| ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

প্রিয় বাংলাদেশ, ‘সেই তুমি কেন এত অচেনা হলে’

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ অক্টোবর ৩১ ২০:৫৭:০৪
প্রিয় বাংলাদেশ, ‘সেই তুমি কেন এত অচেনা হলে’

গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া ভারতের মাটিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরের ৩১তম ম্যাচে আজ ৩১ অক্টোরাব) পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ভারতের কলকাতার ইডেন গার্ডেন নামক স্টেডিয়ামে বাংলাদেশ এবং পাকিস্তানের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সময় আড়াইটায়।

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপের যাত্রা শুরু করে এরপর টানা পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে এসে অবস্থান করে। অন্যদিকে প্রথম দুটি ম্যাচ খুব দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বকাপের যাত্রা শুরু করে পাকিস্তান। এরপর থেকে পাকিস্তান ক্রিকেট দল টানা ৪ ম্যাচ হেরেছে। টাই জয়ে ফেরার জন্য দুই দলের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ।

শিরোনামে উল্লেখ করা আইয়ুব বাচ্চুর এই বিখ্যাত গান শোনেননি কিংবা নিজেদের আড্ডায় গাননি এমন মানুষ বাংলাদেশে হয়ত পাওয়াই যাবে না। প্রিয় মানুষকে উৎসর্গ করে লেখা এই গান আজও মানুষের মুখে মুখে ঘোরে। সেই গানটাই এবার হয়ত বাংলাদেশ জাতীয় দলের জন্য আপনি চাইলে গাইতেই পারেন। যে বোলিং লাইনআপ নিয়ে বিশ্বকাপের আগে এত আশা-ভরসা, সেই বোলিংটা যে রীতিমত অচেনাই হয়ে গেল বাংলাদেশের জন্য।

বিশ্বকাপের আগে অগাস্ট মাসের এক পরিসংখ্যান বাংলাদেশের আশার পারদ চূড়ায় নিয়ে গিয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, ২০১৯ বিশ্বকাপের পর থেকে সারাবিশ্বে বোলিং বিভাগে বাংলাদেশ রীতিমত দাপট দেখিয়েছে। বোলিং লাইনআপের হিসেবে পেস বোলিং এর বিচারে টাইগার পেসাররা ছিলেন ২য় স্থানে। আর স্পিনে বিশ্বসেরার তকমাই জুটেছে বাংলাদেশের।

পরিসংখ্যান অনুযায়ী, গত ৪ বছরে বিশ্বের সেরা পেস বোলিং লাইনআপ পাকিস্তানের। নাসিম শাহ, শাহিনশাহ আফ্রিদি, হারিস রউফদের নিয়ে গড়া পাকিস্তানের পেস ইউনিট ২০১৯ বিশ্বকাপের পর থেকে ২৯ ম্যাচে ২৭ গড়ে ১৬৩ উইকেট নিয়েছে। তালিকার পরের নামটাই বাংলাদেশের। ১৯ বিশ্বকাপ পরবর্তী ৪৫ ম্যাচ খেলে বাংলাদেশের পেসাররা নিয়েছেন ১৮৯ উইকেট। যেখানে ২৮.৩৩ গড় ও ৩১.৫৫ স্ট্রাইক রেটে উইকেট তুলেছেন তাসকিন-মুস্তাফিজ-হাসান মাহমুদরা।

কিন্তু এই বিশ্বকাপে সেই দৃশ্যটাই যেন আমূল বদলে গিয়েছে। প্রতিটা উইকেট পেতে রীতিমত সংগ্রাম করতে হয়েছে টাইগারদের। কী পেস, কী স্পিন। কোথায় যেন সুখবর নেই। বিশ্বকাপে বাংলাদেশ এখন পর্যন্ত হতাশই করেছে বারবার। ৬ ম্যাচের মধ্যে ২বার প্রতিপক্ষকে অলআউট করতে সক্ষম হয়েছে টাইগার বোলাররা।

উইকেটপ্রতি রান খরচের হিসেবে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে আছেন শেখ মেহেদি। ৬ উইকেট পাওয়া শেখ মেহেদি প্রতিটি উইকেট পেতে খরচ করেছেন ১৮.৫০ রান। আছেন বিশ্বকাপের গড় তালিকার ৮ম স্থানে।

এরপরে সাকিব আল হাসান। সেটাও তালিকার ৪৪ নাম্বারে। প্রতি উইকেট পেতে খরচ করেছেন ৩৭ রান। চলতি ম্যাচ শেষে যা আরও বাড়তে পারে। তার পেছনেই মেহেদি মিরাজ। তার গড় ৩৮ এর কিছু বেশি।

তালিকায় এরপরেই হাসান মাহমুদ। তিনি আছেন ৫০ নম্বরে। তার গড় ৪৪। ৪৪.৭৫ গড় নিয়ে শরীফুল ইসলাম আছেন ৫১ নম্বরে। আবার ৫১ এর বেশি গড়ে তাসকিন আছেন ৫৬তম স্থানে। আর সবার পেছনে আছেন মুস্তাফিজ। বিশ্বকাপে ৪ উইকেট নিয়েছেন এই কাটার মাস্টার। প্রতি উইকেটের জন্য খরচ করেছেন ৭৩.৫০ রান। তিনি আছেন তালিকার ৬৫তম স্থানে।

বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নিয়ে ব্যাপক আলোচনার ভিড়ে বারবারই চাপা পড়ে যাচ্ছে বোলারদের ধারাবাহিক ব্যর্থতার আলাপ। যে পিচে বাংলাদেশের ব্যাটাররা রান করতেই হিমশিম খাচ্ছেন, সেই একই পিচে উদারতার পরিচয় দিয়ে যাচ্ছেন শরীফুল-তাসকিনরা। মুস্তাফিজ স্লো-পিচেও এখন অকার্যকর। বোলিং ইউনিটের সেই চিরচেনা ধার যেন এখন পুরোপুরি অচেনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ...

"এশিয়া কাপ ছাড়াই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ"

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট ...

ফুটবল

"ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়

ফুটবল ভক্তদের চোখ এখন ব্রাজিল-চিলি লড়াইয়ের দিকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটি দুই দলের জন্য ...

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল দলে নেইমারকে না রাখার পেছনে ‘ইনজুরির অজুহাত’ দেখিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। কিন্তু বাস্তবে ...

Scroll to top

রে
Close button