পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচের আসল সাত্যিটা ফাঁস করলেন ভিকে

এই তো মাত্র কয়েক মাস আগের ঘটনা। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে সমালোচকদের যোগ্য জবাব দিয়ে মেলবোর্নে ভারতীয় দলের হয়ে টি-২০ তে নিজের প্রথম শতরান ভারতীয় দলের সাবেক অধিনায়ক করেন বিরাট কোহলি। ঠিক তার আগে প্রাক্তন ভারত এই অধিনায়কের অফ ফর্ম স্বাভাবিক ভাবেই চাপে ফেলে দেয় গোটা ক্রিকেট পাড়ায়। কেউ কেউ এক ধাপ এগিয়ে জাতীয় দলে তাঁর জায়গা নিয়েও প্রশ্ন তুলতেও কম করেনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে এই বিষয়ে মুখ খোলেন এক প্রাক্তন ভারত অধিনায়ক।
টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর আগে এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে যাত্রা শেষ হয় ক্রিকেট বিশ্বের বিশ্বের অন্যতম শক্তিশালী দল টিম ইন্ডিয়ার। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ২০০৭-এর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতে শুরু করেন ভারতীয় ক্রিকেটার থেকে সমর্থকরা। হার্দিক পান্ডিয়া এবং বিরাট কোহলির জুটি পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিরাট কোহলি সেই সময়ে তাঁর মনের ভিতর চলা মানসিক উত্তেজনার কথা প্রকাশ করেন। তিনি জানান, চারিদিকে কী ঘটছিল তা তিনি জানতেন না। ম্যাচ চলাকালীন ছোট একটি বিরতির সময় কোচ রাহুল দ্রাবিড় দেওয়া উপদেশও তিনি ঠিক করে শোনেননি তিনি। বিরাট বলেন, 'সেই ম্যাচের পর আমাকে অনেকেই প্রশ্ন করেছে সেই সময় আমি কি ভাবছিলাম। আমার মনের ভিতর কী চলছিল? কি কি পরিকল্পনা করেছিলাম? সত্যি বলতে এইগুলোর কোনও উত্তর আমার কাছে নেই। আমি এতটাই চাপে ছিলাম যে ১২ বা ১৩ ওভারে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। তখন মাথায় একটাই কথা ঘুরপাক খায়, এই ম্যাচ যেভাবেই হোক জিততে হবে আমাদের।'
তিনি আরও বলেন, 'এশিয়া কাপের পর আমি ফিরে এসেছিলাম। ভালো খেলছিলাম। নিজের ওপর ভরসা ছিল। তাই ফিরে আসতে পেরেছি। এখন আমার টার্গেট ওডিআই বিশ্বকাপ। আমি বিশ্বকাপের জন্য তৈরি। ওই ম্যাচের ১০ ওভারে আমরা চার উইকেট হারিয়ে ৩১ রানে ব্যাট করছিলাম। আমি সম্ভবত ১২ বলে ২৫ রানে ব্যাট করছিলাম। সেই সময় বিরতির হয়, তখন রাহুল ভাই আমার কাছে এসে কিছু বলে। কিন্তু আমি এতটাই মানসিকভাবে চাপে ছিলাম যে, কী বলেছে তা কিছুই শুনিনি। পরে আমি রাহুল ভাইকেও তা বলি, তুমি আমাকে কী বলেছ আমি কিছুই শুনিনি।'
এই অভিজ্ঞ ভারতীয় ব্যাটার, জানান সেই সময়ে তার মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়। তিনি বলেন, 'সেই সময় আমার মাথা এবং মন কিছুই কাজ করছিল না। শুধু মনে হচ্ছিল আমি খারাপ খেলছি এখান থেকে প্রত্যাবর্তন করা খুব মুশকিল। আমার মধ্যে যে ক্ষমতাই থাকুক না কেন সেটা আমাকে অনেক সাহায্য করেছে। তখন আমার একটা কথাই মনে হয়েছিল, বেশি ভাবা বন্ধ করতে হবে। কারণ খেলার সময় বেশি ভাবলে তা হীতে বিপরীত হয়ে ওঠে। সেই রাতে আমার সঙ্গে কী হয়েছিল তা কখনওই আমি ব্যাখ্যা করতে পারবো না। আশা করি এইরকম আমার সঙ্গে আর ঘটবে না।'
- হিরো আলমের ‘জানাজা’ আগামীকাল ৫ টায়
- হিরো আলমের ‘জানাজা’ আজ বিকাল ৫ টায়
- হঠাৎ যে কারনে ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান
- বাংলাদেশকে নতুন নিষেধাজ্ঞা দিলো ভারত
- মালয়েশিয়ার ৮ হাজার প্রবাসীর জন্য সুখবর,থাকছে নতুন সুযোগ ও সুবিধা
- ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান, তৃতীয় ওয়ানডে ম্যাচ লাইভ স্কোর এবং ম্যাচ পর্যালোচনা
- হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ
- ২৫ লক্ষ টাকার বাটন ফোন: প্রযুক্তি নয়, আভিজাত্যই যার মূল আকর্ষণ
- ২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়
- স্বর্ণের দাম কমলো প্রতি ভরিতে ১,৫৭৪ টাকা, জেনেনিন আজকের স্বর্ণ-রুপার দাম
- ৩৪ বছর পর এমন রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
- আইপিএল ২০২৬ : যে দলের হয়ে খেলতে পারেন মুস্তাফিজ
- বারবার বমি হচ্ছে, হতে পারে এটি ‘সাইক্লিক ভমিটিং সিনড্রোম’ রোগের লক্ষণ
- অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন