| ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

ক্রিকেট ইতিহাসে নতুন এক রেকর্ড গড়লেন আর্জেন্টিনা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ অক্টোবর ১৪ ১৬:১৮:২৯
ক্রিকেট ইতিহাসে নতুন এক রেকর্ড গড়লেন আর্জেন্টিনা

ফুটবল বিশ্বে আর্জেন্টিনা একটি পরিচিত নাম। তবে এবার ক্রিকেটেও তাদের নাম শোনা যাবে। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তারা যে বিশ্ব রেকর্ড গড়েছে তা সারা ক্রিকেট বিশ্বে অনুরণিত হয়েছে। এক ম্যাচেই তারা ভেঙেছে টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ড। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রেকর্ড বাহরাইনের। কিন্তু এবার সেই রেকর্ডও ভাঙল তারা।

গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) চিলির বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের এক ম্যাচে ৪২৭ রান করে তারা। সেই রান তুলতে গিয়ে তারা হারায় মাত্র একজন হিটারকে। এটি আইসিসি কর্তৃক স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে দলের সর্বোচ্চ সমন্বয়ের বিশ্ব রেকর্ড। রেকর্ড এখানেই শেষ নয়। আর্জেন্টিনার দেওয়া পাহাড়ি লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬৩ রানে গুটিয়ে যায় চিলি। ফলে তারা ম্যাচ হেরেছে ৩৬৪ পয়েন্টে। এটি টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

এর আগে গত বছরের মার্চে সৌদি আরবের মেয়েদের বিপক্ষে ১ উইকেটে ৩১৮ রান সংগ্রহ করেছিল বাহরাইন। দেড় বছরের মাথায় সেই রেকর্ড ভেঙে দিলো আর্জেন্টিনা। পুরুষদের টি-টোয়েন্টিতে চলতি বছর সর্বোচ্চ ৩১৪ রান গড়ার রেকর্ড গড়েছে নেপাল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে চিলির বোলারদের ওপর তাণ্ডব চালান আলবিসেলেস্তেদের দুই ওপেনার লুসিয়া টেলর ও আলবার্তিনা গালান। উদ্বোধনী জুটিতে ৩৫০ রান সংগ্রহ করে। যা একটি বিশ্বরেকর্ড। ৮৪ বলে ২৭ চারে ১৬৯ রানে আউট হন লুসিয়া টেলর। নারী টি-টোয়েন্টির ইতিহাসে যা ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। আরেক ওপেনার আলবার্তিনা গ্যালন করেন ৮৪ বল থেকে ১৪৫ রান। তার ইনিংসে ছিল ২৩ চারের মার। মারিয়া কাস্তিনেইরাস ১৬ বলে করেন ৪০ রান।

আর্জেন্টিনার দেয়া পাহাড়সম টার্গেট টপকাতে গিয়ে মাত্র ৬৩ রানে থেকে যায় চিলি। যেখানে চিলির ৭ ব্যাটারই রানের খাতা খুলতে ব্যর্থ হন। সর্বোচ্চ রান আসে জেসিকা মিরান্দার (২৭) ব্যাট থেকে।

লক্ষ্য তাড়া করতে নেমে ৬৩ রানে শেষ হয় চিলির ইনিংস। চিলির ৭ ব্যাটার শূন্য রানে আউট হন। কেবল জেসিকা মিরান্দা করেন ২৭ রান। বাকিদের মধ্যে ফ্রান্সেস্কা ময়া ৫, ক্যামিলা ভাল্দেস ও এস্পেরেঞ্জা রুবিও এক রান করেন। চিলির চারজন ব্যাটার রানআউট হন, রিটায়ার্ড হার্ট হন একজন।

পুরুষ কিংবা নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড নেই আর একটিও। নেই আর্জেন্টিনার মতো এক ইনিংসে ৪২৭ রান করার নজিরও।

যেসব রেকর্ড হয়েছে এ ম্যাচে

  • প্রথম উইকেটে ৩৫০ রানের জুটি।
  • আর্জেন্টিনার ইনিংসে মোট ৫৭টি বাউন্ডারি মারা হয়েছে, যেখানে একটি ছক্কাও মেরেনি।
  • অতিরিক্ত ৭৩ রান দেয় চিলি।
  • এক ইনিংসে ৬৪ নো বল দিয়ে ইতিহাস গড়ে চিলির বোলাররা।
  • প্রায় ১০ ওভার ফ্রি-হিট খেলার সুযোগ পায় আর্জেন্টিনা দল।
  • ২০ ওভারের ম্যাচটি অতিরিক্ত বল সহ ৩০ ওভারের বেশি হয়ে যায়।
  • চিলির বোলার ফ্লোরনেসিয়া মার্টিনেজ এক ওভারে ৩৬ নয়, ৫২ রান খরচ করেন, যা একটি নতুন রেকর্ড হয়ে দাঁড়ায়। এখন পর্যন্ত কোনো বোলার এক ওভারে ৫২ রান দেননি, কিন্তু ফ্লোরনেসিয়া মার্টিনেজ তা করেছেন। এই এক ওভারে তিনি ১৭টি নো বল করেন।
  • এস্পেরানজা রুবিও চিলির বোলার যিনি এই ম্যাচে সবচেয়ে কম রান দিয়েছেন, যিনি তার নির্ধারিত ৪ ওভারে ৫৭ রান দিয়েছেন। এই সময় তার ইকোনমি ছিল ১৪.২৫।
  • চিলির ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন মোট ৭ ব্যাটসম্যান।
  • চিলি মোট ৬৩ রান করেছিল, যার মধ্যে ২৯ রান ছিল অতিরিক্ত।
  • চিলির ইনিংসে চার ব্যাটসম্যান রানআউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

ক্রিকেট

বাতিল হলো বিসিবির সিদ্ধান্ত

বাতিল হলো বিসিবির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে খেলার দর্শকদের স্বস্তি দিতে উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ...

ভারতের জায়গা কেড়ে নিলো ইংল্যান্ড! কথা রাখলো না আইসিসি, 'ভিলেন' কি পাকিস্তান

ভারতের জায়গা কেড়ে নিলো ইংল্যান্ড! কথা রাখলো না আইসিসি, 'ভিলেন' কি পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ২০২৫-এর ফাইনাল ঘিরে ক্রিকেট বিশ্বের দৃষ্টি এখন ইংল্যান্ডের লর্ডস ...

ফুটবল

চোট-হার-সমালোচনার আগুনে পুড়ছেন নেইমার, বিস্ফোরণের অপেক্ষায় ফুটবল সম্রাট

চোট-হার-সমালোচনার আগুনে পুড়ছেন নেইমার, বিস্ফোরণের অপেক্ষায় ফুটবল সম্রাট

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়গুলোতে ব্রাজিলিয়ান তারকা নেইমার মানসিক ও শারীরিক চ্যালেঞ্জে পড়লেও তিনি যেন ‘বিস্ফোরণ ...

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫: নেপালকে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫: নেপালকে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চার গোল একাই! সাগরিকার দুরন্ত নৈপুণ্যে উড়ল লাল-সবুজের বিজয় পতাকা। আজ সাফ অনূর্ধ্ব-২০ ...

Scroll to top

রে
Close button