| ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

তামিম-শাকিব-বিসিবি বিতর্কে মুখ খুললেন মাশরাফি, জানালেন আসল দোষ কার

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ সেপ্টেম্বর ২৯ ১৭:১১:২৪
তামিম-শাকিব-বিসিবি বিতর্কে মুখ খুললেন মাশরাফি, জানালেন আসল দোষ কার

বিশ্বকাপ শুরুর আগে তামিম, সাকিব ও পিসিবি নিয়ে বিতর্কের কথা বললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা। কিন্তু এখন তিনি সাকিব আল হাসানের ভুল তুলে ধরে তামিম ইকবালের পাশে দাঁড়িয়েছেন। মাশরাফি একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন এবং তাতে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, শাকিব অনেক কথা বলেছে, যেগুলোর অনেক যুক্তি আছে।

আরও কিছু কথা আছে, যেগুলো আমি বলতে চাই। শাকিব একটা জিনিস পরিষ্কারভাবে বলেছে। সেটা হচ্ছে যে, সে অধিনায়কত্ব করতে চায় না। শাকিবের সঙ্গে পুরোপুরি একমত। অধিনায়কত্ব করে অর্জনের কিছু নেই ওর এখন, আর এটি আসলে পরিষ্কার একটা বার্তা। তারপরও তামিম ছেড়ে দেওয়ার পর শাকিবকে অধিনায়কত্বের ব্য়াটন তুলে দেওয়া হয়েছিল। বাধ্য হয়েই শাকিবকে এটা নিতে হয়েছে। এতে তাকে সাধুবাদ জানানো উচিত।’

আসলে বাংলাদেশ ক্রিকেটের অশান্তির আবহের মাঝেই এবার মাঠে নামলেন দলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি মাের্তাজা। তামিম ইকবালকে বিশ্বকাপে স্কোয়াডে না নেওয়া নিয়ে বিস্তর সমালোচনার শিকার হতে হচ্ছে শাকিব আল হাসানকে। এমনকী বিসিবিকেও কাঠগড়ায় তোলা হচ্ছে। এমন আবহে তামিমের পাশে দাঁড়ালেন মোর্তাজা। তিনি জানিয়ে দিলেন যে অধিনায়ক হিসেবে শাকিবের ব্যক্তিগতভাবে কথা বলা দরকার ছিল তামিমের সঙ্গে।

এরপরই বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক বলেন, ‘শাকিব যেহেতু এই মুহূর্তে দলের অধিনায়ক তাই তাকেই সবকিছুর দায়িত্ব নিতে হবে। সে বলেছে, মাঠের বাইরে সব ঠিক করে মাঠে সিদ্ধান্ত নিতে হয়। শাকিব যেহেতু অধিনায়ক হয়ে গিয়েছে, তাই যে ঘটনাগুলো ঘটছে তার জন্য শাকিবকে আরও বেসি নজর দিতে হত। যেমন তামিমের প্রথম ম্যাচ খেলা বা ব্যাটিং অর্ডার নিয়ে বিতর্ক। সেক্ষেত্রে শাকিব নিজেই ব্যক্তিগতভাবে একটা কল করে তামিমের সঙ্গে আলোচনা করতে পারত। তামিমকে যদি সে ভালো করে বোঝাত তাহলে হয়তো এই সমালোচনার জন্ম হত না।’

বাংলাদেশ দল ভারতে পা রাখার পর তামিম একটি ভিডিয়ো বার্তা দিয়েছিলেন। সোশ্য়াল মিডিয়ায় তিনি এমনও আর্তি জানিয়েছেন যে, তাঁকে যেন কেউ ভুলে না যান। সকলেই যেন তাঁকে মনে রাখেন। এই বার্তার পর আরওই আবেগপ্রবণ হয়ে পড়েন সে দেশের ক্রিকেট সমর্থকরা। এমনকী অনেকে তো বাংলাদেশের বিশ্বকাপ বয়কটেরও ডাক দিয়েছেন। শাকিব আল হাসান অবশ্য আশাবাদী যে দল নিয়ে তিনি ভারতে পা রেখেছেন, প্রত্যেকেই ভালো পারফর্ম করতে পারবেন। বিশেষ করে লিটন দাসের কথা আলাদা করে উল্লেখ করেছেন তিনি। শাকিব নিজেও ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের মঞ্চে ভালো পারফর্ম করেছিলেন। তিনি মনে করেন গোটা বিশ্ব লিটের ব্যাটিংয়ের দিকে তাকিয়ে থাকবে।

বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে ভারতে রওনা হওয়ার পরই তামিম তাঁর সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা দেন। সেখানে তিনি উল্লেখ করেন যে তাঁকে স্কোয়াডে না রাখার পিছনে যে যে কারণগুলো দেখানো হয়েছে, তার বেশিরভাগই ভিত্তিহীন। বিশেষ করে মাত্র পাঁচটি ম্যাচই খেলবেন তামিম এমনটা নাকি তিনি জানিয়েছিলেন বিসিবিকে। তবে সেই খবরের কোনও সত্যতা নেই বলেই জানিয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। এরপরই ১৫ সদস্য়ের বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে তামিম ইকবালের না থাকা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সে দেশে। অধিনায়ক শাকিব আল হাসানকে সবাই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অনেকেই মনে করছেন যে শাকিবের জন্যই তামিমের কেরিয়ার প্রায় শেষ হতে বসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

টিম ডেভিডের ব্যাটে ঝড়! শেষ হলোঅস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড গড়া ম্যাচ

টিম ডেভিডের ব্যাটে ঝড়! শেষ হলোঅস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড গড়া ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি শতক হাঁকিয়ে ইতিহাস গড়লেন টিম ডেভিড। মাত্র ৩৭ বলে ...

আগস্টে বাংলাদেশের যত খেলা: ভারতের সিরিজ সহ যুবা এবং নারী দলের সকল খেলার সময়

আগস্টে বাংলাদেশের যত খেলা: ভারতের সিরিজ সহ যুবা এবং নারী দলের সকল খেলার সময়

নিজস্ব প্রতিবেদক: টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। ...

ফুটবল

এবার মায়ামিতে যোগ দিলেন মেসির ‘প্রিয় বন্ধু’

এবার মায়ামিতে যোগ দিলেন মেসির ‘প্রিয় বন্ধু’

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল এবার মেজর লিগ সকারে (এমএলএস)। দীর্ঘদিনের ক্লাব ...

শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি-আলবা

শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি-আলবা

নিজস্ব প্রতিবেদক : শেষ পর্যন্ত শাস্তি এড়াতে পারলেন না লিওনেল মেসি ও জর্দি আলবা। মেজর ...

Scroll to top

রে
Close button