ভারতের সাথে এঁটে উঠতে না পেরে এবার যে দেশের ওপর চাপ বাড়ানোর চেষ্টায় পাকিস্তান

ভারতের মাটিতে বিশ্বকাপের আগে আসন্ন এশিয়া কাপ আয়োজন নিয়ে বিস্তর জলঘোলা চলছে বেশ কয়েক মাস ধরে এখন পর্যন্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্যালেন্ডার অনুযায়ী এই বছরের এশিয়া কাপআয়োজিত হওয়ার কথা ছিলো ভারতের চিরশত্রু পাকিস্তানে।
কিন্তু ক্রিকেটে পরাশক্তি ভারতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পড়শি দেশে দল পাঠানো হবে না। বিসিসিআই সচিব জয় শাহ সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে জানান কোনো নিরপেক্ষ দেশে এশিয়া কাপ খেলতে আপত্তি নেই ভারতের। কিন্তু পাকিস্তানে দল পাঠানো হবে না ভারতীয় বোর্ডের পক্ষ থেকে। এই নিয়ে দুই দেশের ক্রিকেট ব্যক্তিত্বদের মধ্যে নিয়মিত বাদানুবাদ চলেছে বেশ কয়েক মাস ধরে। কিন্তু মেলে নি কোনো সমাধান।
বাহরিনে এশিয়া কাপ আয়োজন নিয়ে জট খোলার জন্য বৈঠকে বসেছিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অন্তর্গত দেশগুলি। কিন্তু সেখানেও কোনো সমাধানসূত্র উঠে আসে নি। প্রতিযোগিতা আয়োজন করা নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে নি পাকিস্তান। ভারতও জানিয়ে দিয়েছে পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত থেকে সরছে না তারা।
কূটনীতির খেলায় ভারতের সাথে এঁটে উঠতে পারে নি পাকিস্তান। তবে এবার চাপ বাড়ানোর জন্য অন্য খেলায় মাততে দেখা গেলো নাজম শেঠির নেতৃত্বাধীন পিসিবি’কে। এশিয়া কাপ বিতর্কে ভারতের পক্ষে সওয়াল করার জন্য শ্রীলঙ্কার ওপর খড়্গহস্ত হলো তারা।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল -এর ক্যালেন্ডার অনুযায়ী এই বছর এশিয়া কাপ আয়োজন করার কথা ছিলো পাকিস্তানের। দীর্ঘসময় ক্রিকেট বন্ধ ছিলো পাকিস্তানে। ধীরে ধীরে মূলস্রোতে ফেরার প্রচেষ্টায় রয়েছে তারা। এই এশিয়া কাপ পাকিস্তানের কাছে বড় একটা সুযোগ ছিলো আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে নিজেদের পায়ের তলার জমি শক্ত করার। কিন্তু তাদের যাবতীয় পরিকল্পনায় জল ঢেল দেয় ভারত। বিসিসিআই ক্রিকেটারদের সুরক্ষার প্রশ্ন তুলে ওয়াঘা সীমান্তের ওপারে যেতে অস্বীকার করে।
মন্তব্য-পাল্টা মন্তব্যে ভারী হয়ে ওঠে দুই দেশের ক্রিকেট মহল। অক্টোবর-নভেম্বর মাসে যে বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে ভারতে, তা বয়কটের হুমকি দেয় পাকিস্তান। শেষমেশ জট কাটাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হয় বাহরিনে। তাতেও কোনো সমাধান সূত্র আসে নি।
পাক বোর্ড প্রধান নাজম শেঠি একটি হাইব্রিড মডেলের প্রস্তাব রেখেছিলেন। এই মডেল অনুযায়ী বাকি পাঁচ দলের ম্যাচ গুলি আয়োজন করতে চায় পাকিস্তান। আর ভারতের ম্যাচ গুলি কোনো নিরপেক্ষ দেশে হলে তাঁদের আপত্তি নেই বলে জানিয়েছিলেন নাজম শেঠি। এই প্রস্তাব প্রাথমিক আলোচনায় গৃহীত হলেও পরে যাতায়াত নিয়ে সমস্যার সম্ভাবনা দেখা যাবে বলে অভিযোগ তোলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মত দেশ। তারাও পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরিয়ে ফেলার জন্য আবেদন জানায়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় একঘরে হয়ে পড়ে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রতিশোধের খেলা পাকিস্তানের-
পাকিস্তানের বিকল্প আয়োজক দেশ হিসেবে প্রস্তাবিত হয় শ্রীলঙ্কার নাম। এই কারণেই দ্বীপরাষ্ট্রের ওপর অসন্তুষ্ট হয় তারা। এবার খেলার মাঠের বাইরে প্রতিশোধের খেলায় মাততে দেখা গেলো পিসিবিকে। জুলাই মাসে ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের অংশ হিসেবে একটি দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিলো।
বাবর আজমদের। শ্রীলঙ্কা বোর্ডের তরফ থেকে আবেদন করা হয়েছিলো তিন ম্যাচের একটি একদিনের সিরিজ খেলতে। প্রাথমিক আলোচনায় সম্মতিও জানিয়েছিলো পাকিস্তান বোর্ড । কিন্তু এশিয়া কাপের ঘটনার পর জানা যাচ্ছে যে সেই আবেদনে সাড়া না দেওয়ার পথেই হেঁটেছে পাকিস্তান।
দিনকয়েক আগে ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজের কথাই ক্রিকেটমহলে শোনা গিয়েছিলো আচমকাই। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বঈ দুই দেশের মধ্যে তিন টেস্টের একটি সিরিজ আয়োজন করতে আগ্রহ দেখিয়েছিলো অস্ট্রেলীয় ক্রিকেট সংস্থা। তবে সেই আলোচনাও আপাতত রয়েছে ঠাণ্ডা ঘরে।
বাস্তবে ২০০৮-এর পর ভারতীয় সিনিয়র দল পা দেয় নি পাকিস্তানের মাটিতে। ২০১২’র পর থেকেদুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ রয়েছে। কেবল এশিয়া কাপ, বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মত প্রতিযোগিতার আসরেই একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান।
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
- মর্যাদার মুখোশে নৈতিক চাপ: স্টোকসের ড্র অফার প্রত্যাখ্যানের ঘটনায় বিতর্ক
- শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখা নিয়ে আসলো যে সিদ্ধান্ত
- ওয়াকআউটের পর যা বললেন সালাহউদ্দিন, রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ
- প্রবাসীরা সাবধান : হতে পারে তিন মাস জেল ও মোটা অঙ্কের জরিমানা
- সরকারি চাকরিজীবীদের জন্য ৭ জরুরি সতর্কবার্তা, ফাঁদে পড়লে নিতে হবে ব্যবস্থা
- বাংলাদেশ ক্রিকেটে নতুন দু:সংবাদ : তাসকিনের নামে থানায় জিডি
- শিক্ষা বোর্ডের নতুন সিদ্ধান্ত : নতুন করে ভর্তির আশা জাগছে হাজারো শিক্ষার্থীর
- চরম দু:সংবাদ : অল্পের জন্য রক্ষা পেলো বিমান বাংলাদেশের ৪০০ যাত্রী নিয়ে উড়া বিমান
- প্রকাশ করা হলো জুলাই জাতীয় সনদের খসড়া
- পিতা যদি সব সম্পত্তি এক সন্তানকে লিখে দেন, তাহলে বাকি সন্তানদের করণীয় কী,জেনেনিন
- আজ ২৭/৭/২০২৫ তারিখ, জেনেনিন আজকের ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের কমিটি স্থগিত ঘোষণা
- বেড়ে গেলো আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (২৭ জুলাই ২০২৫)