মুশফিক-আশরাফুলের রেকর্ড ভেঙে দিলেন মেন্ডিস-করুনারত্নে

চলছে শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচের খেলা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনেই রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার দুই ব্যাটার দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস ভেঙে দিয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুলের ১০ বছর আগের রেকর্ড। প্রথম দিনে শ্রীলঙ্কা সংগ্রহ করেছেন ৩৮৬ রান।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নিশান মাদুশকা ও দিমুথ করুনারত্নের ব্যাটে ভালো সূচনা পায় স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে ৬৪ রান যোগ করেন তারা। নিশানের বিদায়ের মধ্য দিয়ে ভাঙে এই জুটি। কার্টিস ক্যাম্ফারের শিকার হওয়ার আগে নিশান করেন ২৯ রান। তারপর করুনারত্নের সাথে ক্রিজে যোগ দেন কুশল মেন্ডিস।
দ্বিতীয় উইকেটে রেকর্ড জুটি গড়েন মেন্ডিস ও করুনারত্নে। তাদের জুটিতে আসে ২৮১ রান। এই জুটিই এখন গল আন্তর্জাতিক স্টেডিয়ামে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড নিয়ে শীর্ষে বসেছে। এর আগে গলে সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল বাংলাদেশি দুই ব্যাটার মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিমের ২৬৭ রান।
২০১৩ সালে স্বাগতিকদের বিপক্ষে পঞ্চম উইকেটে এই রেকর্ড গড়েছিলেন আশরাফুল ও মুশফিক। আশরাফুল ১৮৯ রানে থামলেও মুশফিক হাঁকিয়েছিলেন দ্বি-শতক। ঠিক ২০০ রানে থেমেছিলেন মুশফিক।
অপরদিকে, শ্রীলঙ্কার মেন্ডিস বিদায় নিয়েছেন ১৪০ রানে। ১১৪৫ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে তিন অঙ্ক স্পর্শ করেছেন তিনি। ১৯৩ বলে ১৪০ রানের ইনিংস খেলেন মেন্ডিস। তার ব্যাট থেকে আসে ১৮টি চার ও একটি ছক্কা। আর লঙ্কান অধিনায়ক করুনারত্মে বিদায় নিয়েছেন ১৭৯ রানে। তার ২৩৫ বলের ইনিংসটিতে ছিল ১৫টি বাউন্ডারি। মেন্ডিসকে জর্জ ডকরেল ও করুনারত্নেকে মার্ক এডায়ার শিকার করেন।
অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস রানের খাতা খুলতে পারেননি। তিন বল খেলেই বেঞ্জামিন হোয়াইটের শিকার হন তিনি। তবে দীনেশ চান্দিমাল ও প্রবাথ জয়সুরিয়া দিনের বাকি অংশে আর উইকেটের পতন হতে দেননি। চান্দিমাল ৩৩ বলে ১৮ রান ও জয়সুরিয়া ১৭ বলে ১২ রানে ক্রিজে আছেন।
প্রথম দিনে খেলা হয়েছে ৮৮ ওভার। শ্রীলঙ্কা চার উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৮৬ রান। রানরেট ৪.৩৯।
- স্কুলে ছুটি : আসছে নতুন ঘোষণা
- চরম দু:সংবাদ : বন্ধ হলো ভিসা
- হতবাক ক্রিকেট বিশ্ব : এক ওভারে ৪৫ রানের বিশ্ব রেকর্ড
- না খেলেই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ
- চরম দু:সংবাদ : শাহজালাল বিমানবন্দরের বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
- নাইম-আফিফ-সোহানের ঝড়, চমক দেখালো বাংলাদেশ
- এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, ঘোষণা হবে বিকেল ৩টায়
- ঘরে ঘরে জ্বর নিয়ে দু:শ্চিন্তা :ডেঙ্গু না টাইফয়েড, বাঁচতে করণীয় কী জানুন এখনই
- আজকের সৌদি রিয়ালের রেট কত, জেনিন কোথায় মিলছে সর্বোচ্চ দাম
- রাজধানীতে ভয়াবহ আগুন : আতঙ্কে ব্যবসায়ী ও পথচারীরা
- ওমানে একটি ভুলে শেষ তিন প্রবাসীর জীবন! পুলিশের হস্তক্ষেপে চাঞ্চল্য
- বিমানের মধ্যেই সহযাত্রীকে থাপ্পড়, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- ব্যর্থ বিসিবি, এশিয়া কাপে বড় সুযোগ হারাল বাংলাদেশ
- বিদেশে ১০০ নয়, ৫০০ ডলার নেন, কিন্তু দেশের ২% উপকার হয় তো নেন" তামিমের খোলামেলা মন্তব্য
- আমিরাত,ও ভারতসহ ৪০ দেশের নাগরিকের জন্য ভিসা ফি মওকুফ