বিশ্বকাপের আগেই বড় দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ ম্যাচে ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন কেন উইলিয়ামসন। ডান হাঁটুতে ছেঁড়া লিগামেন্টের জন্যও তাকে অস্ত্রোপচার করতে হয়েছে। ফলে বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। তবে 100% ফিট না হয়েও বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। তবে ওয়ার্ল্ড সিরিজের ওপেনারে তার না থাকার সম্ভাবনা বেশি।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) চেয়েছিল সেই অধিনায়ক যিনি টুর্নামেন্টের মাঝপথে থাকলেও গত বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। সেই অনুযায়ী, ১১ সেপ্টেম্বর উইলিয়ামসনকে ১৫ সদস্যের দলে স্থানান্তর করা হয়। তবে বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচে তার উপস্থিতি নিয়ে উল্লেখযোগ্য উদ্বেগ ছিল বলে জানা গেছে।
বিশ্বকাপের ফাইনাল প্রায় কাছাকাছি, দলগুলো আজ থেকে শুরু হওয়া প্রস্তুতি ম্যাচের জন্য মাঠে নেমেছে। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে হায়দরাবাদের হয়ে খেলছেন কেওরা। উইলিয়ামসনও আছেন দলে। তবে আজ তাকে শুধু ব্যাট হাতেই দেখা যাবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে তাকে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং অনুশীলনে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
এনজেডসি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেছে: 'প্রথম প্রস্তুতি ম্যাচে হায়দারাবাদে পাকিস্তানের বিপক্ষে উইলিয়ামসনকে শুধুমাত্র ব্যাট হাতেই দেখা যাবে। কিন্ত সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে উইলিয়ামসন ব্যাটিং ও ফিল্ডিংয়ের অনুশীলন করবে।'
উইলিয়ামসনের দলে ফেরার আগে কিউই কোচ গ্যারি স্টেড ববলছিলেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে কোনো রকম ঝুঁকি নেবে না দল। নিজেদের ভাবনা পরিষ্কার করে বলেছিলেন উইলিয়ামসনকে নিয়ে তারা বেশ সতর্ক। কিউই অধিনায়কের কাছে তারা এই মূহুর্তে খুব বেশি প্রত্যাশা করবে না। প্রততি ম্যাচের আগে আরও একবার এই বিষয়টি নিশ্চিত করলেন দলটির কোচ।
কোচ স্টেড উইলিয়ামসন সম্পর্কে বলেছেন:'কেনের (উইলিয়ামসন) খেলার বিষয়ে আমরা শুরু থেকেই দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করছি। সে বেশ ভালো ভাবেই দলে ফিরে এসেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার সম্পূর্ণ রূপে ফিরে আসার ব্যাপারটি নিশ্চিত করা দরকার। তার পূর্ণরুপে ফিরে আসার জন্য আমরা অপেক্ষা করব। অবশ্যই এর জন্য আমরা তাকে কোনও রকম চাপ দিবো না।'
- শাহজালাল বিমানবন্দরে নতুন আইন, মানতে হবে সকল যাত্রীকে
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ইকুয়েডর ও আর্জেন্টিনার ম্যাচ,জেনেনিন ম্যাচের ফলাফল
- বাংলাদেশিদের জন্য বড় সুযোগ, প্রবাসী শ্রমিক নেয়ার ঘোষণা দিলো যে দেশ
- অবাক ক্রিকেটবিশ্ব : দেড় দিনেই ৩৫ উইকেট, স্পিনারদের স্বর্গ না কি বাজে পিচ
- আজকের সৌদি রিয়াল রেট (২৬ জুলাই ২০২৫)
- প্রবাসীরা সাবধান : অভিবাসন শর্ত না মানায় ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত
- অন্ধকারে ঢেকে যাচ্ছে পুরো পৃথিবী, থাকবে না কোন আলো
- মাত্র ১০ হাজার টাকায় Redmi নিয়ে এলো দুর্দান্ত স্মার্টফোন, এত ফিচার দেখে সবাই অবাক
- শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি-আলবা
- ২০২৫ কলেজ ভর্তি: যেসব কলেজে ভর্তি নিষিদ্ধ করল সরকার — দেখেনিন বিস্তারিত তালিকা ও নির্দেশনা
- সবাইকে কান্নার সাগরে ভাসিয়ে চলে গেলেন প্রবাসী বাংলাদেশী
- বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে আসবে ও কলেজে ভর্তি আবেদন করবেন যেভাবে
- বেড়ে গেলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৫ জুলাই ২০২৫)
- কবে চালু হবে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, এবার যা বলল ভারতীয় দূতাবাস
- একাদশ শ্রেণিতে ভর্তি ফি নির্ধারণ: সর্বোচ্চ ৮,৫০০ টাকা, ও সর্বনিম্ন মাত্র ১,৫০০