ভারতকে যত রানের লক্ষ্য দিল আফগানিস্তান

চাপে থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়াকে দুর্দান্তভাবে হারানোর পর ভারত অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। আজ বুধবার (১১ অক্টোবর) চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রোহিত শর্মার দল। ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।
ভারতের চেন্নাইয়ে দেখিয়ে দিল টিম ইন্ডিয়া কীভাবে বিপদ মোকাবেলা করতে হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র দুই ইনিংসে তিন ব্যাটসম্যান হারলেও, বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের মধ্যে দুর্দান্ত জুটির জন্য স্বাগতিকরা সেই ভয় কাটিয়ে উঠেছে।
আফগানিস্তান এখন দিল্লিতে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে। কঠিন পরিস্থিতিতে অজয় বাধের আত্মবিশ্বাসের সুযোগ নিতে চাইবে রোহিত শর্মার দল। শুধু তাই নয়, আফগানদের কাছে কখনো হারেনি নীল রঙের মানুষটি। যদিও দুই দল বেশি ম্যাচ খেলেনি। ভারত মাত্র ৩ ম্যাচে দুবার জিতেছে, একটি ম্যাচ ড্র করেছে।
৬৩ রানে ৩ উইকেট হারালেও আফগানিস্তানকে পথ দেখিয়েছেন হাশমতউল্লাহ শহীদী এবং আজমতউল্লাহ ওমরজাই। তাদের দুজনের হাফ সেঞ্চুরি ও শত রানের জুটিতে শেষ পর্যন্ত ২৭২ রানের পুঁজি পেয়েছে তারা। ম্যাচ জিততে ভারতের চাই ২৭৩ রান।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ভালো শুরুর আভাসই দিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান। তবে তাদের জুটি বেশি বড় করতে দেননি জসপ্রিত বুমরাহ। ডানহাতি এই পেসারের ব্যাক অব লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে থাকা লোকেশ রাহুলের গ্লাভসে ক্যাচ দিয়েছেন ২২ রান করা ইব্রাহীম। তার বিদায়ে ভাঙে গুরবাজের সঙ্গে ৩২ রানের উদ্বোধনী জুটি।
আরেক ওপেনার গুরবাজ আউট হয়েছেন পাওয়ার প্লে শেষ হওয়ার পর। হার্দিক পান্ডিয়ার শর্ট লেংথ ডেলিভারিতে পুল করেছিলেন গুরবাজ। ডিপ ফাইন লেগে থাকা শার্দুল ঠাকুর দারুণ দক্ষতায় ক্যাচ লুফে নেয়ায় সাজঘরে ফিরে যেতে হয় ২৮ বলে ২১ রান করে। ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি রহমত শাহও।
শার্দুলের বলে ড্রাইভ করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছেন ১৬ রান করা এই ব্যাটার। এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন হাশমতউল্লাহ ও আজমতউল্লাহ। দারুণ ব্যাটিংয়ে তারা দুজন আফগানিস্তানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ভারতীয় বোলারদের সামাল দিয়ে ৬২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন আজমতউল্লাহ।
তাকে সঙ্গ দেয়া হাশমতউল্লাহ পঞ্চাশ ছুঁয়েছেন ৫৮ বলে। তাদের দুজনের ১২১ রানের জুটি ভাঙেন হার্দিক। ডানহাতি এই পেসারের বলে আউট সাইড এজ হয়ে বোল্ড হন ৬২ রানের ইনিংস খেলা এই ব্যাটার। এদিকে ৮ চার ও এক ছক্কায় ৮৮ বলে ৮০ রানের ইনিংস খেলে আউট হয়েছেন হাশমতউল্লাহ।
শেষ দিকে আর কেউ সেভাবে আলো ছড়াতে পারেননি। মোহাম্মদ নবি ১৯ এবং রশিদ খান ১৬ রান করলে ২৭২ রানে থামে আফগানিস্তানের ইনিংস। ভারতের হয়ে একাই চার উইকেট নিয়েছেন বুমরাহ। এ ছাড়া হার্দিক দুটি, শার্দুল ও কুলদীপ যাদব নিয়েছেন একটি করে উইকেট।
ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দিল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।
আফগানিস্তানের একাদশ : রহমানুল্লাহ গুরবাজ় (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, নবীন উল হক, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকি।
- বাংলাদেশের ক্রিকেটে রাজনৈতিক টানাপোড়েন, যে কারনে বাতিল হতে পারে এসিসি মিটিং
- বাতিল হচ্ছে ৭ ধরনের দলিল, শাস্তির আওতায় আসছে যে সকল দলিলের মালিকরা
- সাফ নারী ফাইনালে প্রথমার্ধেই এগিয়ে বাংলাদেশ, সাগিরার গোলে শিরোপার পথে লাল-সবুজ
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫: নেপালকে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ভরা মৌসুমেও ধস: রড-সিমেন্ট বিক্রি অর্ধেকে, পাল্টে গেলো বাজার
- বাংলাদেশ বনাম নেপাল: সাফ নারী ফাইনালের মহারণ আজ, লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো ৮৯ মিনিটের খেলা, জেনেনিন ফলাফল
- ভারতের জায়গা কেড়ে নিলো ইংল্যান্ড! কথা রাখলো না আইসিসি, 'ভিলেন' কি পাকিস্তান
- ঢাকার একটি স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত : আতঙ্কে শিক্ষার্থীরা
- গোল গোল, আবারও গোল বাংলাদেশ ও নেপাল ম্যাচের সর্বশেষ ফলাফল
- তবে কি পাল্টে যাচ্ছে বাংলাদেশের স্কোয়াড, দেখেনিন আজকের একাদশ
- সোনার বাজারে বড় স্বস্তি! এক ভরিতে কমলো ১৫৭৫ টাকা, রুপার দামেও পরিবর্তন
- চ্যাম্পিয়ন হওয়ার লড়াই আজ! বাংলাদেশ-নেপাল অলিখিত ফাইনাল সরাসরি দেখবেন যেভাবে
- একাদশ শ্রেণি ভর্তি ২০২৫: কোন কলেজে কত টাকা লাগবে,জানুন ভর্তি খরচ ও সময়
- প্রবাসীরা সাবধান : ভিসা নিয়ে সতর্ক থাকুন, একটি ভুলে হতে পারে আজীবনের নিষেধাজ্ঞা