পুরনো তিক্ততা ভুলে জাদেজার মুখে হঠাৎই উল্টো সুর

রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগে হঠাৎই উল্টো সুর ভারতের অন্যতম তারকা ক্রিকেটার রবীন্দ্র জাডেজার মুখে। জানালেন, "খারাপ খেললেও চেন্নাই দলের মালিকরা এতটাই ভাল যে কোনও ক্রিকেটারকে কিছু বলেন না। এটাই তাঁদের সবচেয়ে বড় গুণ। এই কারণেই চারটি আইপিএল ট্রফি তাঁরা জিতেছেন বলে মনে করেন জাডেজা।"
আইপিএলের অন্যতম শক্তিশালী দল চেন্নাইয়ের ক্রিকেটারের মুখে এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। এখান থেকে কিছু দিন আগে পর্যন্ত চেন্নাই কর্তাদের সঙ্গে সম্পর্ক ভাল ছিল না এই জাডেজারই। গত বছর মাঝপথ থেকেই তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় কর্তৃপক্ষ। এর পরে নানা জল্পনা রটেছিল যে জাডেজাকে দল থেকেই ছেঁটে ফেলা হবে। জাডেজা নিজেও চেন্নাইকে একসময় টুইটার, ইনস্টাগ্রামে ‘আনফলো’ করে দিয়েছিলেন। সেই সম্পর্ক এখন অনেকটাই অতীতে। জাডেজার পাল্টে যাওয়া কথায় তারই সুর।
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে জাডেজা বলেছেন, “সিএসকে পরিচালন সমিতি এবং মালিক (এন শ্রীনিবাসন) কখনও ক্রিকেটারদের উপর চাপ দেননি। সিএসকে-র সঙ্গে ১১ বছর থাকার পরেও একই রকম মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি রয়েছে ওদের। খারাপ খেললেও ওরা কখনও কিছু বলে আপনাকে চাপে ফেলবে না।”
জাডেজা জানিয়েছেন, দলের কোনও উর্ধ্বতন কর্তৃপক্ষ নেই। কোনও নির্দিষ্ট ক্রিকেটারের প্রতি পক্ষপাতিত্বও করা হয় না। জাডেজার কথায়, “আমাদের দলে কোনও সিনিয়র এবং জুনিয়র নেই। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারও বাকি সিনিয়রদের মতো সম্মান পাবে। কোও চাপ নেই। কেউ খেলুক বা না খেলুক, কারও প্রতি কোনও পক্ষপাতিত্ব করা হয় না।”
সমর্থকদের সঙ্গে কতটা নিবিড় যোগাযোগ তৈরি করে ফেলেছে সিএসকে, সেটাও উঠে এসেছে জাডেজার কথায়। বলেছেন, “যে বার আমরা পুনেতে খেলেছিলাম, সে বার সিএসকে-র তরফে ২-৩ হাজার সমর্থককে পুনেতে রাখার ব্যবস্থা করা হয়েছিল। খাবার, থাকার ব্যবস্থা করা হয়েছিল।”
- স্কুলে ছুটি : আসছে নতুন ঘোষণা
- চরম দু:সংবাদ : বন্ধ হলো ভিসা
- হতবাক ক্রিকেট বিশ্ব : এক ওভারে ৪৫ রানের বিশ্ব রেকর্ড
- না খেলেই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ
- চরম দু:সংবাদ : শাহজালাল বিমানবন্দরের বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
- নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ
- এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, ঘোষণা হবে বিকেল ৩টায়
- ঘরে ঘরে জ্বর নিয়ে দু:শ্চিন্তা :ডেঙ্গু না টাইফয়েড, বাঁচতে করণীয় কী জানুন এখনই
- আজকের সৌদি রিয়ালের রেট কত, জেনিন কোথায় মিলছে সর্বোচ্চ দাম
- রাজধানীতে ভয়াবহ আগুন : আতঙ্কে ব্যবসায়ী ও পথচারীরা
- ওমানে একটি ভুলে শেষ তিন প্রবাসীর জীবন! পুলিশের হস্তক্ষেপে চাঞ্চল্য
- বিমানের মধ্যেই সহযাত্রীকে থাপ্পড়, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- ব্যর্থ বিসিবি, এশিয়া কাপে বড় সুযোগ হারাল বাংলাদেশ
- বিদেশে ১০০ নয়, ৫০০ ডলার নেন, কিন্তু দেশের ২% উপকার হয় তো নেন" তামিমের খোলামেলা মন্তব্য
- আমিরাত,ও ভারতসহ ৪০ দেশের নাগরিকের জন্য ভিসা ফি মওকুফ