| ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

বেরিয়ে এলো আসল খবরঃ অদ্ভুত কারনে দেরিতে শুরু হয়েছিল চেন্নাইয়ের ম্যাচ

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ০৪ ১১:৩২:০৭
বেরিয়ে এলো আসল খবরঃ অদ্ভুত কারনে দেরিতে শুরু হয়েছিল চেন্নাইয়ের ম্যাচ

মাঠের মধ্যে হঠাৎ ক্রে কুকুর ঢুকে পড়ার ফলে ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধ থাকা ভারতের মাঠে এমন ঘটনা নতুন ঘটনা নয়। ফের একবার এমন ঘটনার শাক্কি হল ক্রিকেট বিশ্ব। মুলাত এবারের ঘটনা ঘটল ১৬ তম আইপিএল চলাকালীন। চেন্নাইয়ের হোম গ্রাউন্ড চিপকে। আসরের এদিন মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিং এবং লখনউ সুপার জায়ান্টস।

এমন অদ্ভুত কারনে সেই ম্যাচ বেশ কিছুটা দেরিতে শুরু হয় মাঠে সারমেয় ঢুকে যাওয়ার কারণে। আর এই ঘটনায় রেগে আগুন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। চিপকের মাঠকর্মীদের এই ঘটনার জন্য একহাত নিয়েছেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের মতন বিসিসিআইয়ের এমন একটি ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট, যার প্রতি নজর রয়েছে গোটা বিশ্বের, সেখানেই কিনা সারমেয়র কারণে ম্যাচ শুরু হতে দেরি! চিপকের এই সারমেয় (কুকুর) বিভ্রাট একেবারেই ভালো করে মেনে নিতে পারেননি সুনীল গাভাসকর। ধারাভাষ্য দেওয়ার সময়েই 'অন এয়ার' তিনি একেবারে ধুয়ে দিয়েছেন চিপকের মাঠকর্মীদের। মাইক হাতে ব্রডকাস্ট চলাকালীন গাভাসকরকে বলতে শোনা যায় 'এই ধরনের ঘটনা অত্যন্ত অনভিপ্রেত। মাঠকর্মীদের এটা নিশ্চিত করা উচিত যাতে ভবিষ্যতে এমন ধরনের ঘটনা আর না ঘটে। এই কারণের (কুকুর বিভ্রাট) জন্য আর কোনও ম্যাচ যাতে দেরিতে শুরু করতে না হয় সেদিকে লক্ষ্য দিতে হবে।'

সারমেয়টিকে ধরার প্রাণপণ চেষ্টা করতে থাকেন চিপকের মাঠকর্মীরা। গোটা মাঠ তাদেরকে ছুটিয়ে মারে সারমেয়টি। ঘটনা দেখে দর্শকরাও আনন্দে মেতে ওঠেন। সারমেয়টিকেও বিষয়টি উপভোগ করতে দেখা যায়।লেজ নাড়িয়ে যেন সে বুঝিয়ে দেয় যে কতটা খুশি রয়েছে সে। এরপর মাঠকর্মীরা অবশ্য সারমেয়টিকে মাঠের বাইরে নিয়ে যেতে সমর্থ হন। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পরে খেলা শুরু করা সম্ভব হয়। কোভিডের কারণে প্রায় দীর্ঘ তিন বছর বাদে চিপকের দর্শকাসনে ফিরেছেন দর্শকরা। সেখানে মাঠে সারমেয়র উপস্থিতির কারণে ম্যাচ দেরিতে শুরু হওয়া মেনে নিতে পারেননি সুনীল গাভাসকর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম, জাতীয় দলের ...

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

মিয়ানমারে গত মাসেই নারী ফুটবলে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ—প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা ...

Scroll to top

রে
Close button