২০২৪ নারী আইপিএল ড্রাফটে দুই বাংলাদেশি খেলোয়াড়

আগামী বছর শুরু হবে নারী আইপিএলের (ডব্লিউপিএল) দ্বিতীয় আসর। ৯ ডিসেম্বর মুম্বাইয়ে নিলাম অনুষ্ঠিত হবে। ভারতে এই ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়নশিপ শুরুর আগে বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নিলাম প্রকল্পে সাইন আপ করেছেন। তারা হলেন পেসার মারুফা আক্তার ও অলরাউন্ডার রাবেয়া খান। খসড়া থেকে মোট ১৬৫ জন ক্রিকেটার চূড়ান্ত নিলাম তালিকায় জায়গা করে নিয়েছেন।
যেখানে সর্বোচ্চ ৫০ লাখ ভারতীয় রুপি ভিত্তিমূল্যে আসন্ন আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার দিয়েন্দ্র ডোটিন ও অস্ট্রেলিয়ার কিম গার্থ। নিলামে ১৬৫ ক্রিকেটার থাকলেও সেখান থেকে দল পাবেন মাত্র ৩০ জন। মাত্র ৯টি স্লট খালি রয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য।
নিলামে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে ১০৪ জন ভারতীয়, বাকি ৬৪ জন বিদেশি। এছাড়া ১৫ ক্রিকেটার আছেন সহযোগী দেশ থেকে। সবমিলিয়ে নাম জমা দেওয়া ক্রিকেটারদের মধ্যে ৫৬ জনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া বাকি ১০৯ জন এখনও অভিষেক হয়নি।
দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের নিলামে রয়েছেন চার বিদেশি ক্রিকেটার। তারা হলেন অস্ট্রেলিয়ার আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহ্যাম, দক্ষিণ আফ্রিকার শবনিম ইসমাইল ও ইংল্যান্ডের অ্যামি জোনস। এর আগে অভিষেক আসরেও সাদারল্যান্ড এবং গার্থ খেলেছিলেন। পাঁচ দলের এই ফ্র্যাঞ্চাইজি আসর শুরু হতে পারে ফেব্রুয়ারি-মার্চ মাসে।
আইপিএলের প্রথম আসরে হারমনপ্রীতি কৌরের নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স শিরোপা জিতেছিল। ফাইনালে তারা হারিয়েছিল সাবেক অজি অধিনায়ক মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসকে।
- সরকারি ও ঐচ্ছিক ছুটি: চাকরিজীবীদের জন্য সুখবর
- বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড থেকে বাদ পড়ে যা বললেন নেইমার
- ৩ দফা দাবিতে ঢাকার পথে শিক্ষার্থীদের লং মার্চ আজ: দেশজুড়ে উত্তাল আন্দোলন
- স্বর্ণের দাম আবারও বাড়ল, আজ থেকে কার্যকর নতুন রেট
- বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারি: আলোচনায় এক সিনিয়র ক্রিকেটার
- এশিয়া কাপ ২০২৫: ৮ দলের চুড়ান্ত স্কোয়াড ও কাদের বিপক্ষে কবে খেলবে টাইগাররা
- আজকের সৌদি রিয়াল রেট (২৭ আগস্ট)
- আজকের সিঙ্গাপুর ডলার রেট (২৭ আগস্ট ২০২৫)
- টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট ২০২৫)
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৭ আগস্ট)
- বাবরকে নিয়ে কথা বললে বেত দিয়ে পেটানো উচিত’! পাকিস্তান ক্রিকেটে তুমুল ঝড়
- হঠাৎ কেন লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম? জানা গেল আসল কারণ