আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাইকে হারিয়েও অস্বস্তিতে হার্দিকের গুজরাত

ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবথেকে বড় ঘরোয়া আসর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল এর ১৫ তম আসরের চ্যাম্পিয়ন দল গুজরাত টাইটান্স আইপিএল অভিযান শুরু করেও ধাক্কা খেতে হল। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার হার্দিক পাণ্ড্যরা গোটা প্রতিযোগিতাতেই আর পাবেন না কেন উইলিয়ামসনকে। গতকাল ৩১ মার্চ শুক্রবার ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছেন নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।
আসরের অন্যতম শক্তিশালী দল চেন্নাইয়ের বিরুদ্ধে অনেকটা লাফিয়ে একটি ছয় বাঁচানোর চেষ্টা করেছিলেন কিউই সাবেক অধিনায়ক উইলিয়ামসন। ছয় বাঁচাতে পারলেও মাটিতে পড়ার সময় হাঁটুতে চোট পান তিনি। তাঁর মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। হয়তো বড় কোন ধরনের ইনজুরিতে পড়তে পারে তিনি। ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করার সময় অনেকটা লাফিয়ে উড়ে আসা বল ধরলেও মাটিতে নামার সময় উইলিয়ামসনের পা ঠিক মতো পড়েনি।
মাঠেই শুশ্রূষা শুরু হয় নিউ জ়িল্যান্ডের অভিজ্ঞ ব্যাটারের। ছুটে আসেন দু’দলের ফিজিয়ো। এই দিনে চেন্নাইয়ের ইনিংসের ১৩তম ওভারে এই ঘটনার পর সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। পরে দলের হয়ে ব্যাট করতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে গুজরাতের হয়ে ব্যাট করতে নামেন সাই সুদর্শন।
উইলিয়ামসনের চোট নিয়ে আশঙ্কা তৈরি হলেও শুক্রবার গুজরাতের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। গুজরাতের মেন্টর গ্যারি কার্স্টেন শুধু বলেছিলেন, ‘‘উইলিয়ামসনকে দেখে ভাল লাগছে না। আশা করব খারাপ কিছু হবে না। পরীক্ষার পর বোঝা যাবে চোট কতটা গুরুতর।’’ কার্স্টেন-সহ গুজরাত শিবিরকে আশাহত করেছে উইলিয়ামসনের মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট। গুজরাত শিবির সূত্রে জানা গিয়েছে, তাঁর ডান হাঁটুর চোট যথেষ্ট গুরুতর। সারতে কয়েক সপ্তাহ সময় লাগবে। ফলে এ বারের আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই। যদিও গুজরাত ফ্র্যাঞ্চাইজ়ির তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
গত বছর আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ছিলেন উইলিয়ামসন। এ বার তাঁকে রাখেনি হায়দরাবাদ। নিলামে ২ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছিল গুজরাত। দলের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা ছিলেন তিনি। উইলিয়ামসনের চোট সমস্যায় ফেলতে পারে হার্দিকদের।
- হিরো আলমের ‘জানাজা’ আগামীকাল ৫ টায়
- হিরো আলমের ‘জানাজা’ আজ বিকাল ৫ টায়
- হঠাৎ যে কারনে ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান
- বাংলাদেশকে নতুন নিষেধাজ্ঞা দিলো ভারত
- মালয়েশিয়ার ৮ হাজার প্রবাসীর জন্য সুখবর,থাকছে নতুন সুযোগ ও সুবিধা
- ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান, তৃতীয় ওয়ানডে ম্যাচ লাইভ স্কোর এবং ম্যাচ পর্যালোচনা
- হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ
- ২৫ লক্ষ টাকার বাটন ফোন: প্রযুক্তি নয়, আভিজাত্যই যার মূল আকর্ষণ
- ২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়
- স্বর্ণের দাম কমলো প্রতি ভরিতে ১,৫৭৪ টাকা, জেনেনিন আজকের স্বর্ণ-রুপার দাম
- ৩৪ বছর পর এমন রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
- আইপিএল ২০২৬ : যে দলের হয়ে খেলতে পারেন মুস্তাফিজ
- বারবার বমি হচ্ছে, হতে পারে এটি ‘সাইক্লিক ভমিটিং সিনড্রোম’ রোগের লক্ষণ
- অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন