| ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

ব্রেকিং নিউজঃ টেস্ট থেকে অবসর নিয়ে নিজের যা বললেন রোহিত শর্মা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ জুন ১২ ১১:২৮:৫১
ব্রেকিং নিউজঃ টেস্ট থেকে অবসর নিয়ে নিজের যা বললেন রোহিত শর্মা

ক্রিকেট ইতিহাসে দশ বছর হতে চললো আইসিসি ট্রফির দেখা নেই ভারতের ঝুলিতে। শেষবার যখন ইংল্যান্ডের মাটিতেই ইংল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো তখন অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর নেতৃত্বের ভার অর্পিত হয় বিরাট কোহলির কাঁধে। কোহলি জমানায় ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেললেও ভাগ্য সুপ্রসন্ন হয় নি ভারতীয় দলের।

ট্রফিভাগ্য ফেরাতেই ফের অধিনায়কত্বে বদল আনে বিসিসিআই। শিকে ছেঁড়ে রোহিত শর্মার ভাগ্যে। আইপিএলে পাঁচবার খেতাব জয়ের অভিজ্ঞতা রয়েছে রোহিতের । সেই ধারা তিনি জাতীয় দলের হয়েও বজায় রাখবেন বলে মনে করা হয়েছিলো।

কিন্তু বাস্তবে দেখা গিয়েছে উলটো ছবি। ২০২২-এর এশিয়া কাপ, ২০২২-এর টি-২০ বিশ্বকাপ এবং ২০২৩-এর টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এই তিন বড় প্রতিযোগিতায় ভারত ইতিমধ্যে খেলেছে হিটম্যানের নেতৃত্বে। প্রথম দুটিতে যাত্রা থেমেছে শেষ চারের যুদ্ধে। আর আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২০৯ রানে লজ্জার হার জুটলো কপালে।

নেতা বদলে আদৌ কোনো ল্যাভ হয়েছে? চলছে জল্পনা। টেস্টের মহারণে রোহিতকে বারবার অজিদের বিপক্ষে মনে হয়েছে অসহায়। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই রোহিতের অপসারণ চাইছিলেন সমর্থকদের একাংশ। অবশেষে বিসিসিআই’কে কোনো ব্যবস্থা নিতে হয় নি। হারের দায় নিয়ে সম্ভবত নিজেই সরে যেতে চলেছেন রোহিত। ম্যাচ শেষে লাল বলের ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিলেন তিনি।

টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। চার পেসারে মাঠে নেমেছিলেন তিনি। উসমান খোয়াজাকে শুরুতেই আউট করেন সিরাজ। মধ্যাহ্নভোজের আগে এবং পরে যথাক্রমে ওয়ার্নার এবং লাবুশেনকে ফিরিয়ে চাপ বাড়ানোর প্রচেষ্টায় দেখা যায় ‘টিম ইন্ডিয়ার’ বোলারদের। কিন্তু ব্যাট হাতে বাধা হয়ে দাঁড়ান স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড।

জোড়া শতরানে অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন ৪৬৯ রানে। জবাবে নড়বড়ে দেখিয়েছিলো ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন-আপকে। রোহিত, শুভমান, পূজারা, কোহলি-ভারতের হয়ে প্রথম ইনিংসে রান পাননি কেউই। প্রত্যাবর্তনের ম্যাচে রাহানের ৮৯, জাদেজার ৪৮ এবং শার্দুল ঠাকুরের ৫১ রান ভারতকে ২৯৬ তে পৌঁছে দেয়। ভারতের ইনিংস শেষে দুই দলের ব্যবধান দাঁড়ায় ১৭৩ রান।

বড় লিড সঙ্গী করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলো অজিরা। অ্যালেক্স ক্যারি’র অপরাজিত ৬৬, লাবুশেনের ৪১ এবং স্টার্কের ৪১ রানের ইনিংস তাদের পৌঁছে দেয় ২৭০ রানে। ৪৪৩ রানে এগিয়ে থেকে ইনিংস ডিক্লেয়ার করেন অস্ট্রেলীয় অধিনায়ক কামিন্স। ৪৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত দুর্ভাগ্যের শিকার হয় শুরুতেই। বিতর্কিত ক্যাচে আউট হন শুভমান গিল।

এরপর চতুর্থ দিনেই সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত ও পূজারা। শেষ দিনে ম্যাচের ভাগ্য নির্ভর করছিলো বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানের ব্যাটে। যথাক্রমে ৪৯ এবং ৪৬ রানে তাঁরা ফিরতেই ট্রফির গায়ে অস্ট্রেলিয়ার নাম লেখা প্রায় হয়েই গিয়েছিলো। রবিবার লাঞ্চের বিরতির আগেই গুটিয়ে গেলো ভারতের ইনিংস। ৪৪৪ তাড়া করতে নেমে ২৩৪ রানে শেষ হলো ভারতের প্রতিরোধ। টানা দ্বিতীয়বার রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো টিম ইন্ডিয়াকে।

অবসরের ঘোষণা রোহিত শর্মার-

ম্যাচ হেরে দলের পাশেই দাঁড়িয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। প্রতিপক্ষের প্রতি শুভেচ্ছার হাতও বাড়িয়ে দিলেন তিনি। বলেন, “আমি মনে করি আমরা শুরুটা ভালোই করেছিলাম। সেই পরিস্থিতিতে ওদের (অস্ট্রেলিয়া) ব্যাট করতে পাঠিয়ে। কিন্তু নিজেরাই নিজেদের পিছনের দিকে ঠেলে দিয়েছি বোলিং ব্যর্থতার দরুণ। অস্ট্রেলীয় ব্যাটারদের কৃতিত্ব দিতেই হবে।”

নিজের দলের ক্রিকেটারদের তারিফ করে তিনি বলেন, “জানতাম ম্যাচে ফিরে আসা কঠিন হবে। কিন্তু তাও লড়াই চালিয়ে গিয়েছি। শেষ অবধি লড়াই করেছি।” দলের পারফর্ম্যান্স ব্যাখ্যা করতে গিয়ে ভারত অধিনায়ক বলেন, “এই চার বছর আমরা কঠিন পরিশ্রম করেছি। দুটো ফাইনাল খেলা সত্যি বলতে বেশ কৃতিত্বের আমাদের জন্য। কিন্তু আরও এক ধাপ এগোতে পারলে ভালো লাগতো। তবে শেষ দুই বছরে আমরা যেমন খেলেছি তাতে আমাদের থেকে কৃতিত্ব কেড়ে নেওয়ার কোনো জায়গা নেই।”

গত ফেব্রুয়ারিতে নাগপুরে একটি টেস্ট শতরান ব্যতীত কোনো বড় রানের ইনিংস হালফিলে খেলেন নি রোহিত। ফর্ম যে কেরিয়ারের পথে বাধা সৃষ্টি করছে তা বিলক্ষণ বুঝেছেন তিনি। ওভালে হেরে টেস্টে নিজের ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করেছেন রোহিত। লাগাতার হারের ফলে তিনি যে ব্যথিত তাও জানিয়েছেন। সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে রোহিতের মন্তব্য, “টিম ইন্ডিয়ার ভক্তদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। টেস্ট অধিনায়ক হিসেবে এটাই আমার শেষ ম্যাচ ছিলো। কিছুদিনের মধ্যেই আমি টেস্ট থেকে অবসর নিতে চলেছি। সবাইকে জানাই ধন্যবাদ।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

জাতীয় দলে ফিরতে নাঈমকে যে টোটকা, বলে দিলেন আকরাম খান

জাতীয় দলে ফিরতে নাঈমকে যে টোটকা, বলে দিলেন আকরাম খান

নিজস্ব প্রতিবেদক: একসময়ের প্রতিশ্রুতিশীল ব্যাটার নাঈম শেখ ফের সমালোচনার মুখে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে ...

তাসকিনের বিরুদ্ধে থানায় জিডি নিয়ে বিসিবিকে যা বললেন তাসকিন নিজেই

তাসকিনের বিরুদ্ধে থানায় জিডি নিয়ে বিসিবিকে যা বললেন তাসকিন নিজেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ও থানায় সাধারণ ...

ফুটবল

২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসি ভক্তদের জন্য দারুন সুখবর

২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসি ভক্তদের জন্য দারুন সুখবর

নিজস্ব প্রতিবেদক : কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের মধ্য দিয়ে ফুটবল ক্যারিয়ারের পরিপূর্ণতা পেয়েছিলেন লিওনেল মেসি। ...

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

৩-১ গোলে শেষ হলো ভিসেল কোবে বনাম বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: নতুন মৌসুমের প্রস্তুতির শুরুটা দারুণভাবে করল বার্সেলোনা। আজ রোববার জাপানের কোবেতে অনুষ্ঠিত প্রাক-মৌসুমের ...

Scroll to top

রে
Close button