| ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

‘নেদারল্যান্ডসের বিপক্ষে বলেকয়ে জিততে পারব না’

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ অক্টোবর ২৭ ২৩:৫২:১৫
‘নেদারল্যান্ডসের বিপক্ষে বলেকয়ে জিততে পারব না’

চলমান বিশ্বকাপে পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে বাংলাদেশ। বলা যায় টাইগারদের সেমি ফাইনালের স্বপ্ন শেষ। পরবর্তী পর্বে যেতে হলে শুধু লিগ পর্বের বাকি চারটি ম্যাচ জিতলেই হবে না, বাংলাদেশের অন্যান্য ম্যাচগুলোর দিকেও নজর দিতে হবে। এই সমীকরণ নিয়ে আগামীকাল নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।

আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সাকিব বাহিনী। 'প্রিন্স অফ জয়' নামে পরিচিত কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। তবে সাকিব আল হাসানের জন্য ম্যাচটা কঠিন হতে পারে। তবে প্রথম ম্যাচের পর এই ম্যাচে জয় তুলে রাউন্ড রবিনে যাওয়ার দৌড়ে ফিরে আসার চেষ্টা চালাতে চায় সাকিব বাহিনী।

আফগানিস্তান আর নেদারল্যান্ডস - বাস্তব বিচারে বিশ্বকাপের আগে এই দুটি ম্যাচেই বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত ধরে নিয়েছিলেন বেশিরভাগ ক্রিকেটপ্রেমী। এর বাইরে অন্য দলগুলোর বিপক্ষে বাংলাদেশ কতটা কী করতে পারে, সেটাই ছিল দেখার। আশা ছিল এ দেশের ক্রিকেটে যে, বাংলাদেশ আরও কয়েকটা ম্যাচ জিতবে। কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে শুরু পথচলায় বাংলাদেশ এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা - এই চার ম্যাচের একটিও জিততে পারেনি। আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে কলকাতায় বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নামবে বাংলাদেশ।

আগের চার ম্যাচে হার এবং তার চেয়েও বেশি করে চোখে লাগার মতো হারের ধরনের কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগেও এই প্রশ্নে বাংলাদেশের অনেক ক্রিকেটপ্রেমী নেতিবাচক উত্তরই দেবেন। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা তাসকিনকেও এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। বাংলাদেশ পেসার তো আর ম্যাচের আগে সরাসরি 'জিতব' বলে দেওয়ার কথা নয়, তিনি শুধু বললেন, বলেকয়ে এভাবে ক্রিকেটে ম্যাচ জেতা যায় না।

একদিক থেকে ভাবলে তো ঠিকই। ক্রিকেটে অনিশ্চয়তা থাকে বলেই তো অঘটন ঘটে। তারওপর নেদারল্যান্ডস এই বিশ্বকাপে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে দিয়েছে, তার আগে বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারিয়েছে ৩৭৪ রানের পাহাড়সমান লক্ষ্য তাড়া করে (ম্যাচ টাই হওয়ার পর সুপারওভারে জিতেছে ডাচরা)। এই নেদারল্যান্ডসকে তাই হালকাভাবেও নেওয়া যায় না।

তাসকিন তাই আজ সংবাদ সম্মেলনে বললেন, 'দেখুন, তারা কিন্তু দক্ষিণ আফ্রিকাকেও হারিয়েছে। ক্রিকেট খেলায় আসলে বলেকয়ে জেতা কঠিন। আমরা আশাবাদী আমরা ভালো কিছু করব। যেকোনো দলের সাথেই জেতার সামর্থ্য আছে আমাদের। কিন্তু দিন শেষে আমাদের ব্যাটিং, বোলিং সব জায়গাতেই ভালো করতে হবে। আশাবাদী অবশ্যই ভালো ফলাফলের জন্য। এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের টুর্নামেন্টে টিকে থাকার জন্য। ইনশাল্লাহ আমরা সেরাটা দিয়ে জিতব।'

বাংলাদেশ একের পর এক ম্যাচ হেরে চাপে পড়েছে। নেদারল্যান্ডসের পয়েন্টও বাংলাদেশের সমান - ৫ ম্যাচে ২, কিন্তু তাদের ওপর প্রত্যাশা এত বেশি ছিল না বলেই তারা তেমন চাপেও নেই। সেদিক থেকে এই ম্যাচটা তাই বাংলাদেশের জন্য কিছুটা কঠিন কি না, এ প্রশ্নে তাসকিনের সোজা উত্তর, 'ম্যাচ হেরে গেলে আসলে সবই ট্রিকি লাগে। এরকম ম্যাচে আরও চাপ থাকে কারণ এখানে প্রত্যাশা বেশি থাকে সবার। আমরা জিততে চাই সব ম্যাচই, বলে-কয়ে হয়তো বা জিততে পারব না। প্রক্রিয়া মেনে আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে জিতব ইনশাল্লাহ।'

ক্রিকেট

এশিয়া কাপ অনিশ্চয়তায়: ঢাকায় সভা ইস্যুতে বয়কটের ঘোষণা দিলোভারত

এশিয়া কাপ অনিশ্চয়তায়: ঢাকায় সভা ইস্যুতে বয়কটের ঘোষণা দিলোভারত

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এশিয়া কাপ নিয়ে ফের তৈরি হয়েছে অনিশ্চয়তা। ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ান ক্রিকেট ...

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ খেলা কবে, জেনেনিন সময় ও একাদশ

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কা সফরের টেস্ট ও ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টিতে স্বস্তির জয় নিয়ে দেশে ফিরেছে ...

ফুটবল

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: শেষ হলো ৮৫ মিনিটের খেলা, সর্বশেষ ফলাফল

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: শেষ হলো ৮৫ মিনিটের খেলা, সর্বশেষ ফলাফল

নিজস্ব প্রতিবেদক : সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচে দারুণ ফুটবল উপহার দিচ্ছে স্বাগতিক ...

গোল, গোল,গোল, গোল বন্যায় শেষ হলো বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচ, জানুন ফলাফল

গোল, গোল,গোল, গোল বন্যায় শেষ হলো বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক | দাপুটে ফুটবলের আরেকটি অনন্য উদাহরণ রেখে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫-০ ...

Scroll to top

রে
Close button