| ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

‘সাকিব বাংলাদেশের পক্ষে খেলছে না, ওর মেন্টালিটি কাজ করে আর্নিং প্রসেস’

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ অক্টোবর ২৯ ১২:১০:৫০
‘সাকিব বাংলাদেশের পক্ষে খেলছে না, ওর মেন্টালিটি কাজ করে আর্নিং প্রসেস’

প্রতিপক্ষ নেদারল্যান্ডস, টার্গেট ২৩০ রান। ৫০ ওভারের ম্যাচে বাংলাদেশ দল তা করতে পারেনি। সাকিব, মুশফিকুর, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকা সত্ত্বেও ডাচদের বিপক্ষে হার থেকে নিজেদের বাঁচাতে পারেনি সাকিবের দল। ২৩০ রানের জবাবে টাইগাররা ব্যাট করতে নেমে মাত্র ১৪২ রান করে। ডাচদের কাছে ৮৭ রানের লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাসকিন মুস্তাভেজকে।

এই পরাজয়ের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্ন করা হয়, তামিমের ঘটনা বিশ্বকাপের আগে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কিনা? সেই প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক বলেন, ফেলতেই পারে, অস্বাভাবিক কিছু না। ব্যক্তি বিশেষের মনের ভেতর কী আছে, এটা বলা মুশকিল। আপনি যেটা বলছেন সেটায় আমি অসম্মতি জানাচ্ছি না। ফেলতেই পারে।

এদিকে ডাচদের কাছে এমন হার মানতে পারছে না বাংলাদেশ দলের সমর্থকরা। তাই তো ঢাকা থেকে খেলা দেখতে যাওয়া এক সমর্থক স্টেডিয়াম থেকে বেরিয়ে ক্ষোভ ঝারলেন সাকিবের ওপর। নিজের মনের সব ক্ষোভ যেনো উগরে দিলেন মিডিয়ার সামনে।

কান্না জড়িত কণ্ঠে এ নারী সমর্থক বলেন, সাকিব বাংলাদেশের পক্ষে খেলছে না। ওর মেন্টালিটি কাজ করে আর্নিং প্রসেস। সে বাংলাদেশকে নামিয়ে দিচ্ছে। ওর দরকার নেই বাংলাদেশের মানুষের আশা নষ্ট করার।

তিনি আরো বলেন, বাংলাদেশের যে খেলোয়াড়গুলোর আছে এর পরিবর্তন দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সাকিবকে বাদ দিয়ে দেন ও (সাকিব) বাংলাদেশের পক্ষে না। সে ব্যবসার সঙ্গে যুক্ত আছে। সে সবার সামনে বলুক আমি কোনোদিন ভালো খেলব না। আমাকে নিয়ে আশা করছ? আমি প্রিমিয়ার লিগে খেলব।

এ নারী সমর্থক আরো বলেন, বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য যখন খেলার সময় আসে তখন ওর নিজের কিছু না কিছু প্ল্যানিং থাকে। হয়তবা তাকে কেউ হায়ার করে রাখে যে না খেলবা না তুমি আউট হয়ে যাবা। এর বাবদ তুমি টাকা পাবা। সে বাংলাদেশকে শেষ করে দিচ্ছে।

তিনি আরো বলেন, সাকিবের ওপর ডিপেন্ড থাকে বাংলাদেশ। কিন্তু সে আনাড়িভাবে আউট হয়ে যায়, মানুষের আশা যত এগুয় ও ততোই নিচে নামিয়ে আনে। বাংলাদেশের পক্ষে অন্যান্য খেলোয়াড়রাও চেষ্টা করে। যারা নতুন তারাও পারফরম্যান্স করছে। কিন্তু ও কি করছে?

তামিম ইকবালকে দলে খুব প্রয়োজন ছিল উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশ শেষটা অন্তত ভালো খেলতে পারত। তামিম ইকবালের খুবই দরকার ছিল। তার মতো খেলোয়াড় থাকলে এমনটা হতো না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ...

"এশিয়া কাপ ছাড়াই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ"

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট ...

ফুটবল

"ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়

ফুটবল ভক্তদের চোখ এখন ব্রাজিল-চিলি লড়াইয়ের দিকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটি দুই দলের জন্য ...

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল দলে নেইমারকে না রাখার পেছনে ‘ইনজুরির অজুহাত’ দেখিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। কিন্তু বাস্তবে ...

Scroll to top

রে
Close button