সাকিব তামিমকে যেভাবে এক করে দিলেন তাইজুল

সাকিব আল হাসানের সঙ্গে তামিম ইকবালের সম্পর্ক ভালো যাচ্ছে না।দূরত্ব বাড়তে বাড়তে দা-কুমড়ার পর্যায়ে এখনো হয়তো পৌছায়নি, তবে খুব বেশি বাকিও নেই। গত ওয়ানডে বিশ্বকাপের প্রাক্কালে দুজনের সম্পর্কের কথা উঠে আসে।
বিশ্বকাপ টুর্নামেন্টের দলে থাকা-দলের অংশ না হওয়া, ইনজুরি, অধিনায়কত্বসহ বিভিন্ন বিষয়ে দুজনের পারস্পরিক অভিযোগ সবারই জানা, পুরনো খবর। নতুন খবর হলো সাকিব ও তামিম দুজনেই একটি বিষয়ে একমত।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশ ১৫০ রানের ব্যবধানে জিতেছে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটসহ ম্যাচে ১০ উইকেট নিয়ে দর্শকদের বিধ্বস্ত করেন তাইজুল। স্বাভাবিকভাবেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও গেল ৩১ বছর বয়সী বাঁহাতি স্পিনারের হাতে।
এমন কীর্তির পর চারদিকে চলছে তাইজুল-স্তুতি। টেস্টের মাঝপথে বাংলাদেশের বোলিং কোচ তাঁকে দলের প্রধান বোলার হিসেবে আখ্যা দিয়েছিলেন। অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন বোলিং করেছেন, তাতে প্রশংসা না করে উপায় কোথায়। সাকিব-তামিমও বাদ থাকেননি। দুজনেই ফোন দিয়েছিলেন তাইজুলকে।
সিলেট টেস্টের ভাগ্য কার্যত লেখা হয়েছিল চতুর্থ দিনের শেষ সেশনেই। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সেদিন ১০২ রান তুলতেই ৭উইকেট হারিয়ে বসে কিউইরা।
বাঁ হাতের ঘূর্ণিজাদুতে চতুর্থ দিন ৪ উইকেট নিয়ে সফরকারীদের ম্যাচ থেকে ছিটকে দেন তাইজুল। তখনই জয়ের সুবাতাস পাচ্ছিল বাংলাদেশ। পঞ্চম দিন ছিল কেবল আনুষ্ঠানিকতার।
ঐতিহাসিক টেস্ট জয়ের পর তাইজুল জানালেন, চতুর্থ দিনের এমন বোলিংয়ের পর সেদিন রাতেই ফোন দিয়েছিলেন সাকিব এবং তামিম, ‘সাকিব ভাইয়ের সাথে কাল (শুক্রবার) ফোনে কথা হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘সাকিব ভাই ফোন দিয়েছিল। তামিম ভাইয়ের সাথে কথা হয়েছে। তামিম ভাইয়ের সাথে আমার নিয়মিত কথা হয়। উনাকে আমি ব্যক্তিগতভাবে আমার বড় ভাইয়ের মতো দেখি।’
সিলেট টেস্টে ১০ উইকেট পেয়েছেন তাইজুল। এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেটের দেয়া পেয়েছেন ৩১ বছর বয়সী এ স্পিনার। তাছাড়া ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তিও গড়লেন ১২ বার। বাংলাদেশের হয়ে ১৯ বার ইনিংসে ৫ উইকেট নিয়ে তালিকার শীর্ষে সাকিব আল হাসান।
নিজের এমন অর্জন নিয়েও কথা বলেছেন তাইজুল। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে তিনি বলেন, ‘দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। ১০ উইকেট পাওয়ায় প্রেরণা আরও বাড়ল। আত্মবিশ্বাসের সঙ্গে তুলে নেওয়া জয় দলের মানসিকতাকে ঠিক রাখবে। সতীর্থদেরও সমর্থন পেয়েছি।’
- সরকারি চাকরিজীবীদের জন্য আরও দুটি লম্বা ছুটি ঘোষণা, মিলবে টানা চার দিন ছুটি
- আজকের টাকার রেট (২৬ আগস্ট ২০২৫): প্রবাসীদের জন্য জরুরি তথ্য
- সরকারি ও ঐচ্ছিক ছুটি: চাকরিজীবীদের জন্য সুখবর
- স্বর্ণের দাম আবারও বাড়ল, আজ থেকে কার্যকর নতুন রেট
- ৩ দফা দাবিতে ঢাকার পথে শিক্ষার্থীদের লং মার্চ আজ: দেশজুড়ে উত্তাল আন্দোলন
- মহাবিপদে ভারত
- বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারি: আলোচনায় এক সিনিয়র ক্রিকেটার
- বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়ে যা বললেন নেইমার
- আজকের সৌদি রিয়াল রেট (২৭ আগস্ট)
- আজকের সিঙ্গাপুর ডলার রেট (২৭ আগস্ট ২০২৫)
- এশিয়া কাপ ২০২৫: ৮ দলের চুড়ান্ত স্কোয়াড ও কাদের বিপক্ষে কবে খেলবে টাইগাররা
- টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট ২০২৫)
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৭ আগস্ট)