৫ উইকেট নিয়ে হাথুরুকে জবাব দিলেন নাসুম

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের লড়াইয়ের মীমাংসা হবে বলে ইঙ্গিত দিয়েছেন ফজলে মাহমুদ ও মোহাম্মদ মিঠুন। দক্ষিণাঞ্চলের দুই প্রতিষ্ঠিত ব্যাটসম্যান পূর্বাঞ্চলের ৪০২ রানের প্রথম ইনিংসকে চ্যালেঞ্জ করছিল। তবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও পেসার রেজাউর রহমানের বোলিংয়ে দক্ষিণাঞ্চল ২৮২ রান করে। ১২০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ইস্ট জোন, দিন শেষে ৩ উইকেট হারিয়ে স্কোর দাঁড়ায় ১ রান।
দিনে পূর্বাঞ্চলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নাসুম। ৪৯ রান করা মিঠুনকে বোল্ড করে তিনি ভাঙেন মাহমুদের সঙ্গে ৯০ রানের জুটি। এরপর রেজাউর রহমানের রিভার্স সুইংয়ে আরও পথ হারায় দক্ষিণাঞ্চল। পুরোনো বলে ৬ রানের ব্যবধানে তিন ব্যাটসম্যানকে আউট করেন রেজাউর। মার্শাল আইয়ুব ও আফিফ হোসেন হন বোল্ড, মেহেদী হাসান কট বিহাইন্ড।
মধ্যে বৃষ্টিবিরতির আগে-পরে দক্ষিণাঞ্চলের শেষ ৪ উইকেটই নেন নাসুম। তাতে ছিল সর্বোচ্চ ৮১ রান করা ফজলে মাহমুদের উইকেটও। অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। আল-আমিন হোসেনের উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দশমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন নাসুম। ৭৫ রান খরচ করেন তিনি। ৯০ রানে ৩ উইকেট নেন রেজাউর।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ ওভার ব্যাটিং করে ১ রান তুলতেই পূর্বাঞ্চল হারিয়ে ফেলেছে সৈকত আলী, পারভেজ হোসেন ও নাসুমের উইকেট। তিনজনের কেউই কোনো রান করতে পারেননি। ক্রিজে আছেন অমিত হাসান (১) ও ইয়াসির আলী (০)।
চট্টগ্রামে প্রায় ৬৮ ওভার খেলা হলেও সিলেটে দিনের অন্য ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ২ নম্বর মাঠে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের ম্যাচের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয় বৃষ্টির কারণে। নাঈম ইসলামের রেকর্ড গড়া শতকে প্রথম ইনিংসে ২৮১ রান তুলেছিল মধ্যাঞ্চল। জবাবে তাওহিদ হৃদয়ের ঝোড়ো শতকে ৮ উইকেটে ২৩৬ রান তুলেছে উত্তরাঞ্চল। লো-স্কোরিং রোমাঞ্চের আভাস দিলেও বৃষ্টির কারণে ম্যাচটি এখন ড্রয়ের পথে আছে।
- হাসপাতাল থেকে ফিরে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন মিশা সওদাগর
- ছাড়া পেয়ে মুখ খুললেন উপদেষ্টার মাথায় বোতল ছোড়া সেই ছাত্র
- ১ দিনের ব্যবধানেই মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো বিসিবি
- নতুন বিপদে পড়েছেন ভারতে আশ্রয় নেওয়া আ. লীগ নেতারা
- আজ থেকে আইপিএল শুরুর কথা থাকলেও শুরু হলো নতুন জল্পনা
- এইমাত্র শেষ হলো বাংলাদেশবনাম নিউজিল্যান্ডের ম্যাচ, জেনেনিন ফলাফল
- নতুন ঘোষণা দিয়েই দিলো তাসকিন
- মেয়ে কুমারী বা ভার্জিন কিনা যেভাবে বুঝবেন
- টাইগারদের ঘূর্ণিতে শেষ দক্ষিণ আফ্রিকা,বাংলাদেশের অবিশ্বাস্য সিরিজ জয়
- প্রবাসীদের দেশে টাকা পাঠাতেও দিতে হবে ৫ শতাংশ কর
- কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় যেসব ফল
- এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে বড় পরিবর্তন
- ২-১ গোলে জিতে ফাইনালে বাংলাদেশ
- শিক্ষার্থীদের যে সকল দাবি মেনে নিল সরকার
- বড় দুঃসংবাদ পেল মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস