একের পর এক রান আউট তারপরও বিশাল রানের টার্গেট দিল বাংলাদেশ

টসে জিতে ফিল্ডিং নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। সকালে একটু সুইং মিলতে পারে বলে এমন সিদ্ধান্ত, জানিয়েছেন তিনি। সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন, টসে জিতলে তিনি ব্যাটিং নিতেন বলেই জানিয়েছেন।
শুরুটা সতর্ক করেছিলেন দুই ওপেনার। এরপর খোলস ছেড়ে বেরোচ্ছেন দুজনই। নবম ওভারে এসে দুজনই মেরেছেন চারটি করে চার। পুনেতে উইকেট থেকে সেভাবে কোনো মুভমেন্টের দেখা পাননি অস্ট্রেলিয়ান পেসাররা। বাংলাদেশ ওপেনারদেরও চাপে ফেলতে পারেননি তারা।
এবারের বিশ্বকাপে এর আগে শর্ট বলে সবচেয়ে বেশি ১৩টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান হলেন ১৪তম। কিছুতেই যখন কিছু হচ্ছে না, শন অ্যাবট গেলেন সেই শর্ট লেংথে। তানজিদ ভড়কে গেছেন তাতেই। লাফিয়ে উঠে শেষদিকে ঘুরিয়ে খেলার চেষ্টা একেবারেই ব্যর্থ হয়েছে তাঁর, নিজের বলে গিয়ে ক্যাচ নিয়েছেন অ্যাবট। অস্ট্রেলিয়া পেয়েছে প্রথম ব্রেকথ্রু। বাংলাদেশের ওপেনিং জুটি এবার থামল ৭৬ রানে। তানজিদের ইনিংস থেমেছে ৩৪ বলে, ৩৬ রান করে।
শেন ওয়াটসনের মতে, ‘ইন্টারেস্টিং শট’ লিটনের। জ্যাম্পাকে একটু সামনে ঝুঁকে তুলে মারতে গেলেন বাংলাদেশ ওপেনার। টাইমিং ভালোই ছিল। কিন্তু সরাসরি ক্যাচ গেছে লং অনে থাকা মারনাস লাবুশেনের হাতে। ওয়াটসনের ভাষায়, ‘ক্যাচিং অনুশীলন।’ আরেকবার, হ্যাঁ আরেকবার—বেশ ভালো শুরু পেয়ে উইকেট ছুড়ে এলেন লিটন। ৩০ পেরিয়ে ৪০-এর আগেই থেমেছেন তিনি, তানজিদের মতোই আউট হয়েছেন ৩৬ রানে। এর আগে ৩৫ রানে জীবনও পেয়েছিলেন তিনি, জ্যাম্পার বলেই মিড অনে বাঁ দিকে ডাইভ দিয়ে হাত লাগালেও ক্যাচ রাখতে পারেননি কামিন্স। সে জীবন মোটেও কাজে লাগাতে পারলেন না লিটন। নাজমুলের সঙ্গে জুটিটা বড় হওয়ার ইঙ্গিত দিচ্ছিল, সেটি থামল আগেভাগেই।
ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। লেংথ বলে ডাউন দ্য গ্রাউন্ডে চার। ব্যাটসম্যান নাজমুল হোসেন। পুল করে মিডউইকেট দিয়ে চার। লিটন ফিরলেও চারে আসা হৃদয়ের সঙ্গে দারুণ ব্যাটিং উইকেটে ইতিবাচক নাজমুল। বাংলাদেশ ১৪৮/২, ২৪ ওভারে।
অ্যাবটের শর্ট বলে মিরাজের ক্যাচে শুরু শেষ ওভার। তৃতীয় বলে নাসুম ইনিংসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে হয়েছেন রানআউট। শেষ বলে সম্ভাবনা ছিল আরেকটি রানআউটের, কিন্তু অ্যাবটের থ্রো সরাসরি লাগেনি, লাবুশেনও সেটি নিতে পারেননি। বাংলাদেশ থেমেছে ৩০৬ রানে। ফলে শেষ ১০ ওভারে উঠেছে ৬৭ রান, এবারের বিশ্বকাপে বাংলাদেশের যেতি যৌথভাবে সর্বোচ্চ (আগের ৬৭ রানও এসেছিল এ মাঠেই)। অবশ্য অসময়ে কয়েকটি উইকেট না হারালে সে স্কোর যে আরেকটু বড় হতে পারত, সেটি নিশ্চিতই। শেষ পর্যন্ত সেটিই পার্থক্য গড়ে দেয় কি না, প্রশ্ন সেটিই।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
- ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি পাবেন না যারা
- হাসপাতালে নেওয়া হয়েছে হামলায় মারাত্মক আহত নুরুল হক নুরকে
- রিয়াদ-সাব্বিরের দুর্দান্ত ব্যাটিং, মাতালেন আশরাফুলও
- খালেদা জিয়া নির্বাচন করবেন কিনা যা বললেন মির্জা ফখরুল
- জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগে উত্তেজনা
- বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস: টস, জানুন একাদশ ও লাইভ দেখুন এখানে
- রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ: সেনা ও পুলিশ মোতায়েন
- পাঁচ ব্যাংকে অর্থ সংকট: গ্রাহকের আমানত আটকে বিপাকে লাখো মানুষ
- তাসকিনের আগুনে বোলিংয়ের পরও বাংলাদেশকে বিশাল রানের টার্গেট দিলো নেদারল্যান্ডস
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৯ আগস্ট)
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট: কমলো টাকার মান
- টটেনহ্যাম হটস্পার বনাম বোর্নমাউথ: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রিভিউ
- সুখবর: শেয়ারবাজারে আস্থা ফেরাতে সরকারের বড় উদ্যোগ
- এইমাত্র শেষ হলো নেদারল্যান্ডস বনাম বাংলাদেশের ম্যাচ
- বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি: পাওয়ারপ্লেতে তাসকিনের আঘাত