| ঢাকা, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০

এক ননরে দেখে নিন আইপিএল ২০২৩ সেরা যারা

২০২৩ জুন ০১ ১৫:২৮:৪৮
এক ননরে দেখে নিন আইপিএল ২০২৩ সেরা যারা

গত ৩১ এপ্রিল থেকে শুরু হওয়া ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেটের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ১৬ তম আসর পর্দা নামল ২৯ মে গুজরাটে ও চেন্নাই সুপার কিং এর মধ্যকার ফাইনাল ম্যাচ। মূলত এই ফাইনাল ম্যাচটি ২৮ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেদিন বৃষ্টির কারণে ম্যাচটির একটি বলও মাঠ করাতে পারেনি তাই রিজার্ভ ডে ২৯ মে তে অনুষ্ঠিত হয় আইপিএলের ১৬ তম আসরের ফাইনাল ম্যাচ।

যা আইপিএল ইতিহাসের প্রথম কোন ঘটনা যে, নির্দিষ্ট তারিখেই আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত না হয়ে অনুষ্ঠিত হয়েছে রিজাভ ডে তে। আইপিএল ১৬ তম আসর এর ফাইনাল এই ম্যাচে গুজরাট কে ৫ উইকেটে হারিয়ে দেয় আইপিএল ইতিহাসের চার বারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। অর্থাৎ গুজরাট কে হারিয়ে পঞ্চম বারের মতো মতো চ্যাম্পিয়ন হয় ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।

চ্যাম্পিয়ন - চেন্নাই সুপার কিংস - ২৫ কোটি ৯৪ লাখ টাকা

রানার্সআপ -গুজরাট টাইটান্স - ১৬ কোটি ৮৬ লাখ টাকা

তৃতীয় - মুম্বাই ইন্ডিয়ান্স - ৯ কোটি ৭ লাখ টাকা

চতুর্থ - লক্ষ্ণৌ জায়ান্টস - ৮ কোটি ৯৭ লাখ টাকা

সর্বোচ্চ রান

শুভমান গিল (গুজরাট)

৫২ লাখ টাকা

(চার ক্যাটাগরিতে সেরা)

১৭ ম্যাচ, ৫৯.৩৩ গড়,

স্ট্রাইক রেট ১৫৭.৮০

সর্বোচ্চ রান ৮৯০

সর্বোচ্চ উইকেট

মোহাম্মদ শামি (গুজরাট)

১৭ ম্যাচ, ২৮ উইকেট

১৩ লাখ টাকা

ইমার্জিং ক্রিকেটার

যশস্বী জসওয়াল

(রাজস্থান রয়েলস)

১৪ ম্যাচে ৬২৫ রান

১৩ লাখ টাকা

সেরা স্ট্রাইকরেট

গ্লেন ম্যাক্সওয়েল

(রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)

স্ট্রাইক রেট ১৮৩

১৩ লাখ টাকা

সবচেয়ে বড় ছক্কা

ফাফ ডু প্লেসিস

(রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)

১১৫ মিটার লম্বা ছয়

১৩ লাখ টাকা

সেরা ক্যাচ

রশিদ খান (গুজরাট)

১৩ লাখ টাকা

ফেয়ার প্লে ট্রফি

দিল্লি ক্যাপিটালস

পাঠকের মতামত:

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর



রে