সাইফুদ্দিন কিংবা তামিম নয়, ভারতের কন্ডিশনে দলের মুল হাতিয়ার মিস করবেন সাকিব

তামিম ইকবালকে নিয়ে বিতর্কের জন্ম দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছিল টাইগাররা। দলে তার অনুপস্থিতিকে ক্রিকেট ভক্তরা একটি বড় শূন্যতা বলে মনে করেন। দলের অভিজ্ঞ ওপেনার ও অভিজ্ঞ এই ক্রিকেটারকে মিস করবেন, এমনটাই শুনেছেন দলের কয়েকজনের কাছ থেকে। তবে অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বাস করেন বিশ্বকাপ দল ভালো পারফর্ম করেছে।
ভারতে অনুষ্ঠিত 13তম ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের বোলিং আক্রমণের মূল ভিত্তি হওয়ার কথা ছিল ইবাদত হোসেনের। কিন্তু হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে বিদায় নেন এই খেলোয়াড়। বিশ্বমঞ্চে জায়গা না পাওয়ায় আক্ষেপ ক্যাপ্টেন সাকিব আল হাসানের কণ্ঠেও। বিশ্বকাপে শুধু ইবাদত মিস করবেন বলে জানিয়েছেন সাকিব।
গত মাসের শেষের দিকে তার হাঁটুতে অস্ত্রোপচার হয়। অন্যদিকে পুরোপুরি প্রস্তুত না হওয়ায় বিশ্বকাপে খেলবেন না তামিম ইকবাল। তবে সাকিব মনে করেন, বাংলাদেশের হয়ে এই উদ্বোধনী ম্যাচ মিস করা দলের ওপর কোনো প্রভাব ফেলবে না। তার মতে, 15 জনের দলে একমাত্র প্রার্থনা হল "নিখোঁজ" প্রার্থনা।
টি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমার এই দলে একটা মিসিং, সেটা হচ্ছে ইবাদত। ইবাদত, ও হচ্ছে আমার এই বিশ্বকাপে সবচেয়ে বড় মিসিং। এ বিশ্বকাপটা যেখানে হচ্ছে, যে কন্ডিশনে খেলা হচ্ছে, এখানে দরকারি সবচেয়ে বড় অস্ত্রটা নেই। সেটা হচ্ছে এবাদত।’
দলে যারা আছেন, সবার উপরেই আস্থা আছে জানিয়ে সাকিব আরও বলেন, ‘আমরা মোটামুটি সব দিকই কভার করার চেষ্টা করেছি। এই ১৫ জন খেলোয়াড়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমি মনে করি এরা যখনই যে সুযোগ পাবে, দেশের জন্য ভালো কিছু করে আসবে।’
এবাদত না থাকায় স্বাভাবিকভাবেই অন্য পেসারদের ওপর দায়িত্ব বেশি থাকবে। সেক্ষেত্রে সাকিব চেয়ে আছেন শুরুতে তাসকিন আহমেদ এবং ডেথে মোস্তাফিজুর রহমানের দিকে, ‘আমি তো মনে করি, আমার পাঁচ পেসারের সবারই আলাদা দিক আছে। ভারতের যে উইকেট, আমি মনে করি, ডেথ বোলিংয়ে মোস্তাফিজ আর নতুন বলে তাসকিন আমাদের জন্য ভালো কিছু করতে পারে।’
- শাহজালাল বিমানবন্দরে নতুন আইন, মানতে হবে সকল যাত্রীকে
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ইকুয়েডর ও আর্জেন্টিনার ম্যাচ,জেনেনিন ম্যাচের ফলাফল
- বাংলাদেশিদের জন্য বড় সুযোগ, প্রবাসী শ্রমিক নেয়ার ঘোষণা দিলো যে দেশ
- অবাক ক্রিকেটবিশ্ব : দেড় দিনেই ৩৫ উইকেট, স্পিনারদের স্বর্গ না কি বাজে পিচ
- আজকের সৌদি রিয়াল রেট (২৬ জুলাই ২০২৫)
- প্রবাসীরা সাবধান : অভিবাসন শর্ত না মানায় ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত
- অন্ধকারে ঢেকে যাচ্ছে পুরো পৃথিবী, থাকবে না কোন আলো
- মাত্র ১০ হাজার টাকায় Redmi নিয়ে এলো দুর্দান্ত স্মার্টফোন, এত ফিচার দেখে সবাই অবাক
- শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি-আলবা
- ২০২৫ কলেজ ভর্তি: যেসব কলেজে ভর্তি নিষিদ্ধ করল সরকার — দেখেনিন বিস্তারিত তালিকা ও নির্দেশনা
- সবাইকে কান্নার সাগরে ভাসিয়ে চলে গেলেন প্রবাসী বাংলাদেশী
- বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে আসবে ও কলেজে ভর্তি আবেদন করবেন যেভাবে
- বেড়ে গেলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৫ জুলাই ২০২৫)
- কবে চালু হবে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, এবার যা বলল ভারতীয় দূতাবাস
- একাদশ শ্রেণিতে ভর্তি ফি নির্ধারণ: সর্বোচ্চ ৮,৫০০ টাকা, ও সর্বনিম্ন মাত্র ১,৫০০