| ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

নিয়ম ভেঙে স্টাম্পিংয়ের খেসারত! কিপার যে ভুলে ম্যাচ হারল ভারত

খেলাধুলা ডেস্ক . স্পোর্টস আওয়ার ২৪
২০২৩ নভেম্বর ২৯ ১৯:২৯:৩৫
নিয়ম ভেঙে স্টাম্পিংয়ের খেসারত! কিপার যে ভুলে ম্যাচ হারল ভারত

বিশ্বকাপ ফাইনালের মতো টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটিতে তীরে এসে ডুবল তরী ভারতের। জয়ী হওয়ার অবস্থা থেকে ম্যাচটি কেড়ে নেয় অস্ট্রেলিয়া। বোলিং ব্যর্থতার পাশাপাশি ইশান কিশানের ত্রুটিপূর্ণ কিপিং নিয়েও আলোচনা হয়। ক্রিকেটের কোনো নিয়ম না জানার জন্য কি তাকে মূল্য দিতে হয়েছে? ম্যাচে জরুরী সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল।

এযেন বিশ্বকাপ ফাইনালের রিপিট টেলিকাস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ক্লিন সুইপ হয়নি। পরিবর্তে, ক্যাঙ্গারু ব্রিগেড ২-১ তে এগিয়ে থাকা ভারতকে পরের ম্যাচে জয়ী করার স্বপ্ন দেখতে শুরু করে। যে ম্যাচে টিম ইন্ডিয়া হেরে জিততে ভুলে গেল কে? বোলিং ব্যর্থতা নাকি কিপারের দোষ? এ বিষয়ে বিশ্লেষণ চলছে।

ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, গুয়াহাটির ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল উইকেটক্ষক ঈশান কিষাণের ভুলভাবে স্টাম্পিং। যার জেরে অজি ক্যাপ্টেন ম্যাথু ওয়েডের উইকেট তো আসেইনি, উল্টে ফ্রি হিট পেয়ে যায় ক্যাঙারুরা। আর সেটিকে কাজে লাগিয়ে আস্কিং রেট নীচে নামিয়ে আনেন তিনি।

ম্যাচে ঠিক হয়েছিল? জেতার জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল দু'ওভারে ৪৩ রান। ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েলর সঙ্গে ছিলেন ওয়েড। ১৯ তম ওভারে অক্ষর প্যাটেলের হাতে বল তুলে দেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্য। তাঁর ঘূর্ণিকে কাজে লাগিয়ে উইকেট তুলে নিতে চাইছিলেন তিনি।

উল্লেখ্য, অক্ষরের ওই ওভারের প্রথম তিনটি বলে দু'টি চার মারের ওয়েড। রান আসে ১০। চতুর্থ বলটি স্টাম্পের একটু বাইরে করেন তিনি। তাতে বড় শট খেলতে গিয়ে ভারসাম্য হারান ওয়েড। সঙ্গে সঙ্গে বলটিকে তালুবন্দি করে বেল উড়িয়ে স্টাম্পিংয়ের জোরাল আবেদন করেন কিপার কিষাণ।

কিন্তু রিপ্লেতে দেখা যায় স্টাম্পের ঠিক সামনে থেকে বলটিকে সংগ্রহ করে বেল ওড়ানো হয়েছে। ফলে কিষাণের আবেদন নাকোচ করেন টিভি আম্পায়ার। শুধু তাই নয়, ওই ডেলিভারিটিকে নো বল হিসেবে ঘোষণা করেন তিনি। এতেই ফ্রি হিট পেয়ে যান ওয়েড। তাতে আর কোনও ভুল করেননি তিনি। লং অনে পেক্কাই ছক্কা হাঁকান ফ্রি হিটের বলে।

ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কিপারকে সবসময় উইকেটের পিছনেই থাকতে হবে। উইকেটের সামনে এগিয়ে এসে কোনভাবেই বল ধরতে পারবেন না তিনি। ব্যাটার অবশ্য স্টোক নিলে বা তাঁর গায়ে বল লাগলে এগিয়ে গিয়ে সেটি সংগ্রহ করতে পারেন কিপার। বল আগে থেকে ধরে ফেরলে সেটিকে নো বল হিসেবে ঘোষণা করার অধিকার রয়েছে আম্পায়ারের। এক্ষেত্রে সেই নিয়ম ভাঙায় কিপার কিষাণকে খেসারত দিতে হয়েছে।

প্রসঙ্গত, টসে জিতে ভারতকেই প্রথমে ব্যাট করতে পাঠায় অজিরা। ২০ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে ২২২ রান তোলে সূর্য ব্রিগেড। দুরন্ত শতরান করে অপরাজিত ছিলেন ঋতুরাজ গায়কোয়াড। যদিও সেই সেঞ্চুরি কাজে আসেনি। জবাব খেলতে নেমে ৪৭ রানে শতরান করেন ম্যাড ম্যাক্স। পাঁচ উইকেটে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।

ক্রিকেট

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারের নামঘোষণা

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারের নামঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার—এমনটা সরাসরি বলেই দিলেন ...

লিটনের আগুনে ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

লিটনের আগুনে ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

লিটনের আগুনে ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ বাংলাদেশের, লক্ষ্য ১৭৮ রান তাড়া করবে শ্রীলঙ্কা নিজস্ব প্রতিবেদক:দাম্পুলায় তিন ম্যাচ ...

ফুটবল

চেলসি বনাম পিএসজি : আজকেই ফাইনাল, ম্যাচটি বাংলাদেশ থেকে লাইভ দেখবেন যেভাবে

চেলসি বনাম পিএসজি : আজকেই ফাইনাল, ম্যাচটি বাংলাদেশ থেকে লাইভ দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই আজ মধ্যরাতে! ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে মুখোমুখি ...

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে বাংলাদেশের দাপট

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তে গোল করে নেপালকে ৩–২ ...



রে