| ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

সেঞ্চুরি তুলে নিলেন টাকার, দেখেনিন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ০৬ ১৫:৩০:২০
সেঞ্চুরি তুলে নিলেন টাকার, দেখেনিন সর্বশেষ স্কোর

চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে করা ২১৪ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে সব কয়টি উইকেট হারিয়ে ৩৬৯ রান স্কোর বোর্ডে জমা করে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের লিড দাঁড়ায় ১৫৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১২৬ রান করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এছাড়া অধিনায়ক সাকিব ৮৭, মেহেদি হাসান মিরাজ ৫৫ ও লিটন দাস ৪৩ রান করেন। আয়ারল্যান্ডের পক্ষে ৬ উইকেট শিকার করেছেন অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন।

মিরপুর টেস্টের তৃতীয় দিনের দুই সেশন ভুলতে চাইবে বাংলাদেশ। মন্থর ব্যাটিংয়ে স্বাগতিক বোলারদের মাথার ঘাম পায়ে ফেলে দ্বিতীয় সেশনে মাত্র এক উইকেট হারিয়ে ৬৬ রান স্কোরবোর্ডে যোগ করেছে আইরিশরা। দলের পক্ষে লড়াই চালি যাচ্ছেন লরকান টাকার। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফিরেছেন হ্যারি ট্যাক্টর। ইতোমধ্যে ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিডও নিয়েছে সফরকারীরা।

এদিন শুরুতেই উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন তাইজুল ইসলাম। তবে বল তালুবন্দি করতে পারেননি লিটন দাস। ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছেন ট্যাক্টর। তাইজুলের ফুল লেংথে বাতাসে ঝুলিয়ে করা ডেলিভারি সামনের পায়ে ডিফেন্ড করেছিলেন টেক্টর।

টার্নের মুখে তার ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় উইকেটের পেছনে। তবে বেশ জোরের ওপর যাওয়া বল ধরতে পারেননি লিটন। এরপর পিটার মুরকে নিয়ে উইকেটে থিতু হয়ে লড়াই চালিয়ে গিয়েছেন ট্যাক্টর। এমনকি প্রথম আধ ঘণ্টায় কোনো বিপদ ঘটতে দেননি দুজন। এই সময়ের মধ্যে ১০ ওভারে ১৯ রান তুলেছেন তারা।

এছাড়া তিন ওভার করে আক্রমণ থেকে সরে যান সাকিব। তার জায়গায় আসেন মেহেদী হাসান মিরাজ। তাইজুল-মিরাজের বোলিংয়ে বেশ কয়েকবার পরাস্ত হন টেক্টর ও মুর। তবে কোনোটিতেই আউটের জোরাল সম্ভাবনা জাগেনি। উল্টো আলগা ডেলিভারি পেলেই শট খেলেছেন টেক্টর।

তাইজুলকে লং অন দিয়ে মেরেছেন ছক্কা। মিরাজের বলে রিভার্স সুইপে আদায় করে নিয়েছেন বাউন্ডারি। ব্যাক ফুট পাঞ্চে চার মেরেছেন মুরও। তবে এই দুজনের কঠিন প্রতিরোধে বাধা হয়ে দাঁড়ান শরিফুল ইসলাম। দিনের ১৩ ওভার পর বাঁহাতি পেসারের হাতে বল তুলে দেন সাকিব আল হাসান।

নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই দলকে আনন্দে ভাসালেন শরিফুল। অফ স্টাম্পে পিচ করা শর্ট অব লেংথ ডেলিভারিটি অ্যাঙ্গেলে আরও বেরিয়ে যাচ্ছিল। পেছনের পায়ে দাঁড়িয়ে স্কয়ার কাট খেলার চেষ্টা করেন মুর। ব্যাটের বাইরের কানায় লাগা বল অনায়াসে তালুবন্দি করেন নেন লিটন ।

১৬ রানে সাজঘরে ফেরেন মুর। তার বিদায়ে ভাঙে ১৫৪ বল স্থায়ী ৩৮ রানের জুটি। সঙ্গী হারালেও ট্যাক্টর ক্রিজে আরও মন্থর হয়ে ওঠেন। লর্কান টাকারকে নিয়ে দেখে শুনে খেলে কোনো প্রকার বিপদে পড়তে দেননি দলকে। বাংলাদেশের বোলারদের মাথার ঘাম পায়ে ফেলে এই জুটি লাঞ্চ বিরতিতে যায় এই সেশনে ৬৬ রান নিয়ে।

লাঞ্চের পর নেমে বাংলাদেশকে আরও ভোগাতে থাকে দুই আইরিশম্যান। মন্থর ব্যাটিংয়ে দেখে শুনে খেলে হাফ সেঞ্চুরি তুলে নেন ট্যাক্টর। খালেদ আহমেদের অফ স্টাম্পের বাইরের বল শরীরের দূর থেকেই খেলেন তিনি। অল্পের জন্য স্লিপ ও গালির মাঝে দিয়ে বল চলে বাউন্ডারিতে। একই শটে নিজের পাশাপাশি লরকান টাকারের সঙ্গে জুটিরও পঞ্চাশ পূরণ করেন টেক্টর।

মাইলফলকে পৌঁছে অবশ্য ইনিংস বেশি লম্বা করতে পারেননি ট্যাক্টর। এলবিডব্লিউ হয়ে ড্রেসিং রুমে ফেরেন অভিষেকে জোড়া ফিফটি করা আইরিশ এই মিডল-অর্ডার ব্যাটসম্যান। তাইজুলের ফুল লেংথ ডেলিভারি প্যাডেল সুইপ করতে চেয়েছিলেন টেক্টর। ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত হানে প্যাডে।

জোরাল আবেদনে সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি টেক্টর।প্রথম ইনিংসে ঠিক ৫০ রান করা টেক্টর এবার খেলেছেন ১৫৯ বলে ৫৬ রানের ইনিংস। ৭ চার ও ১ ছয়। তার বিদায়ে ভাঙে ১৪৫ বল স্থায়ী ৭২ রানের ষষ্ঠ উইকেট জুটি।

সঙ্গী হারিয়ে অবশ্য পথহারা হননি টাকার। ইনিংস ব্যবধানে হার এড়ানোর লড়াইয়ে আয়ারল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন লরকান টাকার। দায়িত্বশীল ব্যাটিংয়ে অভিষেক টেস্টে নিজের দ্বিতীয় ইনিংসে করেছেন ফিফটি। ৯২ বলে পঞ্চাশ করার পথে টাকারের ব্যাট থেকে আসে ছয়টি চার।

মাইলফলক স্পর্শ করে অ্যান্ড্রু ম্যাকবির্নিকে নিয়ে রান যোগ করে যাচ্ছেন টাকার। দলকে দুইশোর পথে নিয়ে যাওয়ার সঙ্গে নিজেও হাঁটছেন সেঞ্চুরির পথে। ৪৪ রানের লিড নিয়ে চা বিরতিতে গিয়েছেন দুজন। টাকার অপরাজিত আছেন ৮৯ রানে।

সংক্ষিপ্ত স্কোর-

আয়ারল্যান্ড (প্রথম ইনিংস)- ২১৪/১০ (৭৭.২ ওভার) (ট্যাক্টর ৫০, টাকার ৩৭; তাইজুল ৫/৫৮)

বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৩৬৯ অল আউট (৮০.৩ ওভার) (মুশফিক ১২৬, সাকিব ৮৭, মিরাজ ৫৫*; ম্যাকব্রাইন ৬/১১৮)

আয়ারল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ২২৪/৬ (৮১ ওভার) (টাকার ১০৭*; অ্যান্ড্রু ম্যাকবির্নি ৩৪, তাইজুল ৩/৫৭)

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম, জাতীয় দলের ...

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

মিয়ানমারে গত মাসেই নারী ফুটবলে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ—প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা ...

ফুটবল

ব্যালন ডি’অরের সেরা ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ

ব্যালন ডি’অরের সেরা ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অরের সেরা ৩০ খেলোয়াড়ের তালিকায় টানা তৃতীয়বারের মতো জায়গা হয়নি ফুটবলের মহাতারকা ...

চমক দিয়ে এমিরেটস ব্যালন ডি’অর জিতলেন যে ফুটবলার

চমক দিয়ে এমিরেটস ব্যালন ডি’অর জিতলেন যে ফুটবলার

সংযুক্ত আরব আমিরাত, ২০২৫: ইরানি ফুটবলার সারদার আজমুন আজ এমিরেটস প্রো লিগের সেরা খেলোয়াড় হিসেবে ...

Scroll to top

রে
Close button