| ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সাইফুদ্দিন কিংবা তামিম নয়, ভারতের কন্ডিশনে দলের মুল হাতিয়ার মিস করবেন সাকিব

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ সেপ্টেম্বর ২৯ ২২:৫৪:০৮
সাইফুদ্দিন কিংবা তামিম নয়, ভারতের কন্ডিশনে দলের মুল হাতিয়ার মিস করবেন সাকিব

তামিম ইকবালকে নিয়ে বিতর্কের জন্ম দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছিল টাইগাররা। দলে তার অনুপস্থিতিকে ক্রিকেট ভক্তরা একটি বড় শূন্যতা বলে মনে করেন। দলের অভিজ্ঞ ওপেনার ও অভিজ্ঞ এই ক্রিকেটারকে মিস করবেন, এমনটাই শুনেছেন দলের কয়েকজনের কাছ থেকে। তবে অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বাস করেন বিশ্বকাপ দল ভালো পারফর্ম করেছে।

ভারতে অনুষ্ঠিত 13তম ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের বোলিং আক্রমণের মূল ভিত্তি হওয়ার কথা ছিল ইবাদত হোসেনের। কিন্তু হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে বিদায় নেন এই খেলোয়াড়। বিশ্বমঞ্চে জায়গা না পাওয়ায় আক্ষেপ ক্যাপ্টেন সাকিব আল হাসানের কণ্ঠেও। বিশ্বকাপে শুধু ইবাদত মিস করবেন বলে জানিয়েছেন সাকিব।

গত মাসের শেষের দিকে তার হাঁটুতে অস্ত্রোপচার হয়। অন্যদিকে পুরোপুরি প্রস্তুত না হওয়ায় বিশ্বকাপে খেলবেন না তামিম ইকবাল। তবে সাকিব মনে করেন, বাংলাদেশের হয়ে এই উদ্বোধনী ম্যাচ মিস করা দলের ওপর কোনো প্রভাব ফেলবে না। তার মতে, 15 জনের দলে একমাত্র প্রার্থনা হল "নিখোঁজ" প্রার্থনা।

টি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমার এই দলে একটা মিসিং, সেটা হচ্ছে ইবাদত। ইবাদত, ও হচ্ছে আমার এই বিশ্বকাপে সবচেয়ে বড় মিসিং। এ বিশ্বকাপটা যেখানে হচ্ছে, যে কন্ডিশনে খেলা হচ্ছে, এখানে দরকারি সবচেয়ে বড় অস্ত্রটা নেই। সেটা হচ্ছে এবাদত।’

দলে যারা আছেন, সবার উপরেই আস্থা আছে জানিয়ে সাকিব আরও বলেন, ‘আমরা মোটামুটি সব দিকই কভার করার চেষ্টা করেছি। এই ১৫ জন খেলোয়াড়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমি মনে করি এরা যখনই যে সুযোগ পাবে, দেশের জন্য ভালো কিছু করে আসবে।’

এবাদত না থাকায় স্বাভাবিকভাবেই অন্য পেসারদের ওপর দায়িত্ব বেশি থাকবে। সেক্ষেত্রে সাকিব চেয়ে আছেন শুরুতে তাসকিন আহমেদ এবং ডেথে মোস্তাফিজুর রহমানের দিকে, ‘আমি তো মনে করি, আমার পাঁচ পেসারের সবারই আলাদা দিক আছে। ভারতের যে উইকেট, আমি মনে করি, ডেথ বোলিংয়ে মোস্তাফিজ আর নতুন বলে তাসকিন আমাদের জন্য ভালো কিছু করতে পারে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

টিম ডেভিডের ব্যাটে ঝড়! শেষ হলোঅস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড গড়া ম্যাচ

টিম ডেভিডের ব্যাটে ঝড়! শেষ হলোঅস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড গড়া ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি শতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন টিম ডেভিড। মাত্র ৩৭ বলে ...

আগস্টে বাংলাদেশের যত খেলা: ভারতের সিরিজ সহ যুবা এবং নারী দলের সকল খেলার সময়

আগস্টে বাংলাদেশের যত খেলা: ভারতের সিরিজ সহ যুবা এবং নারী দলের সকল খেলার সময়

নিজস্ব প্রতিবেদক: টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। ...

ফুটবল

এবার মায়ামিতে যোগ দিলেন মেসির ‘প্রিয় বন্ধু’

এবার মায়ামিতে যোগ দিলেন মেসির ‘প্রিয় বন্ধু’

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল এবার মেজর লিগ সকারে (এমএলএস)। দীর্ঘদিনের ক্লাব ...

শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি-আলবা

শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি-আলবা

নিজস্ব প্রতিবেদক : শেষ পর্যন্ত শাস্তি এড়াতে পারলেন না লিওনেল মেসি ও জর্দি আলবা। মেজর ...

Scroll to top

রে
Close button