| ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

বিশ্বকাপের আগে একটু হলেও সস্তি পেল অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ সেপ্টেম্বর ২৮ ১১:৫৮:১৭
বিশ্বকাপের আগে একটু হলেও সস্তি পেল অস্ট্রেলিয়া

শেষ ৫ ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়া। হারের কারণ হিসেবে বারবার উঠে এসেছে বোলিং পারফরম্যান্স। তবে গতকাল রাজকোটে ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দারুণ পারফর্ম করেছে বোলাররা। তবে তার আগে মূল কাজটা করে ফেলেছেন ব্যাটসম্যানরা। যে কারণে অস্ট্রেলিয়া ৬৬ পয়েন্টে ভারতকে হারিয়ে পরাজয় এড়াল। আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৩৫২ রান করে, জবাবে ভারত ২৮৬ রানে অলআউট হয়ে যায়।

এই ম্যাচে অস্ট্রেলিয়া পূর্ণ শক্তির দল খেলেছে। ফিরেছেন ক্যাপ্টেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল। অন্যদিকে, ভারতীয় দলে ফিরেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও যশপ্রীত বুমরারা। তবে শুভমান গিলসহ কয়েকজনকে বিশ্রাম দিয়েছে ভারত।

টসে জিতে ব্যাটিং নেওয়া অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেয় ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ওপেনিং জুটি। ৮ ওভারেই দুজন তোলেন ৭৮ রান। ৩২ বলে ফিফটি করা ওয়ার্নার অবশ্য বেশি দূর যেতে পারেননি। তাতে অবশ্য সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। প্রথম পাওয়ারপ্লেতে ৯০ রানের পর প্রথম ২০ ওভারে ওঠে ১৪৬ রান। দ্বিতীয় উইকেটে মার্শ ও স্টিভেন স্মিথের জুটিতে ওঠে ১১৯ বলে ১৩৭ রান। মার্শ সেঞ্চুরি পাননি ৪ রানের জন্য, তাঁর আউটেই ভাঙে সে জুটি। স্মিথও এরপর বেশিক্ষণ টেকেননি, ৬১ বলে ৭৪ রান করে থামেন তিনি।

এরপর মারনাস লাবুশেন একপ্রান্ত আগলে রাখলেও মিডল অর্ডারে বড় জুটি হয়নি অস্ট্রেলিয়ার। সপ্তম উইকেটে প্যাট কামিন্সের সঙ্গে লাবুশেন যোগ করেন আরও ৪৬ রান। ৪৯তম ওভারে আউট হওয়ার আগে তিনি করেন ৫৮ বলে ৭২ রান। অস্ট্রেলিয়ার এক থেকে চার নম্বরে খেলা চার জনই পেয়েছেন ফিফটির দেখা, তাদের ওয়ানডে ইতিহাসে এমন ঘটনা এ নিয়ে পঞ্চমবার।

প্রথম ৩০ ওভারে ২ উইকেটে ২৩০ রান তোলা অস্ট্রেলিয়াকে ৪০০ হাতছানি দিচ্ছিল ভালোভাবেই। তবে নিয়মিত উইকেট হারানোয় সেটি হয়নি। শেষ ২০ ওভারে তারা তুলেছে ১২২ রান, শেষ ১০ ওভারে ৬৬। ভারতের মূল পেসার বুমরার ওপর চড়াও হয়েছিল অস্ট্রেলিয়া, ১০ ওভারে তিনি দেন ৮১ রান। যদিও নেন ৩ উইকেট।

শুবমান গিলের অনুপস্থিতিতে রোহিত শর্মার সঙ্গে রান তাড়ায় ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুবিধা করতে পারেননি, ৩০ বল খেলে করেছেন ১৮ রান। তবে রোহিতের ঝোড়ো ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে আসে ৭৪ রান, ১১তম ওভারে থামেন ওয়াশিংটন। অস্ট্রেলিয়াকে সেই ব্রেকথ্রু এনে দেন ম্যাক্সওয়েল। শুধু সেটি নয়, ভারতের প্রথম চার ব্যাটসম্যানের উইকেটই নেন তিনি।

রোহিতের ৫৭ বলে ৮১, কোহলির ৬১ বলে ৫৬ ভারতকে লড়াইয়ে রেখেছিল ভালোভাবেই। এরপর শ্রেয়াস আইয়ার করেন ৪৩ বলে ৪৮ রান। কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি, এমন রান তাড়ায় যেটির খুব দরকার ছিল। প্রথম ৩০ ওভারে উইকেট ধরে রাখলেও পরে গিয়ে আর পারেনি ভারত, রান ও বলের সমীকরণও মেলাতে পারেনি স্বাগতিকেরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ ও দ:আফ্রিকার ম্যাচ,জেনেনিন ফলাফল

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ ও দ:আফ্রিকার ম্যাচ,জেনেনিন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: হারারে স্পোর্টস ক্লাবে আজ শনিবার (২৬ জুলাই) ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ ...

বাংলাদেশের বোলিং তাণ্ডবে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বোলিং তাণ্ডবে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ শনিবার দক্ষিণ ...

ফুটবল

এবার মায়ামিতে যোগ দিলেন মেসির ‘প্রিয় বন্ধু’

এবার মায়ামিতে যোগ দিলেন মেসির ‘প্রিয় বন্ধু’

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল এবার মেজর লিগ সকারে (এমএলএস)। দীর্ঘদিনের ক্লাব ...

লিভারপুল বনাম এসি মিলান: আজকের ম্যাচে কে জিতবে, জেনেনিন বিশ্লেষণ ও সম্ভাব্য ফলাফল

লিভারপুল বনাম এসি মিলান: আজকের ম্যাচে কে জিতবে, জেনেনিন বিশ্লেষণ ও সম্ভাব্য ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আজ, ২৬ জুলাই ২০২৫, ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে এক চমৎকার দ্বৈরথ—লিভারপুল বনাম এসি মিলান। ...

Scroll to top

রে
Close button