চরম উত্তেজনায় শেষ হল আইপিএলের প্রথম ম্যাচ, জেনে নিন ফলাফল

ভারতের সব থেকে বড় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচে সাওরেরন্নতম শক্তিশালী দল চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়েছে গত বছরের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্স। এই দিন আগে ব্যাট করে রুতুরাজ গায়কোয়াড়ের ৫০ বলে ৯২ রানে ভর করে দলিয় ১৭৮ রান করে ধোনীর দল চেন্নাই। জবাবে খেলতে নেমে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় গুজরাট।
আইপিএলের ১৬ তম এই আসরে প্রথম দিন বড় লক্ষ্যে খেলতে নেমে গুজরাটকে দারুণ শুরু এনে দেন দুই ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা ক্রিকেটার ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। এই দুজনে ওপেনিং জুটিতে যোগ করেন ৩৭ রান। বেশি আক্রমণাত্মক ছিলেন ঋদ্ধিমানই। তিনি ১৬ বলে ২৫ রান করে আউট হন। এরপর সশক্তিশালী গুজরাট ইম্পেক্ট ক্রিকেটার হিসেবে কেন উইলিয়ামসনের বদলি হিসেবে নামায় সাই সুদর্শনকে।
এই ব্যাটার দ্রুত রান তুললেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৭ বলে ২২ রান করে আউট হয়েছেন। একপ্রান্ত আগলে রেখে ওপেনার শুভমান গিল ৩৬ বলে ৬৩ রানের ইনিংস খেলেছেন। তার ইনিংস জুড়ে ছিল ৩টি ছক্কা ৬টি চার। এদিন বল হাতে খরুচে বোলিংয়ের পর ব্যাট হাতেও সুবিধা করতে পারেননি।
১১ বলে মাত্র ৮ রান করে ফিরেছেন তিনি। বিজয় শঙ্করও বেশিদূর এগোতে পারেননি। ২১ বলে ২৭ রান করে আউট হন। এরপর রাহুল তেওয়াতিয়া ও রশিদ খান মিলে গুজরাটকে জয় পাইয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত ১৪ বলে ১৫ রান করে তেওয়াতিয়া ও ৩ বলে ১০ রান করে রশিদ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাই প্রথম উইকেট হারিয়েছে তৃতীয় ওভারেই। ওপেনার ডেভন কনওয়ে মাত্র ১ রান করে ফিরে যান। এরপর মঈন আলীকে নিয়ে চেন্নাইয়ের রান বাড়িয়েছেন রুতুরাজ। অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি মঈন। তিনি আউট হন ২৩ রান করে।
বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলা বেন স্টোকসও ভালো করতে পারেননি তার ব্যাট থেকে আসে মাত্র ৭ রান। অন্য প্রান্তে নিয়মিত উইকেট গেলেও একপ্রান্ত আগলে রেখে খেলেছেন রুতুরাজ। নবম ওভারে আলজারি জোসেফকে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ২৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন চেন্নাইয়ের এই ওপেনার।
ধীর গতিতে ব্যাটিং করে রুতুরাজের ওপর কিছুটা চাপ তৈরি করেছেন আম্বাতি রাইডু। তিনি ১২ বলে ১২ রান করে ফেরেন। এদিকে হাফ সেঞ্চুরির পর অবশ্য কিছুটা ধীরে ব্যাট করেছেন তিনি। পেতে পারতেন সেঞ্চুরিও। শেষ পর্যন্ত ৫০ বলে ৯২ রানে তার এই ইনিংস থেমেছে। তার ইনিংস জুড়ে ছিল ৯টি ছক্কা ও ৪টি চার।
শেষের দিকে রান তুলতে পারেননি জাদেজা। তিনি ফিরেছেন মাত্র ১ রান করে। অবশ্য শিভম দুবের ১৮ বলে ১৯ ও মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ৭ বলে ১৪ রানের ইনিংসে বড় পুঁজি পায় চেন্নাই। গুজরাটের হয়ে ২টি করে উইকেট নেন মোহাম্মদ শামি, রশিদ খান ও আলজারি জোসেফ। একটি উইকেট পান জস লিটল।
- হিরো আলমের ‘জানাজা’ আগামীকাল ৫ টায়
- হিরো আলমের ‘জানাজা’ আজ বিকাল ৫ টায়
- হঠাৎ যে কারনে ঢাকায় আসছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান
- বাংলাদেশকে নতুন নিষেধাজ্ঞা দিলো ভারত
- মালয়েশিয়ার ৮ হাজার প্রবাসীর জন্য সুখবর,থাকছে নতুন সুযোগ ও সুবিধা
- ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান, তৃতীয় ওয়ানডে ম্যাচ লাইভ স্কোর এবং ম্যাচ পর্যালোচনা
- হঠাৎ এমন কঠিন সিদ্ধান্তের কারণ জানালেন আসিফ মাহমুদ
- ২৫ লক্ষ টাকার বাটন ফোন: প্রযুক্তি নয়, আভিজাত্যই যার মূল আকর্ষণ
- ২৩ রানে অলআউটের লজ্জা, মাত্র ৫ বলেই জয়
- স্বর্ণের দাম কমলো প্রতি ভরিতে ১,৫৭৪ টাকা, জেনেনিন আজকের স্বর্ণ-রুপার দাম
- ৩৪ বছর পর এমন রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
- আইপিএল ২০২৬ : যে দলের হয়ে খেলতে পারেন মুস্তাফিজ
- বারবার বমি হচ্ছে, হতে পারে এটি ‘সাইক্লিক ভমিটিং সিনড্রোম’ রোগের লক্ষণ
- অবাহনী ঢাকা vs মুরাস ইউনাইটেড:ম্যাচ শুরুর সময় ও খেলাটি সরাসরি দেখার উপাই জেনেনিন