| ঢাকা, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০

আর মাত্র যতরান করলে রেকর্ডবুকে ঢুকে যাবে মাহমুদউল্লাহর নাম

২০২৩ সেপ্টেম্বর ২১ ১১:০৬:০৩
আর মাত্র যতরান করলে রেকর্ডবুকে ঢুকে যাবে মাহমুদউল্লাহর নাম

ছয় মাসের বিরতি কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। আর ফেরার ম্যাচেই তিনি দেখছেন দুটি রেকর্ডের হাতছানি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে ফিফটি হাঁকালেই রেকর্ডবুকে ঢুকে যাবে মাহমুদউল্লাহর নাম।

চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৫ হাজারি রানের ক্লাবে নাম লেখাবেন ডানহাতি এই ব্যাটার। সীমিত ওভারের ক্রিকেটে বর্তমানে তার রান ৪ হাজার ৯৫০।

এই মাইলফলক স্পর্শ করা বাকি তিন বাংলাদেশি হলেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

ওয়ানডে ফরম্যাটে তামিমের বর্তমানে রান ৮ হাজার ৩১৩, মুশফিকের ৭ হাজার ৩৮৮ আর সাকিবের ৭ হাজার ৩৮৪ রান।

এছাড়া আরও একটি রেকর্ড হাতছানি দিচ্ছে সাইলেন্ট কিলারকে। সিরিজের প্রথম ম্যাচে ১৪ রান করলেই চতুর্থ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের রেকর্ড গড়বেন ডানহাতি এই ব্যাটার।

এখন পর্যন্ত ৩৮৯ আন্তর্জাতিক ম্যাচে মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ৯ হাজার ৯৮৬ রান।

পাঠকের মতামত:

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর



রে