নাসিমকে নিয়ে পিসিবির দিকে আঙ্গুল তুললেন মঈন

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ সুপার ফোরের ৪৬তম মিনিটে ডান কাঁধে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পাকিস্তানের অন্যতম তারকা পেসার নাসিম শাহ। এরপর থেকেই বিশ্বকাপে নাসিমের পারফরম্যান্স নিয়ে শঙ্কা ছিল।
তবে পাক অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, বিশ্বকাপের শেষের দিকে নাসিমকে পাওয়া যাবে। কিন্তু তার কাঁধের স্ক্যানের রিপোর্ট পাকিস্তান দলের জন্য খুব খারাপ খবর নিয়ে আসে। পরীক্ষার রিপোর্ট আসার পর জানা যায়, প্রাথমিক অনুমানের চেয়ে তরুণ ফাস্ট বোলারের চোট বেশি গুরুতর। ৬ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
দ্বিতীয়বারের মতো জরিপ প্রতিবেদনের ফলাফলের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নাসিমকে বাদ দিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে।
দারুণ ছন্দে থাকা নাসিমের বিশ্বকাপে খেলতে না পারাকে অনেকে ‘দুর্ভাগ্য’ হিসেবে দেখতে পারেন। কিন্তু মঈন খানের মতে, পিসিবির চিকিৎসা বিভাগের গাফিলতির কারণেই প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না ২০ বছর বয়সী পেসারের। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকেট পাকিস্তান’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ অভিযোগ এনেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
৫২ বছর বয়সী মঈন বলেছেন, ‘নাসিমের চোট পাকিস্তান দলের মেডিকেল প্যানেল ও থিজিওথেরাপিস্টদের জন্য একটি বিপর্যয়। কারণ, সে (নাসিম) তার সমস্যা নিয়ে তিন–চার মাস ধরে অভিযোগ জানিয়ে আসছিল। এরপরেও তারা ওকে টানা খেলিয়েছে। অবশ্যই একজন খেলোয়াড় দল থেকে বাদ পড়তে চান না। কিন্তু সে যখন নিজ থেকেই তার চোটের ব্যাপারে জানিয়েছে, তখন বিষয়টিকে গুরুত্বসহকারে নেওয়া উচিত ছিল। কিন্তু মেডিকেল প্যানেল সেটা করেনি। এটাই বিপর্যয় ডেকে এনেছে।’
১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য মঈন আরও বলেছেন, ‘দল নির্বাচনের ক্ষেত্রে মেডিকেল প্যানেলের মতামত জানা আবশ্যক। বিশেষ করে অধিনায়কের জন্য এটা জানা আরও জরুরি। অধিনায়ক সেই অনুযায়ী একজন খেলোয়াড়ের “ওয়ার্ক লোড” নিয়ন্ত্রণ করে। দলের সব খেলোয়াড় প্রতিভাবান। তাই একই কম্বিনেশন খেলিয়ে পুরো বছর কাটিয়ে দেওয়ার পন্থা অবলম্বন করা ঠিক নয়।’
এ অবহেলার জন্য চিকিৎসা বিভাগকে জবাবদিহির আওতায় আনতে পিসিবিকে আহ্বান জানিয়েছেন মঈন, ‘বোর্ড কর্তৃপক্ষের উচিত তাদের (চিকিৎসা বিভাগ) তলব করা। কারণ, বিশ্বকাপের আগে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। নাসিম দারুণ ছন্দে ছিল, অসাধারণ বোলিং করছিল।’
পাকিস্তানের বিশ্বকাপ দলে নাসিমের জায়গায় হাসান আলীকে নেওয়া হয়েছে। হাসানকে নেওয়ার ব্যাখ্যায় তাঁর অভিজ্ঞতার কথা সামনে এনেছিলেন পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম ইল হক। একসময়কার সতীর্থ ইনজামামের সুরে সুর মিলিয়েছেন মঈনও, ‘হাসান আলী একজন অভিজ্ঞ বোলার। ওকেও এ ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে হাসানকে নেওয়ার সিদ্ধান্ত সঠিক।’
বিশ্বকাপে কোন ৪ দল সেমিফাইনাল খেলতে পারে, সাক্ষাৎকারে সেই ভবিষ্যদ্বাণীও করেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যান, ‘পাকিস্তান, ভারত ও ইংল্যান্ডকে রাখছি। আমার চোখে চতুর্থ দল অস্ট্রেলিয়া।’
- শাহজালাল বিমানবন্দরে নতুন আইন, মানতে হবে সকল যাত্রীকে
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ইকুয়েডর ও আর্জেন্টিনার ম্যাচ,জেনেনিন ম্যাচের ফলাফল
- বাংলাদেশিদের জন্য বড় সুযোগ, প্রবাসী শ্রমিক নেয়ার ঘোষণা দিলো যে দেশ
- অবাক ক্রিকেটবিশ্ব : দেড় দিনেই ৩৫ উইকেট, স্পিনারদের স্বর্গ না কি বাজে পিচ
- আজকের সৌদি রিয়াল রেট (২৬ জুলাই ২০২৫)
- প্রবাসীরা সাবধান : অভিবাসন শর্ত না মানায় ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত
- অন্ধকারে ঢেকে যাচ্ছে পুরো পৃথিবী, থাকবে না কোন আলো
- মাত্র ১০ হাজার টাকায় Redmi নিয়ে এলো দুর্দান্ত স্মার্টফোন, এত ফিচার দেখে সবাই অবাক
- শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি-আলবা
- ২০২৫ কলেজ ভর্তি: যেসব কলেজে ভর্তি নিষিদ্ধ করল সরকার — দেখেনিন বিস্তারিত তালিকা ও নির্দেশনা
- সবাইকে কান্নার সাগরে ভাসিয়ে চলে গেলেন প্রবাসী বাংলাদেশী
- বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে আসবে ও কলেজে ভর্তি আবেদন করবেন যেভাবে
- কবে চালু হবে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, এবার যা বলল ভারতীয় দূতাবাস
- বেড়ে গেলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৫ জুলাই ২০২৫)
- দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য দারুন সুখবর