| ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

রাজস্থানের ম্যাচে ঘটলো অবিশ্বাস্য ঘটনাঃ অশ্বিনের হাত থেকে ব্যাটারকে বাঁচালেন আম্পায়ার

ক্রিকেট ডেস্ক . স্পোর্টসআওয়ার২৪
২০২৩ এপ্রিল ০৩ ১২:৩৭:২৬
রাজস্থানের ম্যাচে ঘটলো অবিশ্বাস্য ঘটনাঃ অশ্বিনের হাত থেকে ব্যাটারকে বাঁচালেন আম্পায়ার

বল করার সময় সজাগ থাকেন ভারতের অন্যতম তারকা পেসার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বল ছাড়ার আগে নন স্ট্রাইকার প্রান্তে থাকা ব্যাটার ক্রিজ ছাড়লেই উইকেট ভেঙে দেন যা নতুন কিছু নয়। মাঁকড়ীয় আউট করতে সিদ্ধহস্ত এই পেসার। গতকাল ০২ এপ্রিল রবিবার অশ্বিনকে সেই সুযোগ কাজে লাগাতে দিলেন না আম্পায়ার।

আইপিএল শুরুর আগেই অশ্বিন প্রতিপক্ষ ন’টি দলের ব্যাটারদের সতর্ক করে দিয়েছিলেন এই ব্যাপারে। বলে দিয়েছিলেন, তিনি বল ছাড়ার আগে কোনও ব্যাটার ক্রিজ় থেকে বেরিয়ে গেলে রেয়াত করবেন না। মাঁকড়ীয় আউট করার সুযোগ পেলে হাতছাড়া করবেন না। আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই সেই সুযোগ পেয়ে যান অভিজ্ঞ অফ স্পিনার। তবু আম্পায়ারের অনুরোধে সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না।

সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে ঘটেছে এই ঘটনা। বল করছিলেন অশ্বিন। ব্যাটার ছিলেন হায়দরাবাদের আবদুল সামাদ। সে সময় রানার ছিলেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। তিনি হাত থেকে বল ছাড়ার আগে ক্রিজ ছেড়ে একটু এগিয়ে যান রশিদ। তা চোখে পড়তেই গতি কমিয়ে রশিদকে মাঁকড়ীয় আউট করার চেষ্টা করেন অশ্বিন। তিনি উইকেট ভাঙার আগেই হস্তক্ষেপ করেন আম্পায়ার। অশ্বিনকে উইকেট ভাঙতে বাধা দেন। আম্পায়ারের হস্তক্ষেপে আউট হওয়া থেকে বেঁচে যান রশিদ। পরে বলটিকে ‘ডেড’ বলে ঘোষণা করেন আম্পায়ার।

সে সময় অশ্বিনকে কিছু বলতে দেখা যায় আম্পায়ারকে। তিনি অভিজ্ঞ অফ স্পিনারকে কী বলেছিলেন সে সময়, তা জানা যায়নি। অশ্বিনকে মাঁকড়ীয় আউট করতে কেন বাধা দেন, তাও বোঝা যায়নি। পরে দেখা গিয়েছে, রশিদ ক্রিজ থেকে সামান্য এগিয়ে থাকলেও নজর রেখেছিলেন অশ্বিনের দিকে। ভারতীয় স্পিনার গতি কমাতেই ইংরেজ স্পিনার ক্রিজের মধ্যে চলে আসেন। ফলে অশ্বিন উইকেট ভেঙে দিলেও হয়তো আউট হতেন না রশিদ। তবু আম্পায়ার কেন অশ্বিনকে মাঁকড়ীয় আউট করার চেষ্টা থেকে আটকান, তা বোঝা যায়নি। যদিও আম্পায়ারের ভূমিকা নিয়ে চর্চা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

বিসিবির জরুরি বৈঠক: থাকছেন কি গামিনি, নাকি আসছেন নতুন কোচ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম, জাতীয় দলের ...

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া এখন সহজ,দেখেনিন সহজ সমীকরণ

মিয়ানমারে গত মাসেই নারী ফুটবলে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ—প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা ...

Scroll to top

রে
Close button