| ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

বাংলাদেশের মটিতে বর্ণবাদের শিকার উইন্ডিজ ক্রিকেটার, তৎক্ষণাৎ কঠিন ব্যবস্থা নিল বিসিবি

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ মে ৩১ ২২:৪৬:২৬
বাংলাদেশের মটিতে বর্ণবাদের শিকার উইন্ডিজ ক্রিকেটার, তৎক্ষণাৎ কঠিন ব্যবস্থা নিল বিসিবি

দীর্ঘদিন ধরেই বর্ণবাদ বিরোধী আন্দোলন চলছে সারা ক্রীড়া বিশ্ব জুড়ে। এর নাম দেয়া হয়েছে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' নামে। এর অর্থ কালোদেরও জীবনের মূল্য আছে। এর আগে কদিন আগেই রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র ভ্যালেন্সিয়া বিপক্ষে খেলতে গিয়ে বর্ণবাদের শিকার হয়েছিলেন।

এরপর তার কান্নায় ভেঙে পড়ার দৃশ্য সকল ক্রীড়াপ্রেমিদের নাড়া দিয়েছিল চরম ভাবে। এবার এমনই এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী হলো বাংলাদেশের সিলেটের মাঠে। এখানেই দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ 'এ' ও ওয়েস্ট ইন্ডিজ 'এ'। সিলেটে এখন চলছে দুই দলের তৃতীয় আন অফিশিয়াল টেস্ট ম্যাচ।

ম্যাচগুলোতে দর্শকদের উপস্থিতি ছিল খুবই কম। ক্যারিবীয়রা ৪৪৫ রান করে অল আউট হয়েছে। জবাবে খেলতে নেমে ১১৭ রানেই ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সেই সময়ই গ্যালারি থেকে ক্যারিবীয় দলের ক্রিকেটারদের উদ্দেশ্য করে বেশ কয়েকবার বর্ণবাদমূলক শব্দ চিৎকার করে বলতে শোনা যায়।

সেই শব্দগুলো কানে গেছে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের অধিনায়ক জশুয়া ডি সিলভারও। সঙ্গে সঙ্গেই তিনি আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের কাছে যান এবং এই ব্যাপারে অভিযোগ করেন। এরপর মুকুল ডেকে পাঠান রিজার্ভ আম্পায়ার নিয়ামুর রশিদকে।

তিনি এসে বিসিবির সিকিউরিটি অফিসারকে জানালো সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয়া হয়। আইন শূঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সঙ্গে সঙ্গে সেই দর্শকের খোঁজ করেন। পরবর্তীতে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় দিনের খেলা শেষে এই ব্যাপারে ক্রিকফ্রেঞ্জির সঙ্গে কথা বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের অধিনায়ক জশুয়া ডি সিলভা।

তিনি বলেন, 'আমি জানি না আম্পায়ার কি বলেছে। আমাদের উদ্দেশ্যে কিছু বর্ণবাদী মন্তব্য করা হয়েছে এবং আমরা এটা বুঝিনি, অবশ্যই। আম্পায়ার আমার কাছে এসেছিল এবং বলেছিল তারা খুব বাজে ভাষা ব্যবহার করছিল। এরপর তিনি পরিস্থিতি সামাল দিয়েছেন।'

খেলতে এসে এমন বর্ণবাদী আচরণের স্বীকার হয়ে হতাশ সিলভা। তিনি আরও বলেন, 'এই ব্যাপারগুলো সব সময়ই হতাশাজনক এবং আমি খুশি যে দ্রুতই পরিস্থিতি সামাল দেয়া হয়েছে দ্রুততার সঙ্গে। যথাযথ কতৃপক্ষ এই ব্যাপারটি দেখছে। আমরা সবাই সমান। সবাই এখানে ক্রিকেট খেলতে এসেছে এবং আমরা একসঙ্গে হয়েছিল যে খেলাটিকে আমরা অনেক ভালোবাসি তার জন্য। দিন শেষে আমরা যেটা ভালোবাসি সেটাই করতে এসেছি এবং এটাই করবো।'

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী অজি তারকা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ...

"এশিয়া কাপ ছাড়াই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ"

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট ...

ফুটবল

"ব্রাজিল বনাম চিলি: জেনেনিন ম্যাচ শুরুর সময় ও লাইভ দেখার উপায়

ফুটবল ভক্তদের চোখ এখন ব্রাজিল-চিলি লড়াইয়ের দিকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচটি দুই দলের জন্য ...

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নেইমারকে ইনজুরির অজুহাতে বাদ

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল দলে নেইমারকে না রাখার পেছনে ‘ইনজুরির অজুহাত’ দেখিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। কিন্তু বাস্তবে ...

Scroll to top

রে
Close button