| ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

আফগানদের বিপক্ষে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে ৪ পেসার

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ জুন ১৩ ১৪:৫২:০০
আফগানদের বিপক্ষে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে ৪ পেসার

আসন্ন বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচটির আগে আলোচনায় এসেছে বাংলাদেশের হোম অফ ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। মিরপুরের সেই চিরচেনা স্পিনবান্ধব উইকেট এবার আর নেই। তার বদলে দেখা যাচ্ছে ঘাসের উইকেট।

আর দেশের এমন পেসবান্ধব উইকেটে ৩ থেকে ৪ জন পেসার খেলাতে চান বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যদি ৪ পেসার নিয়ে মাঠে নামে বাংলাদেশ, তবে ইতিহাসই রচনা করবে তারা। ঘরের মাঠে এর আগে এতো পেসার নিয়ে কখনোই খেলেনি বাংলাদেশ!

মিরপুরের এই পেসবান্ধব উইকেট কয়েকদিন ধরেই আছে আলোচনায়। এমন উইকেটে দলে পেসার বেশি নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ-আফগানিস্তান দুই দলের অধিনায়কই। বাংলাদেশ দলের হেড কোচ হাথুরুসিংহের চাওয়াও এমনটাই।

দলে আছেন তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ এবং মুশফিক হাসানের মতো পেসার। এ ছাড়া গত দুই বছরে জাতীয় দলের আশেপাশে থাকা পেসাররাও বিভিন্ন সময়ে মুন্সিয়ানা দেখিয়েছেন। দলের পেসারদের নিয়ে তাই দারুণ আত্মবিশ্বাসী হাথুরুসিংহে।

লঙ্কান এই মাস্টারমাইন্ড বলেন, 'ঘাস সবুজ কারণ লাস্ট কয়েকদিন বৃষ্টি হয়েছে। আমি মিরপুরে আগেও সবুজ উইকেট দেখেছি। আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে সবুজ উইকেটেই খেলেছি। আগের প্রশ্নের সাথে তাল মিলিয়েই বলতে হয় আমাদের ফাস্ট বোলার আছে, তাই তাদের সুবিধা হয় এমন কন্ডিশনই আমাদের দিতে হবে।'

'আমরা সবাই জানি আমাদের এখন ৭-৮জন পেসার আছে যাদের আমরা যেকোনো সময় নিতে পারি। এইচপি থেকে বাংলাদেশ টাইগার্সে যারাই পেসারদের সাথে কাজ করেছে তারা দারুণ করেছে এটা বলতেই হয়। এবং পেসাররা খুব দ্রুত প্রস্তুত হয়েছে এই লেভেলে খেলার জন্য। কালকে আমরা ৩ জন পেসার নিয়ে খেলবো নাকি চারজন জানিনা এখনো, কিন্তু আমি কনফিডেন্ট যে তারা ডেলিভার করার জন্য প্রস্তুত।'

কন্ডিশন ও উইকেট দেখে আগের দিন লিটন দাস আভাস দেন একাদশে দুজনের বেশি পেসার থাকার। পাশাপাশি আফগানদের মত ভালো স্পিন খেলুড়ে দলের সঙ্গে লড়াই করতে ঘাসের উইকেটে পেসারদের মাঝেই মূল ভরসা দেখেছিলেন ভারপ্রাপ্ত এই টেস্ট অধিনায়ক।

লিটন বলেছিলেন, 'মিরপুরে যখন খেলা হয় তখন স্পিন উইকেটেই খেলা হয়। আমাদের চ্যালেঞ্জ এটাই যে ঘাসের উইকেটে কীভাবে খেলি। এটাই দেখার বিষয় আমরা কীভাবে এখানে টিকে থেকে বড় স্কোর করতে পারি। এরকম দলের সঙ্গে এমন উইকেটে খেলতে চাইবেন স্বাভাবিক।'

'আপনি যখন ঘাসের উইকেটে খেলবেন দুইয়ের বেশি পেসার খেলানোর সম্ভবনাই সবচেয়ে বেশি। আপনি কোন উইকেটে খেলতে চাইছেন। যদি ইভেন (দুই দলের জন্য সমান) উইকেটে খেলেন তাহলে আপনার পাঁচটা বোলার লাগবেই। আমি সব সময় ইভেন উইকেটে পাঁচটা বোলার প্রাধান্য দেই।'

এখন পর্যন্ত আফগানদের বিপক্ষে এখন পর্যন্ত একটিই টেস্ট খেলেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২০১৯ সালের সেপ্টেম্বরে বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচে ২২৪ রানে হেরেছিল বাংলাদেশ। সেবারের উইকেটটি ছিল স্পিনবান্ধব। যদিও সেবার বাংলাদেশকে হারিয়ে দেয়া আফগান স্পিনার রশিদ খান এবারের সিরিজে নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেটে নতুন দু:সংবাদ : তাসকিনের নামে থানায় জিডি

বাংলাদেশ ক্রিকেটে নতুন দু:সংবাদ : তাসকিনের নামে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবার মাঠের বাইরের এক বিতর্কে ...

এশিয়া কাপ ২০২৫ শুরু ৯ সেপ্টেম্বর, ভারত-পাকিস্তান প্রথম ম্যাচের সময়সূচি প্রকাশ

এশিয়া কাপ ২০২৫ শুরু ৯ সেপ্টেম্বর, ভারত-পাকিস্তান প্রথম ম্যাচের সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়া কাপ ২০২৫ এর সূচি প্রকাশ করলো এশিয়ান ক্রিকেট ...

ফুটবল

২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসি ভক্তদের জন্য দারুন সুখবর

২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসি ভক্তদের জন্য দারুন সুখবর

নিজস্ব প্রতিবেদক : কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের মধ্য দিয়ে ফুটবল ক্যারিয়ারের পরিপূর্ণতা পেয়েছিলেন লিওনেল মেসি। ...

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: নতুন মৌসুমের প্রস্তুতির শুরুটা দারুণভাবে করল বার্সেলোনা। আজ রোববার জাপানের কোবেতে অনুষ্ঠিত প্রাক-মৌসুমের ...

Scroll to top

রে
Close button