ভারত-পাকিস্তান ম্যাচে এগিয়ে যে দল

ভারত বনাম পাকিস্তান ম্যাচটি ক্রিকেটের অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচ। দুই দলের মধ্যে ক্রিকেট যুদ্ধ আগে নিয়মিত হলেও এখন তা শুধুমাত্র বহুজাতিক টুর্নামেন্টের মধ্যেই সীমাবদ্ধ। রাজনৈতিক জটিলতার কারণে ২০১২ সাল থেকে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। তবে এক বছর পর মুখোমুখি হচ্ছে দুই দল। আর এ নিয়ে উন্মাদনায় রয়েছে ক্রিকেট বিশ্ব।
তবে, আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ধন্যবাদ, ভারত ও পাকিস্তান এই মাসে অন্তত তিনবার মিলিত হয়। ২০১৯ বিশ্বকাপের পর ওডিআই ফরম্যাটে তাদের আর দেখা হয়নি। এশিয়ান কাপ দুইবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়। আবারও ম্যাচ ভারতের পক্ষে যায়।
ওয়ানডে ক্রিকেটে ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস ৫৫ বছরের পুরনো। ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত ১৩৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে। হেড টু হেড দ্বৈরথের নিরিখে এগিয়ে আছে পাকিস্তান। দ্য মেন ইন গ্রিন ৭৩টি গেম জিতেছে। ভারত জিতেছে ৫৬ ম্যাচে। ৫ ম্যাচে কোনো ফল হয়নি।
তবে মঞ্চটা যখন বিশ্বকাপ, তখন ভারত এগিয়ে আছে অনেকটাই। বিশ্বকাপে ৭ বারের দেখায় একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। আহমেদাবাদে দুই দলের ৮ম দেখায় সেই ধারা ভাঙতে চান পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
দুই দলের লড়াইয়ে সবচেয়ে বেশি রানের কীর্তি ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি রানের মালিক টেন্ডুলকার পাকিস্তানের বিপক্ষে করেছেন ২ হাজার ৫২৬ রান। খেলেছেন ৬৭ ইনিংস। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান ইনজামাম উল হকের। পাকিস্তানের বর্তমান নির্বাচক খেলোয়াড়ি জীবনে ভারতের বিপক্ষে করেছেন ২ হাজার ৪০৩ রান। তিনি খেলেছেন ৬৪ ইনিংস।
ব্যক্তিগত রানের মত দলীয় রানের ক্ষেত্রেও এগিয়ে ভারতই। এক ইনিংসে ভারতের সর্বোচ্চ ৩৫৬ রান। বিশাখাপত্তমে মহেন্দ্র সিং ধোনির ১৪৮ রানের সুবাদে সেদিন রানের পাহাড় গড়েছিল ভারত। পাকিস্তানের সবচেয়ে বেশি রান ৩৪৪। করাচির সেই ম্যাচে অবশ্য পাকিস্তান হেরে যায় ৫ রানে। পাক-ভারত লড়াইয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ডও সেই ম্যাচেই (৬৯৩)।
ব্যক্তিগত সর্বোচ্চে অবশ্য এগিয়ে আছেন একজন পাকিস্তানি। তিনি সাঈদ আনোয়ার। ভারতের মাটিতেই যিনি খেলেছিলেন ১৯৪ রানের অতিমানবীয় এক ইনিংস। তার এই ইনিংস ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটের সর্বোচ্চ ইনিংস ছিল দীর্ঘদিন। ভারতের হয়ে সর্বোচ্চ স্কোরের রেকর্ড বিরাট কোহলির। ঢাকার মিরপুরে খেলেছেন ১৮৩ রানের ইনিংসটি।
শতকের রেকর্ডেও এগিয়ে পাকিস্তান। ম্যাচ ফিক্সিংয়ে নিষিদ্ধ হওয়া পাকিস্তানি অধিনায়ক সালমান বাট ভারতের বিপক্ষে ৫ বার সেঞ্চুরি করেছেন। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে শচীনের সেঞ্চুরি ৪টি।
বোলিং রেকর্ডেও এগিয়ে পাকিস্তানই। কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ৬০ বার ভারতীয় ব্যাটারদের প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন। ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড অবশ্য একজন স্পিনারের। ৫৪ উইকেট নিয়ে এই ম্যান ইন ব্লুদের হয়ে এই তালিকার শীর্ষে অনিল কুম্বলে।
এক ইনিংসে সেরা বোলিং ফিগার পাকিস্তানের আকিব জাভেদের। ৩৭ রানের বিনিময়ে ৭ উইকেট তুলে নেন তিনি। পাক-ভারত লড়াইয়ে একমাত্র বোলার হিসেবে একাধিকবার ৫ উইকেট শিকারের রেকর্ডটাও তার দখলে। ভারতের হয়ে ইনিংস ফেরা ফিগার সৌরভ গাঙ্গুলির। স্বীকৃত এই ব্যাটার বল হাতে কারিশমা দেখিয়েছেন একবারই। ১৬ রানের বিনিময়ে নিয়েছিলেন ৫ উইকেট।
উইকেটরক্ষকের হিসেবে শীর্ষে আছেন কিংবদন্তি মঈন খান। সর্বোচ্চ ৭১টি ডিসমিসাল তার নামের পাশে। আর ভারতের হয়ে সর্বোচ্চ ডিসমিসাল ধোনির (৪৪ টি)।
- ব্রেকিং নিউজ : স্ট্রোক করে জামায়াত নেতার মৃ‘ত্যু
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু আজ! কোথায় ও কীভাবে সরাসরি দেখবেন ম্যাচগুলো
- বাতিল হচ্ছে ৭ ধরনের দলিল, শাস্তির আওতায় আসছে যে সকল দলিলের মালিকরা
- ভরা মৌসুমেও ধস: রড-সিমেন্ট বিক্রি অর্ধেকে, পাল্টে গেলো বাজার
- সোনার বাজারে বড় সুখবর! কমলো ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- সোনার বাজারে বড় স্বস্তি! এক ভরিতে কমলো ১৫৭৫ টাকা, রুপার দামেও পরিবর্তন
- ২৮ বাংলাদেশীকে নিয়ে যে কান্ড করলো ভারত
- ওমান প্রবাসীদের জন্য সতর্কতা জারি
- ২০ ইনিংসে ৫৫ ছক্কা! টি-টোয়েন্টি ইতিহাসে তানজিদ তামিমের রেকর্ড ঝড়
- প্রবাসীরা সাবধান : ভিসা নিয়ে সতর্ক থাকুন, একটি ভুলে হতে পারে আজীবনের নিষেধাজ্ঞা
- চ্যাম্পিয়ন হওয়ার লড়াই আজ! বাংলাদেশ-নেপাল অলিখিত ফাইনাল সরাসরি দেখবেন যেভাবে
- একাদশ শ্রেণি ভর্তি ২০২৫: কোন কলেজে কত টাকা লাগবে,জানুন ভর্তি খরচ ও সময়
- চমক দেখালো বাংলাদেশ : শীর্ষে এখন টাইগাররা
- রোনালদোর দাবির সঙ্গে দ্বিমত মাহরেজের, সৌদি লিগ নিয়ে জানালেন বাস্তবতা
- প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে অল্প রানের টার্গেট দিল পাকিস্তান