| ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

পার্থক্যটা এখানেইঃ বিসিসিআই-পিসিবির উন্নত চিন্তার কাছে বিসিবির বস্তা পোঁচা পরিকল্পনা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ অক্টোবর ১২ ১১:৩৯:০৫
পার্থক্যটা এখানেইঃ বিসিসিআই-পিসিবির উন্নত চিন্তার কাছে বিসিবির বস্তা পোঁচা পরিকল্পনা

বিশ্বকাপের সূচনা যতখানি উড়ন্ত ছিল, পরের ম্যাচটা বাংলাদেশের জন্য ছিল ততটাই নাজুক। আফগানিস্তানকে প্রথম ম্যাচে দেখানো আগুনে ফর্ম পরে আর ধরে রাখতে পারেনি সাকিব আল হাসানের দল। ম্যাচ হারার ফলে স্বাভাবিকভাবেই কিছুটা পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে ম্যাচ শেষের একদিন পর বোঝা গেল আসল চিত্র।

বাংলাদেশ নিজেরা হেরেছে ১৩৭ রানের বড় ব্যবধানে। তাতে নেট রানরেট পড়ে গিয়েছে অনেকটাই। একইদিনে পাকিস্তান শ্রীলঙ্কার দেওয়া ৩৪৫ রানের টার্গেট পার করেছিল ৬ উইকেট হাতে রেখে। আর গতকাল (বুধবার) ভারত আফগানিস্তানকে হারিয়েছে ৮ উইকেটের ব্যবধানে। সবমিলিয়ে পয়েন্ট একই থাকলেও রানরেটের হিসেবে সমীকরণ বদলেছে অনেক।

নিশ্চিত ভাবে বলা যায়, গত ম্যাচে বাংলাদেশের এত বড় ব্যবধানে হারাটা বিশ্বকাপের পয়েন্ট টেবিলের জন্য অত্যান্ত নাজুক। বাংলাদেশের যেখানে বিশাল ব্যবধানে অন্য দলের কাছে হারে, ভারত কিংবা পাকিস্তান ঠিক সেই সময় তার প্রতিপক্ষদের কাছে সমপরিমাণ ব্যবধানে জয় অর্জন করে।

একই উপমহাদেশ থেকেও যেখানে ভারত এবং পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা এত উন্নতমানের ক্রিকেট খেলে সেখানে বাংলাদেশের কেন এত অবন্নতি। ক্রিকেটারদের ভুল নাকি ভুল পথে হাঁটছে কোন ভুল নির্দেশনা পেয়ে। যদিও এই বিষয়টি এখন সুনির্দিষ্ট ভাবে বলা খুবই মুশকিল তবে ক্রিকেট ভক্তদের অভিযোগ অনেকটা এমনই যে, ক্রিকেটাররা তাদের স্বাচ্ছন্দভাবে মন খুলে খেলতেপারছে না। আটকা পড়ে থাকে কোন এক বস্তা পোঁচা পরিকল্পনা।

যেখানে ভারত পাকিস্তানের এত উন্নতমানের ক্রিকেট খেলা দেখে ভক্তরা উজ্জীবিত হয় সেখানে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে গেলে এখন যেন মানুষ অনেকটা বিরক্ত হয়। পার্থক্যটা হয়তো এখানেই হতে পারে ভারত কিংবা পাকিস্তানের ক্রিকেট বোর্ড তারা সবসময় চেষ্টা করে ভালো মানের ক্রিকেট খেলা করানো। সেখানে বাংলাদেশ ক্রিকেটে সব সময় কোন না কোন নাটক চলতেই থাকে। বিশেষ করে দল নির্বাচনে বাংলাদেশ অনেক বেশি সমালোচিত হয়। কোন কোন সময় দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ আসরে দলের অভিজ্ঞ ক্রিকেটার বাদ দিয়ে সদ্য ক্রিকেটে উঠে আসা নতুন এক তরুণকে দিয়েই শক্ত প্রতিপক্ষের মোকাবেলা করাতে।

খুঁজতে গেলে এরকম দোষ হাজারো উঠে আসবে বিসিবির নামের পাশে। মূল উদ্দেশ্য দোষ খোঁজা নয়, উদ্দেশ্য বাংলাদেশ ক্রিকেটকে উন্নত করার প্রচেষ্টা। এটাই হতে হবে আসল টার্গেট। তবে ক্রিকেট পাড়ার ভক্তদের আলোচনা-মালোচনা থেকে একটা বিষয় পরিষ্কারভাবে বেরিয়ে আসে যে, ভারত পাকিস্তান আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড সবসময় উন্নত মানের এবং স্মার্ট ক্রিকেট খেলানোর জন্য পরামর্শ দিয়ে থাকে। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের চিন্তাভাবনার সবসময় সেই বস্তা পোঁচা আকারেই রয়ে যায়। পদে পদে সমালোচনার শিকার হয়। হবেই বা না কেন? সিদ্ধান্ত যখন অভিজ্ঞ থেকে নতুন-তখন তো এমন সমালোচনার মুখোমুখি হতেই হবে।

ক্রিকেট

বাতিল হলো বিসিবির সিদ্ধান্ত

বাতিল হলো বিসিবির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে খেলার দর্শকদের স্বস্তি দিতে উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ...

ভারতের জায়গা কেড়ে নিলো ইংল্যান্ড! কথা রাখলো না আইসিসি, 'ভিলেন' কি পাকিস্তান

ভারতের জায়গা কেড়ে নিলো ইংল্যান্ড! কথা রাখলো না আইসিসি, 'ভিলেন' কি পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ২০২৫-এর ফাইনাল ঘিরে ক্রিকেট বিশ্বের দৃষ্টি এখন ইংল্যান্ডের লর্ডস ...

ফুটবল

হ্যাটট্রিক ছাড়া গোল করেন না বাংলাদেশের এই ফুটবলার

হ্যাটট্রিক ছাড়া গোল করেন না বাংলাদেশের এই ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: নারী ফুটবলে বাংলাদেশ যে নতুন এক বিস্ফোরণ দেখছে, তার নাম সাগরিকা। গোল করার ...

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫: নেপালকে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫: নেপালকে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চার গোল একাই! সাগরিকার দুরন্ত নৈপুণ্যে উড়ল লাল-সবুজের বিজয় পতাকা। আজ সাফ অনূর্ধ্ব-২০ ...

Scroll to top

রে
Close button