স্বামীর পাশে দাঁড়াতে সাকিবপত্নী অনুসরণ করলেন ওয়ার্নারের স্ত্রী

তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ইতিমধ্যেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা জার্সি গায়ে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডও ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের বিদায়ের কথা স্মরণ করতে চায়। সম্প্রতি টেস্টে খারাপ সময় কাটালেও, ওয়ার্নার বোর্ডের দেওয়া সুযোগের সবচেয়ে বেশি ব্যবহার করেছেন। তিনি 164 রানের ইনিংস খেলে প্রথম দিনে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়াকে বড় লিড এনে দেন।
তবে এই টেস্টের আগে ওয়ার্নারকে একহাত নিয়েছিলেন সাবেক অজি পেসার মিচেল জনসন। সাবেক এই পেসার ২০১৮ সালে বল টেম্পারিংয়ে ওয়ার্নারের জড়িত থাকার বিষয়টি উল্লেখ করে বলেছিলেন, ওয়ার্নার এমন সম্মানজনক বিদায়ের যোগ্য নয়।
তবে এসব সমালোচনা পাশ কাটিয়েই দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন ওয়ার্নার। খেলেছেন ১৬৪ রানের আক্রমণাত্মক ইনিংস। তাতে অস্ট্রেলিয়াও পেয়েছে দারুণ অ্যাডভান্টেজ। আর চাপের মুখে এমন ইনিংসের পর বসে থাকেননি ওয়ার্নারের স্ত্রী ক্যানডিস ওয়ার্নার। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সেঞ্চুরির ছবি চুপ থাকার ইমোজি ক্যাপশনে রেখে পোস্ট করেছেন তিনি।
সংক্ষিপ্ত এই টুইটে চুপ থাকার ইঙ্গিত দিয়ে মূলত সমালোচকদের উদ্দেশ্যেই বার্তা দিতে চেয়েছেন ক্যানডিস। আর ক্রিকেটারদের স্ত্রীর কাছ থেকে এমন কীর্তিও একেবারেই নতুন না। মাসখানেক আগেই বাংলাদেশের সাকিব আল হাসানের স্ত্রীও যে ঠিক একই ইমোজি দিয়ে সাকিবের কীর্তি সামনে এনেছিলেন।
বিশ্বকাপের আগেই তামিম ইকবাল ইস্যুতে সমালোচিত ছিলেন সাকিব। তবে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই দারুণ বোলিং করেছিলেন টাইগার অধিনায়ক। বল হাতে তার সফলতা দলকেও এনে দিয়েছিল জয়। এরপরেই চুপ থাকার ইমোজি দিয়ে পোস্ট করেছিলেন সাকিবের স্ত্রী উম্মে শিশির আল হাসান।
ক্যানডিস ওয়ার্নার কি এবার স্বামীর পাশে থাকতে সাকিবের স্ত্রীকেই অনুকরণ করলেন কিনা সেই প্রশ্নটাই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে।
- বুক ধড়ফড়: হৃদয়ের অস্বস্তি নাকি বিপদের সংকেত জেনেনিন কারণ, লক্ষণ ও মুক্তির উপায়
- প্রবাসীদের জন্য নতুন সুখবর ঘোষণা করলো সরকার
- কিডনিতে পাথরের ঝুঁকি কেন বাড়ে,জেনেনিন রক্ষা পাবেন যেভাবে
- মেয়েদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে পুরুষের যে গুণটি
- বিমান দুর্ঘটনায় প্রাণ গেল ২৬০ জনের,জানা গেলো আসল কারন
- দাঁড়ালে মাথা ঘুরে ও চোখে ঝাপসা দেখেন, তাহলে সাবধান
- পোলার্ড ও পুরানের ব্যাটিং দেখলো ক্রিকেটবিশ্ব
- জামায়াত আমির স্ট্যাটাসে জানালেন ‘ভাষা হারিয়ে ফেলেছি’
- দাঁতের ব্যথায় ওষুধ ছাড়াই মিলবে স্বস্তি—জেনে নিন সহজ ১০টি উপায়
- কুয়েত প্রবাসীদের জন্য বিশাল সুখবর
- দিনের শুরুতেই খালি পেটে পানি পান, বিশেষজ্ঞের পরামর্শ
- শক্তি বাড়িয়ে আবারও রাজত্বে ফিরছে ব্রাজিল
- শাহজালালে বিমান বন্দরে নতুন আতঙ্ক, বিমানে শেষ হলো তল্লাশি
- বড় সুখবর গ্রামীণফোন গ্রাহকদের জন্য
- ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে আর্চারের বাজিমাত