শিবলীর বিধ্বংসী ব্যাটিংয়ে ফাইনাল বাংলাদেশের বড় সংগ্রহ

২০১৮ সালে, বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের এই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল। আগের দিন ব্যাটিং করেছিল আসল দল। প্রায় সাড়ে ৫ বছর পর একই স্টেডিয়ামে আরেকটি এশিয়ান কাপের ফাইনাল। এবার অবশ্য মাঠে নামছে বাংলাদেশের যুব দলগুলো। আর সেই ফাইনালে উইকেটরক্ষক শিবলীর ১২৯ রানের ম্যারাথন ইনিংসের সুবাদে বাংলাদেশ ২৮২ রানের দুর্দান্ত সংগ্রহ করে।
২০১৮ এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি পেয়েছিলেন ওপেনিং ব্যাটার লিটন দাস। আর আজ পেলেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলী। তবে সেবার বাংলাদেশ খেই হারিয়েছিল ভারতের বিপক্ষে। আরব আমিরাতের বিপক্ষে তেমন কিছু অবশ্য হয়নি। শিবলীর পাশাপাশি বড় রানের দেখা পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান আর আরিফুল ইসলামরাও। শিবলীর দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে রিজওয়ানের ৬০ আর আরিফুলের ঝোড়ো ৫০ এর সুবাদে বড় সংগ্রহ জমা করেছে জুনিয়র টাইগাররা।
টসে জিতে এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আরব আমিরাত। সেই সিদ্ধান্তই যেন শাপে বর হয়ে এসেছে বাংলাদেশি যুবাদের জন্য। দুবাইয়ের ব্যাটিংবান্ধব উইকেটে অবশ্য শুরুটা খুব বেশি ভাল হয়নি। রান যেমন উঠেছে ধীরগতিতে। তেমনি দলীয় ১৪ রানের মাথায় জিশানের উইকেট বাংলাদেশের জন্য পরিস্থিতি খানিক কঠিনই হয়ে পড়ে।
তবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে সমস্যা হয়নি বাংলাদেশের। চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১২৫ রানের বড় এক পার্টনারশিপ গড়েন ফর্মের তুঙ্গে থাকা শিবলী। দুজনের এই জুটিই অনেকটা এগিয়ে দেয় বাংলাদেশকে। দুজনেই রান তুলেছেন সাবলীল ভঙ্গিতে। ফিফটির দেখা পেয়েছিলেন দুজনেই। সবকিছু যখন ছিল ঠিকঠাক, তখনই আঘাত আসে টাইগার শিবিরে। ৬০ রান করে ফিরে যান রিজওয়ান।
এরপরে ক্রিজে এসেই ঝড় তুলেছেন আরিফুল ইসলাম। শিবলীর সঙ্গে তার জুটি ছিল ৮৬ রানের। এরমাঝে ৫০ রান একাই তুলেছিলেন আরিফুল। ৩৯ বলেই পেয়েছেন ঝোড়ো ফিফটির দেখা। একইসঙ্গে শতকের ম্যাজিক ফিগার স্পর্শ করেছিলেন শিবলী। টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় শতক। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ১১৬ রান। এছাড়া ছিল আরও দুই ফিফটি।
আরিফুল অবশ্য আউট হয়েছেন ফিফটির পরের বলেই। এরপর খানিক ধুঁকেছে বাংলাদেশ। আহরার আমিন এবং মোহাম্মদ শিহাব দুজনেই আউট হয়েছেন দ্রুত। তবে শেষদিকে দ্রুতগতির এক কার্যকরী ইনিংস উপহার দিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ১০ বলে ২১ রান করে দলের ইনিংসে রেখেছেন কার্যকরী ভূমিকা। তবে অবিচল ছিলেন শিবলী। নিজের ইনিংসটা টেনে নিয়েছেন ১২৯ পর্যন্ত। বাংলাদেশও তাতে পেয়েছে ২৮২ রানের পুঁজি।
- তরুণ অলরাউন্ডারের ব্যাটিং ঝড় দেখলো ক্রিকেটবিশ্ব
- বুক ধড়ফড়: হৃদয়ের অস্বস্তি নাকি বিপদের সংকেত জেনেনিন কারণ, লক্ষণ ও মুক্তির উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ৮ গোলে শেষ ৯০ মিনিটের খেলা
- এক ধাক্কায় সোনার ভরিতে কমলো ১৫৭৫ টাকা
- একলাফে বেড়ে গেলো সিঙ্গাপুরের ডলার রেট, জেনেনিন আজকের রেট
- সাকিবের রাজকীয় প্রত্যাবর্তন
- টস হেরে ব্যাটিংয়ে সাকিবের দল, দেখেনিন একাদশ
- XXXTentacion-এর ছেলের হৃদয়বিদারক বার্তা,গোপন ডায়েরি ঘিরে হইচই
- কমলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১১ জুলাই ২০২৫)
- চ্যাম্পিয়ন্স লিগের নিয়মেই ঝুঁকিতে নিকো গনজালেজ
- বিমান দুর্ঘটনায় প্রাণ গেল ২৬০ জনের,জানা গেলো আসল কারন
- শাহজালালে বিমান বন্দরে নতুন আতঙ্ক, বিমানে শেষ হলো তল্লাশি
- ইংল্যান্ড বনাম ভারত লর্ডস টেস্ট, জেনেনিন সর্বশেষ স্কোর
- ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে আর্চারের বাজিমাত
- দাঁড়ালে মাথা ঘুরে ও চোখে ঝাপসা দেখেন, তাহলে সাবধান