| ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

পাকিস্তানের সেই ডিআরএস নিয়ে আইসিসির ভুল স্বীকার

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ অক্টোবর ২৮ ২২:১৩:০৭
পাকিস্তানের সেই ডিআরএস নিয়ে আইসিসির ভুল স্বীকার

চলমান ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান প্রথম দুই ম্যাচেই জয়ের মুখ দেখেছে। কিন্তু টানা চার ম্যাচ হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল বাবর আজমের। সাম্প্রতিক বিশ্বকাপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশা জাগানোর পর শেষ মুহূর্তের নাটকে হেরেছে ম্যান ইন গ্রিন।

গতকাল (২৭ অক্টোবর) চেন্নাই এম. চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৭০ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ১৬ বলে এক উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এসবের ওপরে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতিতে ত্রুটি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। আন্তর্জাতিক অপরাধ আদালত বিতর্কিত মামলার বিষয়ে তার ভুল স্বীকার করেছে।

দক্ষিণ আফ্রিকার রান তাড়ায় ১৯তম ওভারের ঘটনা এটি। উসামা মীরের একটি ডেলিভারিটি স্কিড করে সোজা আঘাত হানে রাসি ফন ডার ডুসেনের প্যাডে। পাকিস্তানি ক্রিকেটারদের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দেন আম্পায়ার পল রাইফেল। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেন ডুসেন। সেখানেই শুরু বিতর্কের।

খালি চোখে দেখে মনে হচ্ছিল, বলটি চলে যাবে লেগ স্টাম্পের বাইরে দিয়ে। রিপ্লেতে বল ট্র্যাকিংয়েও দেখা যায় বল স্টাম্পে লাগেনি। কিন্তু হুট করে কিছুক্ষণ পর আরও একবার বল ট্র্যাকিং প্রদর্শন করা হয় স্ক্রিনে। যেখানে দেখা যায় বলের নিচু ভাগের কিছু অংশ স্টাম্পে আঘাত হানে। তাই আম্পায়ার্স কলে আউট ডুসেন। অসন্তোষ নিয়ে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।

ডিআরএসের জন্য দুটি ভিন্ন বল ট্র্যাকিং বিতর্ক সৃষ্টি করে। আইসিসির এক মুখপাত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, ভুল স্বীকার করে আইসিসি জানিয়েছে পরের বল ট্র্যাকিংই সঠিক ছিল। ওই মুখপাত্র বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার আজকের (গতকাল) ম্যাচে রাসি ফন ডার ডুসেনের এলবিডব্লিউ রিভিউ করার সময় একটি অসম্পূর্ণ গ্রাফিক ভুলভাবে প্রদর্শিত হয়। সঠিক বিবরণসহ পরিপূর্ণ গ্রাফিকটি পরে প্রদর্শিত হয়েছিল।’

ডিআরএস বিতর্কের এখানেই শেষ নয়। ম্যাচের ৪৬তম ওভারে হারিস রউফের শেষ ডেলিভারিটি প্যাডে লাগে তাবরেইজ শামসির। কিন্তু আবেদনে সাড়া দেননি আম্পায়ার হোয়ার্ফ। শেষ উইকেটের জুটিটি ভাঙতে ডিআরএসের আশ্রয় নেয় পাকিস্তান। কিন্তু বল ট্র্যাকিংয়ে দেখা যায় বল স্টাম্পে লাগে ঠিকই, কিন্তু বলের ৫০ ভাগের বেশি অংশ থাকে স্টাম্পের বাইরে। তাই বহাল থাকে আম্পায়ারের নট আউট সিদ্ধান্ত, বেঁচে যান শামসি।

আম্পায়ার্স কল না থাকলে দিনশেষে এক উইকেটে হারতে হতো না পাকিস্তান। ম্যাচশেষে অবশ্য তা নিয়ে আক্ষেপ প্রকাশ করেননি অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, ‘ডিআরএস খেলারই অংশ। তবে ওটা যদি (আম্পায়ার) আউট দিতেন, সেটা আমাদের পক্ষে যেত। আম্পায়ার্স কল যেটা হয়ে গেছে, সেটা খেলারই অংশ।’

ক্রিকেটে ডিআরএস নিয়ে বিতর্ক বেশ পুরোনো। অনেক ক্রিকেটারই এর বিরোধিতা করেছেন অনেকবারই। এই যেমন পাকিস্তানের হারের জন্য আম্পায়ার দায়ী করেছেন খোদ ভারতের বিশ্বকাপজয়ী তারকা স্পিনার হরভজন সিং।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে হরভজন বলেন, ‘বাজে আম্পায়ারিং ও বাজে আইনের জন্য ম্যাচ হেরেছে পাকিস্তান। আইসিসির নিয়ম পরিবর্তন করা উচিত। বল স্টাম্পে লাগলে আউট, সেটা আম্পায়ার আউট দিক বা না দিক। সেটা না করলে প্রযুক্তি রাখারই দরকার কী?’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ...

"এশিয়া কাপ ছাড়াই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ"

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট ...

ফুটবল

"ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়

ফুটবল ভক্তদের চোখ এখন ব্রাজিল-চিলি লড়াইয়ের দিকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটি দুই দলের জন্য ...

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল দলে নেইমারকে না রাখার পেছনে ‘ইনজুরির অজুহাত’ দেখিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। কিন্তু বাস্তবে ...

Scroll to top

রে
Close button