হাথুরুসিংহে সহ শ্রীলঙ্কানদের ফাঁদে পড়ে ধ্বংসের পথে বাংলাদেশ ক্রিকেট

ভারতের মাটিতে গত ৫ অক্টোবর থেকে অনুষ্ঠিত আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সবচেয়ে বড় টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে ৭ অক্টোবর। আফগানিস্তান বিপক্ষে বিশ্বকাপের শুরুটা তারা জয় দিয়েই করে। কিন্তু পরপর তিনটি ম্যাচ তারা খুব বাজে ভাবে হারে। সর্বশেষ গতকাল ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে নেমে সাত উইকেটের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়েন বিসিবি বস পাপনের সোনার ছেলেরা।
বাংলাদেশের পরপর টানা তিন ম্যাচ হার বিশ্বকাপের পয়েন্ট টেবিলে তাদের স্থান একেবারেই নিচের দিকে এসে ঠাই পায়। বাংলাদেশের একের পর এক পরাজয়ের ভার নেবেকে? দলপতি সাকিব আল হাসান নাকি প্রধান কোচ,নাকি টিম ম্যানেজমেন্ট। আসলে এই পরজয়ের ভার আলাদাভাবে কাউকে দেওয়া যায় না। হয়তো এই পর্যায়ের দ্বায় পুরো সিস্টেমটাকে দেওয়া যেতে পারে।
ইন্ডিয়া টিমের কোচিং স্টাফদের খেয়াল করলে দেখা যায় প্লেয়ার এবং কোচিং স্টাফ সবাই ইন্ডিয়ান। ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়া গেছে বিশ্বকাপ খেলতে। রাহুল ড্রাভেট হেডকোচ, যার বেতন ভারতীয় এক কোটি রুপি। পার্স মামড়ে ভারতের বোলিং কোচ, যার মাসিক বেতন ১০ লক্ষ ভারতীয় রুপি। বিক্রম রাঠোর তাদের ব্যাটিং কোচ যার মাসিক বেতন ২৫ লক্ষ্য ভারতীয় রুপি।
ভারতের মত এত শক্তিশালী দল যখন তাদের নিজস্ব কোচিং স্টাফ দিয়ে তাদের দলকে পরিচালনা করে ঠিক সেই সময় বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কান সিন্ডিকেটের হাতে বন্দি। লঙ্কান সাবেক চান্দিকা হাতুরে সিংহের যার বেতন ৩৬ লক্ষ বাংলাদেশি টাকা। এরেক লঙ্কান সাবেন রংধনা হ্যারাস যার মাসিক বেতন ১০ লক্ষ বাংলাদেশ টাকা। এবং এদের সাথে বাংলাদেশ মহিলা দলে রয়েছেন হাসান তিলকরত্না। এছাড়াও লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ জায়গাতে বসে আছেন কয়েকজন শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার।
বাংলাদেশ ক্রিকেটা কোচিং স্টাফদের দিকে তাকালে দেখা যায় লঙ্কান সাবেক দিয়ে ভর। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে লাভ হচ্ছে কতটা। এছাড়া এই শ্রীলংকানদের দিয়ে দেশীয় ক্রিকেটার কতটা উন্নত হচ্ছে তাও একটা প্রশ্নের ব্যাপার। অথচ খেয়াল করলে দেখা যায় বাংলাদেশের যে লোকাল স্পিনার আছে তাইজুল ইসলাম মেহেদী হাসান মিরাজ। এই স্পিনারদেরকে যিনি টপ লেভেল পর্যন্ত নিয়ে আসছেন। সেই সোহেল ইসলামের বেতন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজারের বাঙ্গালদেশী টাকার মধ্যে মধ্যেই সেরে ফেলছেন।
কোথায় ১০ লক্ষ টাকা আর কোথায় ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়াও বাংলাদেশে আরো অনেক অনেক নামিদামি লোকাল কোচিং স্টাফ আছে। তাদের বেতন একেবারে সীমিত। কিন্তু খেয়াল করলে দেখা যায় বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে যেসব ক্রিকেটাররা খেলছেন তাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছে এই বাংলাদেশের লোকাল কোচেরাই।
এখানে আরো একটা বিষয় খেয়াল করার আছে, ভারত ক্রিকেটার তৈরি করার আগে তারা গত ৫/৬ বছর আগে চিন্তা ভাবনা করেছিল কি করে ভালো কোচ তৈরি করা যায়। অভ্যন্তরীণ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে সেখান থেকে তৈরি করে লক্ষাধিক কোচ। কোচ বানানোর কাজে তারা সজাগ ছিল কিন্তু বাংলাদেশ সেই ব্যাপারে সজাগ ছিল না।
২০১০ সালের পরে যখন বাংলাদেশ দলে মাশরাফি সাকিব তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার পেয়েছে। তারা যখন ভালো সার্ভিস দিয়ে গেছে তখন দেশের ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের মানুষগুলো তারা আর কোচিং স্টাফ নিয়ে চিন্তা না করে দলে কি করে ভালো ক্রিকেটার পাওয়া যায় সেই দিকে চিন্তা করেছিল।, নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই চিন্তা ভাবনা একেবারেই ভুল।
বর্তমান ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দল যখন আকের পর এক হারছে ভারত সেখানে একাধারে জয়ের পর জয় নিয়ে মাঠ ছাড়ছে। ভারত দেখিয়ে দিয়েছে লোকাল কোচদের নিয়েও বিশ্বকাপের মত বড় আসর খুব ভালোভাবে টেক্কা দেওয়া যায় কিন্তু বাংলাদেশের আজ এই বেহাল দশা তৈরি করে রেখেছে একদল শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটাররা
বাংলাদেশ ক্রিকেটকে এর থেকে বেরিয়ে আসতে হলে আগে বিসিবির এই চিন্তা ধারা পরিবর্তন করতে হবে। লোকাল কোচদেরকেও ক্রিকেটে ভালো কাজ করার সুযোগ দিতে হবে। তাদেরকে বৈষম্য থেকে বের করে এনে ভালো সম্মানে প্রদান করে বাংলাদেশ ক্রিকেটে ভালো কিছু করার সুযোগ করে দিতে হবে।
#জা_হো
- এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ
- নুরুল হক নুরকে যে দেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
- "ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়
- বিসিবি নির্বাচন তামিম বনাম বুলবুল: ক্লাবগুলোর সমর্থনে এগিয়ে আছেন যিনি
- বাংলাদেশকে নিয়ে এইমাত্র নতুন ঘোষণা দিলো দ:কোরিয়া
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য হাইকোর্টের যুগান্তকারী রায়
- কমে গেলো এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম
- আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা: কখন, কোথায় ও কিভাবে দেখবেন
- এমন পদক্ষেপ নেওয়ায় প্রশংসায় ভাসছে বিএনপি
- শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আসল কারন ‘ডিপ স্টেট’ ও তিন মন্ত্রী
- নতুন দামে বিক্রি হচ্ছে সোনা: ১৮, ২১, ২২ ক্যারেট ১ ভোরি সোনা ও রুপার দাম
- রাতেই ঝড়ের আভাস: ৬ অঞ্চলে সতর্কবার্তা
- নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: জনমনে উদ্বেগ, করণীয় নিয়ে প্রশ্ন
- ভিসা নিয়ে বাংলাদেশকে যে বার্তা দিলো ইতালি
- বিএনপিকে 'ফাঁদে ফেলার’ পরিকল্পনা চলছে