| ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

ঘরের মাঠের বাড়তি সুবিধা নিচ্ছে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ ডিসেম্বর ০৭ ২৩:০৩:৪৮
ঘরের মাঠের বাড়তি সুবিধা নিচ্ছে বাংলাদেশ

মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনেই স্পিনের জাদু দেখল। বাংলাদেশ ১৭২ রানে অলআউট হওয়ার পর, নিউজিল্যান্ড ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে দিন শেষ করে। এই ১৫ উইকেটের মধ্যে ১৩ টি স্পিনারদের, একটি পেসারদের। এবং অন্যান্য? মুশফিকের! মানে মুশফিক বল কিভাবে সামলান!

এমন স্পিনিং পিচে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি চমক দেখান মেহেদি হাসান মিরাজ, আজও কাঁপছেন। দিনের শেষভাগে নিউজিল্যান্ডের ৩ উইকেট, বাকি ২টি তাইজুল। বাজে আলোয় দিনের ম্যাচ ৭৯ ওভারে শেষ না হলে আরও বিপজ্জনক হয়ে উঠতে পারতেন মিরাজ-তাইজুল!

সেই মিরাজই দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বললেন, এই উইকেট ব্যাটসম্যানদের জন্য আরও ভালো হতে পারত! তবে এমন উইকেটে খেলা উচিৎ-অনুচিতের প্রশ্নে অবশ্য মিরাজের সোজা জবাব, বাকি সব দলই টেস্টে নিজেদের ঘরের মাঠের সুবিধা নেয়, বাংলাদেশও সেটাই নিচ্ছে।

উইকেটের বিশ্লেষণে শুরুতে মিরাজ বললেন, 'আমরা তো মিরপুরে খেলেছি এবং অভ্যস্ত। একটা জিনিস দেখেন, আমরা যখন বাইরের কন্ডিশনে খেলি, বাইরের দেশে খেলতে যাই, প্রত্যেকটা দল কিন্তু হোম অ্যাডভান্টেজ নিতে চায়। আমরাও একটু হোম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছি।'

মিরাজ যেন মিরপুরের 'নন্টে', পেলেই বার্নিশ করে দেনমিরাজ যেন মিরপুরের 'নন্টে', পেলেই বার্নিশ করে দেনএই সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বলেই এখানে ঘরের মাঠের সুবিধা নেওয়ার গুরুত্ব আরও বেশি বলে জানালেন মিরাজ, 'এটা টেস্ট ক্রিকেট, আমরা এগিয়ে আছি। যদি আমরা জিততে পারি, পয়েন্ট টেবিলে হয়তো এগিয়ে থাকব। এটা কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। আমরা যদি দুইটা ম্যাচ জিততে পারি, তাহলে কিন্তু আমাদের অবস্থান অনেক উপরে উঠে যাবে। তাই এভাবেই টিম কম্বিনেশন এবং এরকম দেশের যতটুকু অ্যাডভান্টেজ আছে, অবশ্যই আমরা সেটা নেওয়ার চেষ্টা করছি।'

বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই দলের ব্যাটিংই আজ প্রথম দিনে বুঝিয়ে দিয়েছে, এই উইকেটে ব্যাটিং কঠিন। মিরাজ তা স্বীকার করছেন। তবে নতুন বলে ৩০ ওভার পেরিয়ে যাওয়ার পর ব্যাটিং কিছুটা সহজ হয়ে আসে বলে জানালেন। প্রথম দিকের ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলার কথাও বললেন। তবে এরপর যখন প্রশ্ন হলো, উইকেট আরেকটু ভালো হতে পারত কি না, মিরাজের উত্তর, 'আমার কাছে মনে হয়, উইকেট আরও বেটার কন্ডিশন হতে পারত ব্যাটসম্যানদের জন্য। ব্যাটসম্যানরা এসব উইকেটে অনেক ভোগে। বিশেষ করে আমরা যখন খেলি। কিন্তু আমার কাছে মনে হয়, এটা টিম ম্যানেজমেন্টের একটা পরিকল্পনা। যেহেতু আমরা এগিয়ে আছি, অবশ্যই এই সুবিধাটা নিতে চাইব।'

কিন্তু এমন উইকেটে খেলে দীর্ঘমেয়াদে বাংলাদেশ দলের কোনো লাভ হচ্ছে কি না, সে বিতর্ক তো সব সময়ই থাকে। আন্তর্জাতিক ইভেন্টগুলোতে বাংলাদেশের ক্রমাগত ব্যর্থতার পেছনে দেশের মাটির এমন উইকেটের প্রভাব দেখেন অনেকেই। টেস্টে যদিও 'টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল' ছাড়া আন্তর্জাতিক ইভেন্টের কোনো হিসাব-নিকাশ নেই, সেখানে স্বাগতিকদের নিজের মাঠের সুবিধার হিসাব-নিকাশই থাকে।

মিরাজও তা-ই বললে, 'আপনি যদি আমাদের ভালো উইকেট দেন, মানিয়ে নিতে হবে। খারাপ দিলেও মানিয়ে নিতে হবে। তবে হ্যা, ভালো উইকেটে খেললে দুয়েকটা ম্যাচ হারতে হারতে পরে বিদেশে গিয়ে ভালো করতে পারা সম্ভব হবে। কিন্তু আমরা টেস্ট ক্রিকেট খেলছি। এখানে একটু অ্যাডভান্টেজ নিতেই পারি।'

সাদা বলের ক্রিকেটে বরং এমন স্পিনিং উইকেটের বদলে স্পোর্টিং উইকেট চান মিরাজ, 'আমরা হয়তো সাদা বলে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ভালো উইেকটে খেলার চেষ্টা করব। কারণ সামনে অনেক বড় বড় টুর্নামেন্ট আছে। কিন্তু আগেও বলেছি, আমরা যদি প্রতিপক্ষকে অলআউটই না করতে পারি, তাহলে টেস্ট জেতা কঠিন। আমরা যখন দেশের বাইরে যাই, ভালো উইেকটে খেলি, তখনও হয়তো তাদের অলআউট করতে পারি। কিন্তু সেটা অনেক রান দিয়ে। তখন আমাদের জন্য অনেক কঠিন হয়। পরিস্থিতি একদিনে বদলাবে না। এটা আস্তে আস্তে মানিয়ে নিতে হবে।'

ক্রিকেট

এশিয়া কাপ ২০২৫: ৮ দলের চুড়ান্ত স্কোয়াড ও কাদের বিপক্ষে কবে খেলবে টাইগাররা

এশিয়া কাপ ২০২৫: ৮ দলের চুড়ান্ত স্কোয়াড ও কাদের বিপক্ষে কবে খেলবে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৫। ...

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

টিভিতে আজকের খেলার সূচি (২৬ আগস্ট): দ্য হানড্রেডে জমজমাট লড়াই

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ক্রীড়াপ্রেমীদের জন্য থাকছে ব্যস্ত সন্ধ্যা। ইউএস ওপেন টেনিসে ...

ফুটবল

বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়ে যা বললেন নেইমার

বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়ে যা বললেন নেইমার

নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই বছর পর ব্রাজিল জাতীয় দলে ফিরতে চলেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু ফেরার ...

চরম দু:সংবাদ :আর ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউসও

চরম দু:সংবাদ :আর ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউসও

নিজস্ব প্রতিবেদক:ফুটবল দুনিয়ায় আবারো হতাশার খবর দিলেন নেইমার জুনিয়র। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা ...

Scroll to top

রে
Close button