| ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

তৃতীয় দিনে ৪ উইকেট, টাইগারদের নিয়ে যা বললেন বোলিং কোচ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ০৬ ২৩:০১:৩০
তৃতীয় দিনে ৪ উইকেট, টাইগারদের নিয়ে যা বললেন বোলিং কোচ

পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আয়ারল্যান্ড ক্রিকেট দল এখন বাংলাদেশে। ইতিমধ্যে শেষ হয়ে গেছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। বাকি ছিল টেস্ট। তবে বাংলাদেশের পক্ষে একমাত্র সেই টেস্ট ম্যাচটি আজ ০৪ এপ্রিল থেকে শুরু হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

আজ ৪ এপ্রিল, মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় এই একমাত্র টেস্টে মুখোমুখি হবে টাইগার-এইরিশরা। ছেলের অসুস্থতার কারণে ব্যস্ত তামিম ইকবালকে নিয়ে শঙ্কা থাকলেও তিনি শেষ পর্যন্ত একাদশে রয়েছেন।

এদিকে গতকাল ০৩ এপ্রিল ইনজুরির কারণে দলে নেই বাংলাদেশের অন্যতম পেসার তাসকিন আহমেদ। তবে ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ মত তিন পেসার নিয়ে খেলতে নেমেছে সাকিব বাহিনি।

আইরিশদের বিপক্ষে এই ম্যাচে তৃতীয় দিনঃ ২৭ রানে ৪ উইকেট, দ্বিতীয় দিনের শেষ বিকেলে মাত্র ১৭ ওভার বোলিং করে আয়ারল্যান্ডের চার ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছিল বাংলাদেশ। তাতে করে ইনিংস হারের শঙ্কা নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামে সফরকারীরা। হ্যারি টেক্টর-লরকান টাকারদের দুর্দান্ত ব্যাটিংয়ে ইনিংস হারের শঙ্কা কাটিয়ে শতরানের লিড নিয়েছে অ্যান্ড্রু বালবির্নির দল।

নির্বিষ বোলিংয়ে মিরপুরে ভুলে যাওয়ার মতো দিন পার করেছে বাংলাদেশ। পুরোদিনে ৯০ ওভার বোলিং করেও আয়ারল্যান্ডকে অল আউট করতে পারেনি সাকিব আল হাসানের দল। আইরিশদের স্মরণীয় দিনে বাংলাদেশের বোলাররা নিতে পেরেছেন কেবলই ৪ উইকেট। এমন নির্বিষ বোলিংয়েও হতাশ নন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

২৭ রানে ৪ উইকেট হারানো আয়ার‌ল্যান্ড উইকেট হারাতে পারতেন তৃতীয় দিনের সকালেই। দ্বিতীয় ওভারে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে বেঁচে যান টেক্টর। তবে প্রথম সেশনে পিটার মুরকে ফেরায় বাংলাদেশ। পুরো দিনে আর টাকার, টেক্টর ও মার্ক অ্যাডায়ারকে আউট করেছে স্বাগতিকরা।

বোলারদের জন্য উইকেটে অবশ্য তেমন সহায়তা ছিল না। বিশেষ করে পেসাররা বাড়তি কোনো সুবিধা পায়নি। তবুও নিজের লাইন-লেংথ ঠিক করে বোলিং করতে পারেননি বাংলাদেশের বোলাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরের উইকেটকে নিজের দেখা অন্যতম ফ্ল্যাট উইকেট বলছেন বাংলাদেশের পেস বোলিং কোচ।

ডোনাল্ড বলেন, ‘না, আমি হতাশ না। একটা কথা আমি বলব, আমি যেটা আলোচনা করেছি যে লাঞ্চের পর একটা পর্যায়ে আমরা এমন ফিল্ড সেট করতে পারতাম, যখন টাকার ব্যাট করছিল। আমরা তখন গ্রাউন্ডের একটা অংশ বন্ধ করে দিতে পারতাম, তাতে অফসাইডে তাকে বেশি খেলতে হত এবং আউটসাইড এইজ হতে পারত।’

‘বোলারদের আমি দোষ দিতে পারি না, তারা কঠোর পরিশ্রম করছে। এটা আমার দেখা অন্যতম ফ্ল্যাট উইকেট। পেসারদের জন্য এখানে উইকেটে বেশিকিছু নেই। এখন অব্দি আমরা দেখেছি কয়েকটা বল উইকেটকিপার অব্দি ক্যারি করে নি। এটাই টেস্ট ক্রিকেট, কেউ বলবে না এটা সহজ। আবারও বলছি, আয়ারল্যান্ড দারুণ ব্যাটিং করেছে।’

বোলারদের পাশে দাঁড়াতে দ্বিতীয় দিনের শেষ বিকেলের উদাহরণ টেনেছেন ডোনাল্ড। সেই ভারতের সঙ্গে টেস্টের কথাও বলেছেন তিনি। তৃতীয় দিনটা বাংলাদেশের ছিল না বলে স্বীকার করে ডোনাল্ড। সেই সঙ্গে দ্বিতীয় দিন নতুন বলে দুজন স্পিনার বোলিং করানো নিয়ে অধিনায়কের প্রশংসা করেন তিনি।

ডোনাল্ড বলেন, ‘আপনি যদি গতকালের টা দেখেন, দুই স্পিনার নতুন বলে শুরু করেছে, ওরা ১৬ রানে ৪ উইকেট হারিয়েছে। এটা অধিনায়কের গাট ফিলিং। ভারতের বিপক্ষে এখানে আমরা টেস্ট খেলেছি যেখানে স্পিনাররা ডমিনেট করেছে। তবে শেষটা ঠিকঠাক হয়নি। আজ আমাদের দিন ছিল না। আপনি অনেক ইস্যুতে সমালোচনা করতে পারবেন, তবে এটাই টেস্ট ক্রিকেট।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম, জাতীয় দলের ...

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

মিয়ানমারে গত মাসেই নারী ফুটবলে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ—প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা ...

ফুটবল

ব্যালন ডি’অরের সেরা ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ

ব্যালন ডি’অরের সেরা ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অরের সেরা ৩০ খেলোয়াড়ের তালিকায় টানা তৃতীয়বারের মতো জায়গা হয়নি ফুটবলের মহাতারকা ...

আর্জেন্টাইন ফুটবলে উজ্জ্বল সময়

আর্জেন্টাইন ফুটবলে উজ্জ্বল সময়

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আমেরিকা থেকে প্রথম দল হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট কাটায় বিশ্ব চ্যাম্পিয়ন ...

Scroll to top

রে
Close button