বাবরের মেসেজ ফাঁস, ক্ষমা চাইলেন সঞ্চালক

মাঠে খারাপ পারফরম্যান্স, মাঠের বাইরেও অপ্রফেশনাল আচরণে বিপর্যস্ত পাকিস্তান ক্রিকেট। খোদ পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের আচরণের তীব্র সমালোচনা হয়েছিল। অধিনায়ক বাবর আজমের সঙ্গে কোনো সমস্যা নেই তা প্রমাণ করতে তিনি তার গোপন বার্তা ফাঁস করেন। দেশের একজন টিভি উপস্থাপক ওয়াসিম বাদামি পিসিবি প্রধানের কাছ থেকে প্রাপ্ত স্ক্রিনশট পোস্ট করেছেন। সে কারণেই এবার ক্ষমা চাইলেন তিনি।
এর আগে পাকিস্তানের সাবেক উইকেটকিপার রশিদ লতিফ দাবি করে বলেছিলেন, অধিনায়ক বাবর পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গে ভারত থেকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন। এমনকি ফোন না ধরায় তিনি জাকা আশরাফকে হোয়াটসঅ্যাপে বার্তাও পাঠান। কিন্তু বোর্ড প্রধান সেটিতেও সাড়া দেননি। তার এই মন্তব্য ঘিরেই মূলত নড়েচড়ে বসেন জাকা আশরাফ। নিজের স্বপক্ষে যুক্তি হাজির করতে তিনি বাবর ও পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসিরের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে দেন।
My humble thoughts on Babar Azam - Zaka Ashraf issue ???????????? pic.twitter.com/g7RwamSP54
— Waseem Badami (@WaseemBadami) October 29, 2023
বাবর ও সালমান নাসিরের কথোপকথনে দেখা যায়, বোর্ডের চিফ অপারেটিং অফিসার বাবরকে প্রশ্ন করছেন তিনি বোর্ডের চেয়ারম্যানকে ফোন করেছেন কিনা। জবাবে বাবর লিখেছেন, তিনি জাকা আশরাফকে ফোন করেননি। এরপর থেকে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, পিসিবি প্রধান ও টিভি সঞ্চালক পড়েছেন সবার তোপের মুখে। এরপরই সঞ্চালক ওয়াসিম সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষমা প্রার্থন করেন।
তিনি বলেন, ‘অনেক সময় আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। এক্ষেত্রেও সেটাই করতে হয়েছিল। কোনো সিদ্ধান্ত ঠিক হয়। আবার কোনো সিদ্ধান্ত ভুল। তবে এক্ষেত্রে আমার সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত ছিল। এভাবে ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে আনা উচিত হয়নি।’
ওয়াসিম আরও বলেন, ‘অনুষ্ঠান শুরু হওয়ার ৫-৭ মিনিট আগে আমরা আশরাফের কাছে একটা ভিডিও বার্তা পাই। সেখানে উনি আমাদের সেই কথোপকথন প্রকাশ্যে আনতে বলেন। আমরা ভেবেছিলাম যে আশরাফের নির্দেশের পরে সেটা করা যায়। কিন্তু বাবরের কাছেও যে অনুমতি নিতে হবে সেটা মাথায় আসেনি। তার জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রাটা সুখকর যাচ্ছে না। অথচ প্রথম দুটি ম্যাচে তারা জয় দিয়ে শুরু করেছিল। এরপর টানা চার ম্যাচেই হেরেছে বাবরের দল। যা তাদের সেমিফাইনালে ওঠার কাজটা অনেক কঠিন করে দিয়েছে। ৬ ম্যাচে ২ জয় নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলে পাকিস্তানের অবস্থান সাতে।
- এইমাত্র নতুন ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- নতুন প্রজ্ঞাপন জারি, সাধারণ ছুটি ঘোষণা
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক : জানালেন নতুন সিদ্ধান্ত
- এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ
- মাত্র ১২ বলে ১১ ছক্কা হাঁকিয়ে গড়লেন বিশ্বরেকর্ড
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন
- আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা: কখন, কোথায় ও কিভাবে দেখবেন
- বাড়লো সোনার দাম: ১৮, ২১, ২২ ক্যারেট ১ ভোরি সোনা ও রুপার দাম
- কমে গেলো এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম
- মাঠেই লুটিয়ে পড়লেন সৌম্য সরকার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলো
- নুরের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা, যা বললেন চিকিৎসকরা
- হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল, ডাকসু নির্বাচন নিয়ে এইমাত্র আসলো নতুন সিদ্ধান্ত
- এসএ২০ নিলামে সাকিব-মোস্তাফিজসহ ১৪ বাংলাদেশি, উত্তেজনায় ভাসছে ক্রিকেটপ্রেমীরা
- হাইকোর্টের আদেশে স্থগিত ডাকসু নির্বাচন
- নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: জনমনে উদ্বেগ, করণীয় নিয়ে প্রশ্ন