| ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

জিতেও মিরপুরের উইকেটের কঠোর সমালোচনা করলেন সাউদি

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ ডিসেম্বর ০৯ ২৩:০০:৪৬
জিতেও মিরপুরের উইকেটের কঠোর সমালোচনা করলেন সাউদি

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টেস্ট ম্যাচ মানেই স্পিনারদের দাপট আর ব্যাটসম্যানদের ক্ষুধার্ত! আজ (শনিবার) শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও একই অবস্থার পুনরাবৃত্তি ঘটেছে। চতুর্থ দিনে দ্বিতীয় ম্যাচ খেলা হলেও মোট ছিল মাত্র ১৭৮.১ ওভার। যা বল হিসেবে তৃতীয় টেস্টের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন। পরে ম্যাচজয়ী নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি মিরপুরের পিচের সমালোচনা করেন। তার মতে এটাই সম্ভবত তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে উইকেট।

এর আগে বৃষ্টি ও আলোকস্বল্পতা সবমিলিয়ে চারটি সেশনের খেলা মাঠে গড়ায়নি। বলের (১০৬৯) হিসেবে সেটি আরও ভালো মতো টের পাওয়া যায়, যা দুই দিনেরও কম। উপমহাদেশের উইকেটে বল টার্ন করা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু মিরপুরে টার্নের চেয়েও বিপদজনক ছিল অস্বাভাবিক বাউন্স। কখনও বল গড়িয়ে যাচ্ছে, কখনওবা আচমকা লাফিয়ে বুক সমান উচ্চতায় উঠে পড়ছে। ব্যাটসম্যানরা তো দূর, বোলারদেরও বল যাওয়ার মুভমেন্ট বোঝা মুশকিল হয়ে পড়েছিল।

তাই তো ম্যাচ শেষে উইকেট নিয়ে অকপটে নিজের অনুভূতি জানিয়েছেন সাউদি, ‘আমার মতে এটি অসম্পূর্ণ একটি টেস্ট। উইকেটটা ছিল খুবই কঠিন। যেখানে রান তোলা কঠিন, ফলে ছোট কোনো জুটিও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িযেছিল। এই উইকেট বর্ণনা করার অনেক পথ আছে। আমার মনে হয় ১৭০ ওভারের মধ্যে (১৭৮.১) ওভারের মধ্যে ম্যাচ শেষ হয়ে যাওয়া বোঝায় উইকেট কেমন। এটা ভালো ছিল না। এমনকি এখানে ব্যাটে-বলের লড়াইও হয়নি।’

মিরপুরের উইকেটকে একদম একপেশে এবং বাজে বলতেও দ্বিধা নেই এই কিউই তারকার, ‘সম্ভবত আমার গোটা ক্যারিয়ারে খেলা সবচেয়ে বাজে উইকেট এটা। ব্যাটে-বলে ভারসাম্যের বদলে এটা পুরোপুরি বোলারদের পক্ষে ছিলো। ১৭০ ওভারের মধ্যে খেলা শেষ হয়ে যাওয়া উইকেটের প্রতিবিম্ব। আমাদের ছেলেরা হোঁচট খেয়ে খাদে পড়ে আবার ঘুরে দাঁড়িয়ে জিতেছে, এটা সবচেয়ে আনন্দের।’

সংবাদ সম্মেলনে পিচ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তবে তার কণ্ঠে ছিল ভিন্ন সুর, ‘যখন আমরা হোমে খেলব, আমরা এনসিএলে এমন উইকেটে খেলে থাকি। আমাদের এ ধরনের উইকেট থেকে অ্যাডভান্টেজ নেওয়া উচিৎ ছিল। আবার অ্যাওয়ের জন্য দুই-তিনটা উইকেট আমরা অন্যভাবে বানালাম। কিন্তু আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেট প্র্যাকটিসের জায়গা না। এখানে ইমপ্রুভ করারও কিছু নাই যে ভালো উইকেটে খেলে আমরা ভালো ম্যাচ খেললাম। এখানে আমরা জেতার জন্য আসি।’

এর আগে অবশ্য প্রথম টেস্টের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়ে দু’পক্ষই সন্তুষ্ট ছিল। ম্যাচও হয়েছিল দারুণ রোমাঞ্চকর। পঞ্চম দিনে গড়ানো ম্যাচটিতে শেষ পর্যন্ত জয় পেয়েছিল বাংলাদেশ। মিরপুরে স্বাগতিকদের হারে সমতায় ফেরে নিউজিল্যান্ড।

ক্রিকেট

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারের নামঘোষণা

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারের নামঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার—এমনটা সরাসরি বলেই দিলেন ...

ডিউক বল নিয়ে অসন্তোষ প্রকাশ ভারত শিবিরে

ডিউক বল নিয়ে অসন্তোষ প্রকাশ ভারত শিবিরে

নিজস্ব প্রতিবেদক :লর্ডস টেস্টে ডিউক বলের আচরণ নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে ভারতীয় শিবিরে। ম্যাচের ...

ফুটবল

ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল এসসি :জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখবেন যেভাবে

ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল এসসি :জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকারের (MLS) উত্তেজনাপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি ও ন্যাশভিল ...

চেলসি বনাম পিএসজি ফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী

চেলসি বনাম পিএসজি ফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী

নিজস্ব প্রতিবেদক: নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে রোববার রাত ফুটবল বিশ্বকে উপহার দিতে চলেছে এক ...



রে