আইসিসি থেকে যে সুখবর পেলেন নাহিদা-মুর্শিদা

সম্প্রতি মাঠে বেশ ভাল করছে বাংলাদেশ নারী দল। ঘরের মাঠে পাকিস্তানকে সিরিজে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাসও গড়লেন নাইজারের সুলতানা জ্যোতিরা। বিজয় দিবসে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগে স্পিনার নাহিদা আখতার প্রথম বাংলাদেশি মহিলা ক্রিকেটার হিসেবে নভেম্বরে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছিলেন। এবার বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা অবস্থান অর্জন করলেন তিনি।
বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নীত হয়েছেন দ্বাদশ স্থানে। তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬২, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। তবে নাহিদার সমান পয়েন্ট পেয়েছেন পাকিস্তানের অফ-স্পিনার নাশরা সান্ধু, ফলে দুজনেই যৌথভাবে ১২তম স্থানে রয়েছেন।
নাহিদার এমন উন্নতিতে মূলত ভূমিকা রেখেছে প্রোটিয়াদের বিপক্ষে সবশেষ ম্যাচে তার ৩ উইকেট শিকার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ১১৯ রানের রেকর্ড জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। এছাড়া সর্বশেষ ৯ ম্যাচে নাহিদা ২০ উইকেট নিয়েছেন। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা বিশের মধ্যে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার। বর্তমানে দলের বাইরে থাকা সালমা খাতুন ৪৮৪ রেটিং নিয়ে ২০ নম্বরে আছেন। এছাড়া ৩২ ও ৩৩ নম্বরে আছেন যথাক্রমে রুমানা আহমেদ ও জাহানারা আলম। ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৫৬ নম্বরে আছেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন। ৩২১ পয়েন্ট নিয়ে তাদের পরেই সুলতানা খাতুন। তিন স্পিনারই নিজেদের সেরা রেটিং পেয়েছেন।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের মুর্শিদা খাতুন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়া জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। যা তাকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠিয়ে দিয়েছে। অপরাজিত ৯১ রানের চমৎকার ইনিংসে ভর করে তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৩৫৪, যা এই টপ অর্ডার ব্যাটারের ক্যারিয়ার সেরা। এছাড়া আগে থেকে বাংলাদেশের প্রধান প্রতিনিধি হয়ে ওই তালিকার ১৫ নম্বরে রয়েছেন ফারজানা হক। অধিনায়ক জ্যোতি আছেন ২৭ নম্বরে, তার রেটিংও এখন ক্যারিয়ার সেরা ৫০৯।
- সেপ্টেম্বর মাসের সরকারি ও ঐচ্ছিক ছুটির তারিখ একসাথে দেখেনিন
- ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি: সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ
- ক্রিকেট ম্যাচে রক্তাক্ত ট্র্যাজেডি: ওভার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১
- তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসারে আক্রান্ত, যে আদেশ দিলো আদালত
- সরকারের এক সিদ্ধান্তে ৭০০ টাকার গরুর মাংস মিলবে ১২০-১২৫ টাকায়
- ক্রিকেট বিশ্বে নতুন আলোড়ন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন দ:আফ্রিকার সাবেক অধিনায়ককে
- যেদিন থেকে ভিসা চালু করবে ওমান, জানালো সময়
- তৌহিদ আফ্রিদি গ্রেফতার যেভাবে ঢাকায় আনা হলো আফ্রিদিকে
- হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ আখ্যায় রুমিন ফারহানা, তীব্র বাকযুদ্ধে দুই নেতা
- ২০২৫ সালে আর কয়টি সরকারি ছুটি বাকি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- ইতিহাস গড়ে ক্যামেরার সামনে দারিয়ে যা বললেন সাকিব
- আইপিএলে ফেরার ইচ্ছে আছে এবি ডি ভিলিয়ার্সের, তবে শর্তও রেখেছেন তিনি
- নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা সরাসরি জানালো নির্বাচন কমিশনার
- জাতিসংঘে বড় কূটনৈতিক লড়াই: একই দিনে ভাষণ দেবেন ইউনূস, মোদি ও শেহবাজ
- কলিং ভিসায় মালয়েশিয়ায় কর্মী নিচ্ছে সরকার