্কু দলের ফিনিশার।
শ্রীকর ভরত: এ বার দলে নেওয়া হয়েছে তাঁকে। মূলত উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। শেষ দিকে দ্রুত ব্যাটিং করার চেষ্টা করবেন ভরত।
আন্দ্রে রাসেল: দলের পুরনো ঘোড়া। জাতীয় দলে ফিরে ফর্ম দেখিয়েছেন। সেই ফর্ম কলকাতার হয়েও দেখাতে চাইবেন রাসেল।
সুনীল নারাইন: দলের আর এক পুরনো ঘোড়া। এ বারও তাঁকে ধরে রেখেছে কেকেআর। গোটা বিশ্বে টি-টোয়েন্টি লিগ খেলছেন। বল করার পাশাপাশি ব্যাটটাও করতে পারেন।
মিচেল স্টার্ক: আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনেছে কলকাতা। ফলে পুরো মরসুম দেখা যাবে তাঁকে। আগুনে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও বড় শট খেলতে পারেন স্টার্ক।
হর্ষিত রানা: গত বার শেষ দিকে ভাল বল করেছিলেন। এ বার তাঁকে ধরে রেখেছে কেকেআর। স্টার্কের পাশে বল করতে দেখা যাবে তাঁকে।
চেতন সাকারিয়া: ঘরোয়া ক্রিকেটে বড় নাম সাকারিয়া। বাঁ হাতি পেসার নতুন ও পুরনো বলে সমান কার্যকরী। তাই কেকেআরের প্রথম একাদশে দেখা যেতে পারে তাঁকে।
বরুণ চক্রবর্তী (ইমপ্যাক্ট প্লেয়ার): গত বার থেকে চালু হয়েছে এই নিয়ম। এ বার সেই নিয়ম কাজে লাগিয়ে বল করার সময় জেসন রয়কে বসিয়ে বরুণকে খেলাতে পারে নাইট রাইডার্স।
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- সরকারের এক সিদ্ধান্তে ৭০০ টাকার গরুর মাংস মিলবে ১২০-১২৫ টাকায়
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- তৌহিদ আফ্রিদি গ্রেফতার যেভাবে ঢাকায় আনা হলো আফ্রিদিকে
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ইতিহাস গড়ে ক্যামেরার সামনে দারিয়ে যা বললেন সাকিব
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা সরাসরি জানালো নির্বাচন কমিশনার
- জাতিসংঘে বড় কূটনৈতিক লড়াই: একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি ও শেহবাজ
- কলিং ভিসায় মালয়েশিয়ায় কর্মী নিচ্ছে সরকার