তামিম-মুশফিক-মাহমুদউল্লাহকে নিয়ে তীব্র সমালোচনায় আকাশ

বাংলাদেশের ব্যাটসম্যানদের গড় নিয়ে পরোক্ষ মন্তব্য করেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হতাশ যে সমস্ত বাংলাদেশি ব্যাটসম্যানের আন্তর্জাতিক গড় ৪০-এর নিচে। আকাশ মনে করেন যে এই গড় ক্রিকেটাররা যখন জাতীয় দলে নিয়মিত খেলেন তখন তরুণদের উপর খারাপ প্রভাব ফেলে।
তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াজের মতো ক্রিকেটাররা জাতীয় দলের হয়ে ২০০ টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তবে তাদের গড় এখনও পর্যন্ত 36 ম্যাচের বেশি হয়নি। এমন ঘটনায় আকাশ খুবই হতাশ।
এই ক্রিকেট বিশ্লেষকের মতে, এত কম হারে খেলা তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এই কারণে, তিনি বিশ্বাস করেন যে 30 বছর বয়সী তরুণ ক্রিকেটাররাও বাংলাদেশ দলে থাকবেন।
আকাশ বলেন, 'বাংলাদেশের সেরা ব্যাটার এখনও সাকিব আল হাসান। কেননা সে আসলেই একজন অলরাউন্ডার। তামিম ইকবাল দুইশর ওপর ম্যাচ খেলে আট হাজারের বেশি রান করেছে। কিন্তু তার গড় মাত্র ৩৬ (৩৬.৬)। এমন না যে কখনো ৪০ ছিল না। লিটন ৭৭ ম্যাচে গড় ৩১ (৩১.৭)। তানজিদকে নিয়ে কথা বলব না, সে এখনও বাচ্চা। সাকিবের ৩৭ (৩৭.৪)। মুশফিক ২৫৬ ম্যাচ খেলে ৩৬ (৩৬.৮) গড়। হৃদয় ভালো খেলছে, তবে তাকেও এখনও বিবেচনা করো না। নাজমুল শান্তকেও এখনও বিবেচনা করার দরকার নেই।'
'মাহমুদউল্লাহ রিয়াদ ২২১ ম্যাচ খেলার পর ৩৫ (৩৫.৩)। মিরাজ অলরাউন্ডার, ওর কথা বলা দরকার নেই। এদের কারোর ৪০ অতিক্রম করেনি। আর এতো ম্যাচ খেলার পর যখন ৪০ অতিক্রম না করে তাহলে বুঝতে হবে ঠিক হচ্ছে না এটা। এদের নিয়ে যেহেতু জিততে পারছে না ওরা, তাহলে অন্য কাউকে নিয়ে হয়ত জিতবে। কেননা আপনি যখন ৩১,৩২ কিংবা ৩৪ যাদের গড়, তাদের যখন আপনি বছরের পর বছর খেলিয়ে যাবেন, তখন নতুন কেউ এসে ৩০ গড়ে ব্যাট করলে সেটাকে ঠিকই মনে হবে। এভাবে পরের ক্রিকেটাররা উঠতে পারবে না।'
বর্তমানে ৩০ গড় নিয়ে খেলছেন লিটন। তবে নিয়মিত খেলার সুযোগ পেলে এই গড় ৪০-এ নিয়ে যেতে পারবেন লিটন, এমনটাই বিশ্বাস আকাশের। তার ভাষায়, 'কেবল লিটন দাসই একমাত্র যার গড় ৪০ এর উপর উঠতে পারে।'
- সবাইকে চমক দিয়ে আজকের ম্যাচ সেরা হলেন যে ক্রিকেটার
- শাহজালাল বিমানবন্দরে নতুন আইন, মানতে হবে সকল যাত্রীকে
- চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও পাকিস্থানের শেষ টি-২০ ম্যাচ,জেনেনিন ফলাফল
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ইকুয়েডর ও আর্জেন্টিনার ম্যাচ,জেনেনিন ম্যাচের ফলাফল
- বাংলাদেশিদের জন্য বড় সুযোগ, প্রবাসী শ্রমিক নেয়ার ঘোষণা দিলো যে দেশ
- অবাক ক্রিকেটবিশ্ব : দেড় দিনেই ৩৫ উইকেট, স্পিনারদের স্বর্গ না কি বাজে পিচ
- অন্ধকারে ঢেকে যাচ্ছে পুরো পৃথিবী, থাকবে না কোন আলো
- বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- মাত্র ১০ হাজার টাকায় Redmi নিয়ে এলো দুর্দান্ত স্মার্টফোন, এত ফিচার দেখে সবাই অবাক
- ২০২৫ কলেজ ভর্তি: যেসব কলেজে ভর্তি নিষিদ্ধ করল সরকার — দেখেনিন বিস্তারিত তালিকা ও নির্দেশনা
- আজকের সিঙ্গাপুর ডলারের রেট: টাকা পাঠানোর আগে জেনেনিন
- প্রবাসীরা সাবধান : অভিবাসন শর্ত না মানায় ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত
- বেড়ে গেলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৫ জুলাই ২০২৫)
- স্মার্টফোন দ্রুত নষ্ট হওয়ার কারন জেনেনিন, আপনার অজান্তেই ঘটছে বিপদ
- একাদশ শ্রেণিতে ভর্তি ফি নির্ধারণ: সর্বোচ্চ ৮,৫০০ টাকা, ও সর্বনিম্ন মাত্র ১,৫০০