পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি যাদের দায়ী করলেন অধিনায়ক সাকিব

ভারতের মাটিতে আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরের ৩১তম ম্যাচে আজ ৩১ অক্টোরাব) পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ভারতের কলকাতার ইডেন গার্ডেন নামক স্টেডিয়ামে বাংলাদেশ এবং পাকিস্তানের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সময় আড়াইটায়।
আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপের যাত্রা শুরু করে এরপর টানা পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে এসে অবস্থান করে। অন্যদিকে প্রথম দুটি ম্যাচ খুব দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বকাপের যাত্রা শুরু করে পাকিস্তান। এরপর থেকে পাকিস্তান ক্রিকেট দল টানা ৪ ম্যাচ হেরেছে। টাই জয়ে ফেরার জন্য দুই দলের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ।
ঠিক যেন অন্ধকার কাটলো না বাংলাদেশ ক্রিকেটের। বিশ্বকাপের শুরুটা আশা জাগিয়েই করেছিলো তারা। ধর্মশালার মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে জিতেছিলো ছয় উইকেটের ব্যবধানে। সেমিফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সমর্থকেরা। কিন্তু এরপর টুর্নামেন্ট যত এগোলো ততই কাপ অভিজ্ঞতা দুঃস্বপ্নে পরিণত হলো টাইগারদের জন্য। একের পর এক হারে এমনিই বিপর্যস্ত ছিলেন শাকিব আল হাসান’রা।
কফিনে শেষ পেরেকটা সম্ভবত পুঁতে দেয় নেদারল্যান্ডস। দিনকয়েক আগে ইডেন গার্ডেন্সে বাংলাদেশকে ৮৭ রানের ব্যবধানে হারায় স্কট এডওয়ার্ডসের দল। অপ্রত্যাশিত পরাজয়ের গ্লানি ঝেড়ে আজ সাফল্যের সিঁড়ি চড়তে হলে নিজেদের ছাপিয়ে যেতে হত মেহদী, তানজিদ, লিটনদের। পারলেন না তাঁরা। পাকিস্তানের বিরুদ্ধেও হারতে হলো ৭ উইকেটে।
টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন শাকিব। তানজিদ-লিটনের ওপেনিং জুটি ভাঙলো শূন্য রানের মাথায়। শাহীন আফ্রিদি প্রথম ফেরান তানজিদ হাসান তামিম’কে। তারপর শান্ত’ও ফেরেন দ্রুত। মুশফিকুর রহিম আজ চারে ব্যাট করতে নেমে ব্যর্থ। লিটন এবং মাহমুদুল্লাহ’র জুটি খানিক প্রতিরোধের প্রয়াস করেছিলো। অর্ধশতক করেন মাহমুদুল্লাহ। নিজের চেনা ব্যাটিং পজিশনের বদলে ছয়ে নেমেছিলেন শাকিব নিজে। কিছু রান পান তিনিও। কিন্তু যথেষ্ট ছিলো না তা। ২০৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। রান তাড়া করতে নেমে আবদুল্লাহ শফিক এবং ফখর জামানের ওপেনিং জুটি পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেয়। এরপর মেহদী হাসান মিরাজ তিন উইকেট নিলেও ৩২.৩ ওভারে জয় নিশ্চিত করে পাকিস্তান। আজকের হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেলো বাংলাদেশ। যন্ত্রণা নিয়েই খেলা শেষে নিজেদের ভুলত্রুটি স্বীকার করে নিলেন অধিনায়ক শাকিব।
ফের একবার ডোবালো ব্যাটিং ব্যর্থতা। শাহীন-হারিসদের মোকাবিলা করতে গিয়ে কেঁপে গেলেন তানজিদ-শান্ত’রা । খেলা শেষে নিজেদের ব্যাটিং-কে কাঠগড়ায় তুললেন অধিনায়ক শাকিব আল হাসান’ও। বলেন, “যথেষ্ঠ রান ছিলো না। পিচ খুবই ভালো ছিলো। আমরা ফের শুরুতে উইকেট হারালাম। কিছু জুটি হলো বটে, তবে তা বড় জুটি ছিলো না। আমাদের ব্যাটিং খুবই হতাশাজনক।” তবে হারের পরে প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভোলেন নি তিনি। স্বতপ্রবৃত্ত হয়েই শাকিব জানান, “পাকিস্তানকে কৃতিত্ব দিতেই হবে। যেভাবে ওরা বল করেছে, আর প্রথম দশ ওভারে ব্যাটিং করেছে তা তারিফযোগ্য।”
চার বা পাঁচে নয়, আজ ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে শাকিব জানান, “আমাদের এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। আমাদের প্রথম চার ব্যাটারের থেকে আমরা রান পাচ্ছি না। আমিও প্রথম চারের মধ্যেই ব্যাট করছিলাম, রান পাচ্ছিলাম না। আমার আত্মবিশ্বাসও তলানিতে ঠেকেছিলো। আজ কিছু রান পেয়েছি। একটু ভালো লাগছে।” এখনি দলে বড়সড় বদল আনতে চান না শাকিব। বলেন, “এই মুহূর্তে অনেককিছু বদলানো কঠিন হবে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের একসাথে ভালো করতে হবে। আমাদের সামগ্রীক পারফর্ম্যান্স চাই, যেটা এই মুহূর্তে হচ্ছে না।” বাকি আর দুটো ম্যাচ। প্রত্যাবর্তনের আশা রাখছেন অধিনায়ক। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা যেখানেই যাই সমর্থকেরা আমাদের পাশে থাকেন। আমাদের ওদের কিছু ফিরিয়ে দেওয়া উচিৎ, যাতে ওদের মুখেও হাসি ফোটে।”
- এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ
- নুরুল হক নুরকে যে দেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
- "ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশকে নিয়ে এইমাত্র নতুন ঘোষণা দিলো দ:কোরিয়া
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য হাইকোর্টের যুগান্তকারী রায়
- মাত্র ১২ বলে ১১ ছক্কা হাঁকিয়ে গড়লেন বিশ্বরেকর্ড
- কমে গেলো এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম
- আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা: কখন, কোথায় ও কিভাবে দেখবেন
- রাতেই ঝড়ের আভাস: ৬ অঞ্চলে সতর্কবার্তা
- নতুন দামে বিক্রি হচ্ছে সোনা: ১৮, ২১, ২২ ক্যারেট ১ ভোরি সোনা ও রুপার দাম
- এমন পদক্ষেপ নেওয়ায় প্রশংসায় ভাসছে বিএনপি
- নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: জনমনে উদ্বেগ, করণীয় নিয়ে প্রশ্ন
- ভিসা নিয়ে বাংলাদেশকে যে বার্তা দিলো ইতালি
- বিএনপিকে 'ফাঁদে ফেলার’ পরিকল্পনা চলছে
- আগস্ট ৩১ থেকে ফেসবুকের নতুন আয় নীতি: আসল পরিবর্তন আর গুজবের ভিড়