| ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

২০২৩ বিশ্বকাপে নজর কাড়বে ৫ অলরাউন্ডার, তালিকার শীর্ষে এক বাংলাদেশী

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ অক্টোবর ০৩ ২২:১৩:০৪
২০২৩ বিশ্বকাপে নজর কাড়বে ৫ অলরাউন্ডার, তালিকার শীর্ষে এক বাংলাদেশী

অলরাউন্ডাররা ক্রিকেটরা যে কোন বৈশ্বিক ইভেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাটে এবং বলের দক্ষতা প্রদর্শনের ক্ষেত্রেও তাদের উচ্চ মর্যাদা দেওয়া হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক ভারতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে আলোচনায় থাকা ৫ অলরাউন্ডারকে।

সাকিব আল হাসান (বাংলাদেশ) : আইসিসি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এই মুহূর্তে শীর্ষস্থানে আছেন সাকিব আল হাসান। উপমহাদেশীয় কন্ডিশনে সব সময় ভালো পারফর্ম করে থাকেন তিনি। ওয়ানডেতে সাকিবের সাম্প্রতিক ব্যাটিং গড় ৩৭ দশমিক ৪৮। এ ছাড়া ২৯ দশমিক ৩২ বোলিং গড়ও বেশ আকর্ষণীয়। ওয়ানডেতে এ পর্যন্ত ৭ হাজার ৩৮৪ রান সংগ্রহ করা সাকিব নিজের ঝুলিতে পুরেছেন ৩০৮টি উইকেট।

হার্দিক পান্ডিয়া (ভারত) : বিশ্ব ক্রিকেটে আগ্রাসী ব্যাটারদের একজন তিনি। ব্যাটের সঙ্গে বল হাতেও বেশ দক্ষ তিনি। ওয়ানডেতে তার ব্যাটিং গড় ৩৩ দশমিক ৮১। আর স্ট্রাইক রেট ১১০ দশমিক ২২। বল হাতে ৩৬ দশমিক ৪ গড়ে এ পর্যন্ত ৭৯টি উইকেট সংগ্রহ করেছেন হার্দিক। সদ্য সমাপ্ত এশিয়া কাপেও চমৎকার পারফর্ম করেছেন তিনি। আইসিসি ওয়ানডে অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়েও একধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছেন হার্দিক।

মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া) : বিধ্বংসী ব্যাটার স্টয়নিস বেশ সাবধানতার সঙ্গে খেলে থাকেন। সহজেই উইকেট বিলিয়ে দেন না তিনি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে তার অবদান কোনোভাবেই খাট করে দেখা যাবে না। সদ্য সমাপ্ত আফ্রিকা সফরেও বেশ ভালো বল করেছেন তিনি। দলের প্রয়োজনে নতুন বলেও সমান দক্ষতা দেখাতে পারেন স্টয়নিস।

মার্কো জনসেন (দক্ষিণ আফ্রিকা) : দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দলের একজন উদীয়মান তারকা তিনি। সম্প্রতি ব্যাট হাতে দারুণ পরিপক্বতার প্রমাণ দিচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজের ব্যাটিং পারদর্শিতার প্রমাণও দিয়েছেন। সিরিজের শেষ ওয়ানডেতে ৪৭ রানের পাশাপাশি ডেথ ওভারে অজিদের ৫ উইকেট শিকার করেছেন তিনি। টপ-অর্ডারের ব্যর্থতার দিনে তিনিই অন্যতম আস্থা হয়ে ওঠে প্রোটিয়াদের।

বেন স্টোকস (ইংল্যান্ড) : বেন স্টোকস সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন। ২০১৯ সালে একক প্রচেষ্টায় ইংল্যান্ডকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। সৌভাগ্যবশত অবসর কাটিয়ে ফের দেশের হয়ে বিশ্বকাপে খেলছেনও। সাধারণত সংকটময় মুহূর্তে সেরা ক্রিকেট খেলেন বেন স্টোকস। ইংল্যান্ডের টপ-অর্ডার যে মানের তাতে মিডল-অর্ডারে বাড়তি শক্তি যোগ করবেন স্টোকস।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশ পাকিস্থান ম্যাচ নিয়ে গুরুতর অভিযোগ করলেন সাবেক তারকা ক্রিকেটার

বাংলাদেশ পাকিস্থান ম্যাচ নিয়ে গুরুতর অভিযোগ করলেন সাবেক তারকা ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। তবে শেষ ম্যাচে ...

শাহজালাল বিমানবন্দরে নতুন আইন, মানতে হবে সকল যাত্রীকে

শাহজালাল বিমানবন্দরে নতুন আইন, মানতে হবে সকল যাত্রীকে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের নিয়মে আসছে বড় পরিবর্তন। যাত্রীদের নিরাপদ, দ্রুত ...

ফুটবল

গোল বাতিলে ক্ষোভ, তর্কে জড়ালেন নেইমার! মাঠে ফেরার পথেই বিতর্ক

গোল বাতিলে ক্ষোভ, তর্কে জড়ালেন নেইমার! মাঠে ফেরার পথেই বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: সান্তোসে স্বপ্নের প্রত্যাবর্তন হলেও, বাস্তবতা যেন প্রতিনিয়ত হতাশার পরতে জড়িয়ে ধরছে নেইমারকে। ইনজুরি, ...

ইউরো কাপ ফাইনাল ২০২৫: শিরোপার লড়াইয়ে ইংল্যান্ড ও স্পেন, জেনেনিন ম্যাচের সময়স, সম্প্রচার ও পুরস্কারসহ বিস্তারিত

ইউরো কাপ ফাইনাল ২০২৫: শিরোপার লড়াইয়ে ইংল্যান্ড ও স্পেন, জেনেনিন ম্যাচের সময়স, সম্প্রচার ও পুরস্কারসহ বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক: নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৫ (UEFA Women's Euro 2025) এর জমজমাট আসর এখন শেষ ...

Scroll to top

রে
Close button