টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোহলির সামনে যত রেকর্ড

আগামিকাল বুধবার (৭ জুন) থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ক্রিকেট বিশ্ব সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। রোমাঞ্চকর ফাইনালের আগে বেশ কিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে ভারতের অন্যতম সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
আইসিসির নকআউট পর্বে সর্বাধিক রান :
আইসিসির নকআউট পর্বে ১৬ ইনিংসে ৬২০ রান করেছেন কোহলি। আইসিসির নকআউট পর্বে সর্বোচ্চ রান আছে অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের। ১৮ ইনিংসে ৭৩১ রান করেছেন তিনি। এক্ষেত্রে দ্বিতীয়স্থানে আছেন ভারতের শচিন টেন্ডুলকার। ১৪ ইনিংসে ৬৫৭ রান করেছেন লিটল মাস্টার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পন্টিং ও টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবার সুযোগ থাকছে কোহলির।
একজন বোলারের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ রান :
একজন বোলারের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ভারতের চেতেশ্বর পূজারার। অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁওর বিপক্ষে ৫৭০ রান করেছেন পূজারা। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও শ্রীলঙ্কার কুমারা সাঙ্গাকারা। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বিপক্ষে ৫২০ রান করেছেন স্মিথ। পাকিস্তানের সাইদ আজমলের বিপক্ষে ৫৩১ রান করেছেন সাঙ্গাকারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পূজারা-স্মিথ ও সাঙ্গাকে টপকে যাবার সুযোগ রয়েছে কোহলির।
ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটারের সর্বাধিক রান :
ইংল্যান্ডের মাটিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন বর্তমান কোচ রাহুল দ্রাবিড়। ৪৬ ম্যাচে ২৬৪৫ রান করেছেন তিনি। ৫৬ ম্যাচে ২৫৭৪ রান আছে কোহলির। আর মাত্র ৭২ রান করলেই দ্রাবিড়কে টপকে রেকর্ড গড়বেন কোহলি।
২ হাজার ও ৫ হাজার রানের দ্বারপ্রান্তে :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ২৪ ম্যাচে ৮টি শতক ও ৫টি অর্ধশতকে ১৯৭৯ রান করেছেন কোহলি। আর ২১ রান করলেই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ হাজার রান পূর্ণ করবেন কোহলি। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯২ ম্যাচে ৪৯৪৫ রান করেছেন কোহলি। আর ৫৫ রান করলেই অসিদের বিপক্ষে ৫ হাজার রান পূর্ণ হবে তার।
আইসিসি নকআউট পর্বে সবচেয়ে বেশি ম্যাচ : ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে সবচেয়ে বেশি ১৮টি ম্যাচ খেলেছেন পন্টিং। ভারতের যুবরাজ সিংহ দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি ম্যাচ খেলেছেন। তৃতীয় সর্বোচ্চ সমান ১৫টি করে ম্যাচ খেলেছেন দুই ভারতীয় শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও কোহলি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামলেই টেন্ডুলকার ও ধোনিকে টপকে যাবেন কোহলি।
৩৪ বছর বয়সে ভারতীয়দের মধ্যে ‘এসইএনএ’ দেশে সবচেয়ে বেশি সেঞ্চুরি :
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে একসাথে ‘এসইএনএ’ দেশ বলা হয়। ৩৪ বছর বয়সে এই চারটি দেশের বিপক্ষে ২২টি সেঞ্চুরি করেন টেন্ডুলকার। কোহলি করেছেন ২১টি। টেস্ট বিশ্বকাপের ফাইনালে দু’টি ইনিংসেই সেঞ্চুরি করলেই টেন্ডুলকারকে টপকে যাবেন কোহলি।
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
- মর্যাদার মুখোশে নৈতিক চাপ: স্টোকসের ড্র অফার প্রত্যাখ্যানের ঘটনায় বিতর্ক
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন, রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- সরকারি চাকরিজীবীদের জন্য ৭ জরুরি সতর্কবার্তা, ফাঁদে পড়লে নিতে হবে ব্যবস্থা
- বাংলাদেশ ক্রিকেটে নতুন দু:সংবাদ : তাসকিনের নামে থানায় জিডি
- শিক্ষা বোর্ডের নতুন সিদ্ধান্ত : নতুন করে ভর্তির আশা জাগছে হাজারো শিক্ষার্থীর
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- আজ ২৭/৭/২০২৫ তারিখ, জেনেনিন আজকের ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের কমিটি স্থগিত ঘোষণা
- বেড়ে গেলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৭ জুলাই ২০২৫)