| ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

আইপিএলে অনন্য এক রেকর্ড গড়লেন জিম্বাবোয়ের সিকন্দর রাজা

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ০৩ ১৪:৪১:১২
আইপিএলে অনন্য এক রেকর্ড গড়লেন জিম্বাবোয়ের সিকন্দর রাজা

ক্রিকেট বিশ্বে এখন চলছে তিনটি ফর্ম্যাটে খেলা। এগুল হল টেস্ট,ওয়ানডে,টি-২০ ফর্ম্যাট। এই তিন ফরমেটে মধ্যে সপ্তাহের নতুন এবং জনপ্রিয় ফরমেট হচ্ছে টি-২০ ক্রিকেট। যে ফর্ম্যাট ইতিমধ্যেই এক দশকের উপর দর্শকদেরকে আনন্দ দিয়েছে দারুন ভাবে।

ক্রিকেটের এই শর্ট ফরমেট সারা বিশ্বজুড়ে শুরু হয়েছে ফ্রাঞ্চাইজি লিগ। যার মধ্যে জনপ্রিয়তম লিগ হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আইপিএলে অভিষেকের আগে দেশের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক টি-২০ খেলার নজির গড়লেন জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকন্দর রাজা। দেশের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার পরে আইপিএলে অভিষেক ম্যাচে খেলার নয়া নজির গড়েছেন রাজা।

গত টি-২০ বিশ্বকাপ হোক কিংবা তার আগে দেশের মাটিতে বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে সিরিজ,দেশের হয়ে অনবদ্য পারফরম্যান্স করেছেন রাজা। ব্যাট এবং বল হাতে অনবদ্য পারফরম্যান্স ছিল তাঁর। যার সুফল তিনি পান মিনি নিলামে। এই মিনি নিলামের মধ্যে দিয়েই তাঁকে দলে নেয় পঞ্জাব কিংস। গতকাল অর্থাৎ শনিবার পঞ্জাব কিংসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অভিষেক হয় সিকন্দর রাজার। অভিষেকের আগে দেশের হয়ে ৬৬ টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন রাজা‌। তারপরেই আইপিএলে অভিষেক হয়েছে তাঁর।

এই তালিকায় দুই নম্বরে রয়েছেন আদিল রশিদ। ইংল্যান্ডের হয়ে ৬২ টি ম্যাচ খেলার পরে ২০২১ সালে আইপিএলে অভিষেক হয়েছিল তাঁর। তৃতীয় নম্বরে রয়েছেন মার্টিন গাপটিল। তিনি ২০১৬ সালে দেশের হয়ে ৬১ টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার পরে আইপিএলে তাঁর অভিষেক হয়। চার নম্বরে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি(৫৫), পাঁচে রয়েছেন আয়ারল্যান্ডের জস লিটল(৫৩),ছয়ে অ্যালেক্স হেলস (৫২),সাতে জস বাটলার (৪৮), আটে দুশ্মন্ত চামিরা (৪৭),নয়ে রহমানুল্লাহ গুরবাজ(৪১),দশে ড্যারেন স্যামি (৪০) এবং এগারো নম্বরে রয়েছেন রভম্যান পাওয়েল (৩৯)। কেকেআরের বিরুদ্ধে ম্যাচে রাজা ব্যাট হাতে ১৩ বলে ১৬ রান কলে আউট হন। সুনীল নারিনের বলে মারতে গিয়ে নীতিশ রানার হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। বল হাতে তিন ওভার বল করে ২৫ রান দিয়ে নেন একটি উইকেট। নীতিশ রানার গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম, জাতীয় দলের ...

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

মিয়ানমারে গত মাসেই নারী ফুটবলে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ—প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা ...

Scroll to top

রে
Close button